EUR/USD পেয়ারটির প্রতিদিনের অ্যানালাইসিস (জানুয়ারি ৩, ২০২২)~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Forex Trade >>> EUR/USD পেয়ারটির প্রতিদিনের অ্যানালাইসিস (জানুয়ারি ৩, ২০২২)

InstaForexSushantay
Team Member
Total Post: 3001

From:
Registered: 2014-11-17
 


ইন্সটা ফরেক্স টিমের বিশেষজ্ঞ লাউরিয়ে বেইলি (Laurie Bailey)
EUR/USD
শুক্রবার, ২০২১ সালের শেষ দিনে ইউরো ৬৪ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এটি ১.১৩৮৩-এর সিগন্যাল লেভেল টেষ্ট করেছে এবং আজ সকাল থেকে দাম নিচের দিকে নেমে যাচ্ছে। MACD লাইনের মধ্যে ১.১৩৩৩-এর নিচে একটি রিভার্সাল ফ্রি রোমিং রেঞ্জের (১.১২২২) নিচের সীমানায় ডাউন মুভমেন্ট হচ্ছে।
[IMG]https://forex-images.ifxdb.com/userfiles/20220103/analytics61d268f8a4000_source!.jpg[/IMG]
চার-ঘণ্টার চার্টে, দাম ক্রমবর্ধমান অবস্থানে আছে, যেহেতু মূল্য ব্যালেন্স (লাল) এবং MACD (নীল) ইন্ডিকেটর লাইনের উপরে রয়েছে। MACD লাইন স্থানীয় ট্রেন্ড একটি ইন্ডিকেটর নির্দেশ করছে এবং এটি সাধারণত অনুভূমিকভাবে চলে।
[IMG]https://forex-images.ifxdb.com/userfiles/20220103/analytics61d2690c76946_source!.jpg[/IMG]
এই ক্ষেত্রে, মার্কেট সেন্টিমেন্টের প্রধান ইন্ডকেটর হবে মার্লিন অসিলেটর থেকে কনফারমেশন সিগন্যাল সহ এই লাইনের উপরের বা নীচের মূল্য। এই মুহুর্তে, আমরা দাম বৃদ্ধির একটি সিগন্যাল দেখতে পাচ্ছি, কিন্তু মার্লিন অসিলেটর প্রায় খাড়াভাবে একটি রিভার্জ ডাউন মুভমেন্ট এর দিকে যাচ্ছে, এটি সাপোর্টের উপর প্রাইস অ্যাটাকের একটি চিহ্ন (১.১৩৩৩)। এবং যেহেতু MACD লাইন (১.১৩১৬) ১.১৩৩৩ লেভেলের নীচে অবস্থিত, তারপরেও একটি দাম দরপতনের জন্য শর্তগুলির সম্পূর্ণ হবার জন্য, এই ইন্ডিকেটর লাইনের নীচে কনোসোলিডেট হওয়া প্রয়োজন। ১.১৩৮৩-তে শেষ হলে ১.১৪১৫-এর মত টার্গেট লেভেলের রিয়্যাকশনারি বৃদ্ধি তৈরি করতে পারে। এটির উপরে কনোসোলিডেট ১.১৫৭০ (জানুয়ারি ২০১৯ উচ্চ) লেভেলে আরও বৃদ্ধির জন্য
মুল শর্ত হয়ে উঠবে।
ফরেক্স বিশ্লেষন দেখুন: https://cutt.ly/LfRWnM6

#মার্কেট বিশ্লেষণ ট্রেডিং সম্পর্কে আপনার সচেতনতা বৃদ্ধি করবে, কিন্তু আপনাকে ট্রেডিং সম্পর্কিত নির্দেশ প্রদান করবে না।