অ্যানালাইসিসটি তৈরী করেছেন ইন্সটা ফরেক্স টিমের অ্যানালিটিক্যাল এক্সপার্ট স্টিফান ডল (Stefan Doll)
ট্রেন্ড বিশ্লেষণ (ফিগ১)।
আজ বুধবার মার্কেট 1.1286 লেভেল থেকে (মঙ্গলবারের ডেইলী ক্যান্ডেল বন্ধ) 1.1241-এ লক্ষ্যমাত্রা সহ, 85.4% রিট্রেসমেন্ট লেভেল (লাল ডটেড লাইন) থেকে নিচে নামতে পারে। এই লেভেলটি পরীক্ষা করার পরে, মূল্য 1.1305-এ লক্ষ্যের সাথে ঊর্ধ্বমুখী হতে পারে, 21-দিনের EMA (কালো পাতলা লাইন)।
[IMG]https://forex-images.ifxdb.com/userfiles/20211222/analytics61c2b865024dd_source!.jpg[/IMG]
(সাপ্তাহিক চার্ট),
বিস্তারিত বিশ্লেষণ:
সূচক বিশ্লেষণ –ডাউন
ফিবনাচি রিট্রেসমেন্ট- ডাউন
ভলিউম – ডাউন
ক্যান্ডেলস্টিক অ্যানালিসিস- ডাউন
ট্রেন্ড অ্যানালিসিস – আপ
বলিঙ্গার ব্যান্ড – ডাউন
সাপ্তাহিক চার্ট- আপ
দাম 1.1286 (মঙ্গলবার ডেইলী ক্যান্ডেল বন্ধ) থেকে 1.1241-এ লক্ষ্যমাত্রা, 85.4% রিট্রেসমেন্ট লেভেল (লাল ডটেড লাইন) থেকে নিচে নামতে পারে। এই লেভেলটি পরীক্ষা করার পরে, মূল্য 1.1305-এ লক্ষ্যের সাথে ঊর্ধ্বমুখী হতে পারে, 21-দিনের EMA (কালো পাতলা লাইন)। অসম্ভাব্য দৃশ্য: 1.1286 স্তর থেকে (মঙ্গলবার দৈনিক মোমবাতি বন্ধ), দাম 1.1222 (লাল ডটেড লাইন) এ নিম্ন ফ্র্যাক্টালের দিকে যেতে শুরু করতে পারে। এই লাইনটি পরীক্ষা করলে ঊর্ধ্বমুখী আন্দোলন শুরু হতে পারে।
ফরেক্স বিশ্লেষন বিস্তারিত দেখুন: https://cutt.ly/LfRWnM6
*মার্কেট বিশ্লেষণ ট্রেডিং সম্পর্কে আপনার সচেতনতা বৃদ্ধি করবে, কিন্তু আপনাকে ট্রেডিং সম্পর্কিত নির্দেশ প্রদান করবে না।
|