পিপীলিকা (Ants)~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Religion >>> পিপীলিকা (Ants)

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

পিপীলিকা (Ants)

গবেষনায় দেখা গেছে, মানুষের জীবন প্রণালীর সাথে যে প্রাণী বা কীটপতঙ্গের সবচেয়ে বেশি মিল পাওয়া যায়, সেটি হল পিপীলিকা বা পিঁপড়া। তারা মানুষের মতই তাদের মৃতদেহকে মাটিতে সমাহিত করে। পিঁপড়া উন্নতমানের শ্রম বিভাজন পদ্ধতি মেনে চলে। তাদের মধ্যে রয়েছে ব্যবস্থাপক, তত্ত্বাবধায়ক, শ্রমিক প্রধান বা সর্দার এবং শ্রমিক ইত্যাদি। তারাও মানুষের মতই খোশগল্প করে। তারা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য উন্নত মানের পদ্ধতি ব্যবহার করে। তারাও মানুষের মতই বাজার তৈরী করে এবং বাজারে গিয়ে পন্য বিনিময় করি। শীতকালে তারা দীর্ঘদিনের খাদ্যশস্য মজুদ করে এবং খাদ্যশস্য থেকে অঙ্কুরিত হলে শিকর কেটে দেয়। খাদ্যশস্য বৃষ্টিতে ভিজে গেলে তারা রোদে শুকাতে দেয়। শুকিয়ে গেলে তা আবার তাদের ঘরের ভিতরে নিয়ে যায়। পুরুষ পিঁপড়াদের পাখা গজায় কিন্তু নারী পিঁপড়াদের কোন পাখা থাকে না।

নামল অর্থ পিঁপড়া। কোরআনের ২৭ তম সুরা হল নামল। কোরআনে (২৭:১৭-১৮) আয়াতে নারী পিঁপড়া সম্পর্কে বলা হয়েছে।

وَحُشِرَ لِسُلَيْمَانَ جُنُودُهُ مِنَ الْجِنِّ وَالْإِنْسِ وَالطَّيْرِ فَهُمْ يُوزَعُونَ (17) حَتَّى إِذَا أَتَوْا عَلَى وَادِ النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ (18)

অর্থঃসোলায়মানের (সেবার) জন্য মানুষ, জীন ও পাখিদের মধ্য থেকে এক (বিশাল) বাহিনী সমবেত করা হয়েছিল, এরা আবার বিভিন্ন ব্যুহে সবিন্যস্ত ছিল। (সোলায়মান একবার অভিযানে বের হল,) তারা যখন পিপীলিকা (অধ্যুষিত) উপত্যকায় পৌছাল, তখন একটি স্ত্রী পিপীলিকা তার স্বজনদের বলল, হে পীপিলিকার দল, তোমরা (দ্রুত) নিজ নিজ গর্তে ঢুকে পড়ো, (দেখো) এমন যেন না হয়, সোলায়মান ও তার বাহিনী নিজেদের অজান্তে তোমাদের পায়ের নিচে পিষে ফেলবে।

And gathered for Solomon were his soldiers of the jinn and men and birds, and they were [marching] in rows.Until, when they came upon the valley of the ants, an ant (female) said, “O ants, enter your dwellings that you not be crushed by Solomon and his soldiers while they perceive not.”

উপরের আয়াতে নামল বলতে পিঁপড়া কে বোঝায় কিন্তু ‘নামলাতুন’ বলতে স্ত্রী পিপীলিকাকে বোঝায়। পুরুষ পিঁপড়াদের পাখা গজায় কিন্তু নারী পিঁপড়াদের কোন পাখা থাকে না এবংতারা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য উন্নত মানের পদ্ধতি ব্যবহার করে অর্থ্যাৎ তারা কথা বলতে পারে। এই বিষয়গুলো আমরা সম্প্রতি আধুনিক বিজ্ঞানের মাধ্যমে জানতে পেরেছি।