পাই (Pi):~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Religion >>> পাই (Pi):

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

পাই (Pi):

পাইয়ের মান ৩.১৪ আমরা প্রায় সবাই জানি। বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতকেই ‘পাই’ বলে। ‘পাই’ কে দ্বারা প্রকাশ করা হয়। কোণ পরিমাপ করার দুইটি পদ্ধতি আছে। একটি হল ডিগ্রি এবং অন্যটি রেডিয়ান। এই দুই পদ্ধতির মধ্যে সম্পর্ক নিন্মে দেয়া হল।

১৮০ডিগ্রি = ‘পাই’ রেডিয়ান = ‘পাই’ রেডিয়ান = ৩.১৪ রেডিয়ান = ৩১৪ সেন্টিরেডিয়ান

৩৬০ডিগ্রি = (২ X পাই) রেডিয়ান = ৬.২৮ রেডিয়ান = ৬২৮ সেন্টিরেডিয়ান

সুতরাং, ১৮০ডিগ্রি = হল ৩১৪ সেন্টিরেডিয়ান এবং 360 ডিগ্রি হল ৬২৮ সেন্টিরেডিয়ান

কোরআনে প্রায় ১৪৫০ বছর আগেই এ বিষয়ে পরোক্ষভাবে ধারণা দেয়া হয়েছে। হিসাবটা গানিতিক। কোরআনে (৯৬:৮) উল্লেখ করা হয়েছে,

إِنَّ إِلَى رَبِّكَ الرُّجْعَى (8)

অর্থঃ অথচ (এ নির্বোধ ভেবে দেখেনা,) একদিন তার মালিকের দিকেই (তার) প্রত্যাবর্তন হবে;

But to your Lord is the return.

উপরের আয়াতে ‘আলরুজয়া’ শব্দের মধ্যেই লুকিয়ে আছে সব রহস্য।‘আলরুজয়া’ শব্দের অর্থ হল ‘একই জায়গায় ফিরে আসা’।উপরের আয়াতে বলা হয়েছে অবিশ্বাসীরা যে কোন জায়গায় যেতে পারে কিন্তু তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে আগের জায়গাতেই নিয়ে আসা হবে। আর এটা তখনই সম্ভব যখন পৃথিবী বৃত্তাকার হবে। এবং যেহেতু পৃথিবী বৃত্তাকার, সেহেতু আমরা জানি, একটি সম্পুর্ন বৃত্তের জন্য রেডিয়ান কোন উৎপন্ন হয়।

আরবি ভাষায় প্রতিটি অক্ষরের আলাদা আলাদা স্যাংখিক মান নিয়ে হিসাব করার একটি পদ্ধতি আছে। পদ্ধতিটির নাম ‘হিসাব-আল-জুম্মাল’। এই পদ্ধতিতে আরবি প্রতিটি অক্ষরের আলাদা আলাদা মান আছে এবং এদের একটি সারনী বা চার্ট আছে। নিন্মে চার্ট টি দেয়া হল।

‘আলরুজয়া’ শব্দটিতে আছে আলিফ, লাম, রা, জিম, আইন এবং ইয়া।

আলিফ = ১

লাম = ৩০

রা = ২০০

জিম = ৩

আইন = ৭০

ইয়া = ১০

এগুলো যোগ করলে পাই = ১+৩০+২০০+৩+৭০+১০ = ৩১৪

যা উপরের হিসাবের সাথে মিলে যায়। আর ৩১৪ সেন্টিরেডিয়ান = পাই রেডিয়ান।

আর সম্পুর্ন আয়াতটির মান পাওয়া যায় ৬২৮যা উপরের হিসাবের সাথে মিলে যায়।আর ৬২৮ সেন্টিরেডিয়ান = ২ X রেডিয়ান।