আগ্নেয়গীরির অগ্নুৎপাত (Volcano):~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Religion >>> আগ্নেয়গীরির অগ্নুৎপাত (Volcano):

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

আগ্নেয়গীরির অগ্নুৎপাত (Volcano):

ভূমিকম্পের সাথে আগ্নেয়গীরির অগ্নুৎপাতের সম্পর্ক রয়েছে।ভূমিকম্প অগ্নুৎপাতের সুযোগ সৃষ্টি করে এবং ঘুমন্ত অবস্থা থেকে অগ্নুৎপাতকে জাগিয়ে তোলে। স্বাভাবিকভাবে কিছু কিছু আগ্নেয়গীরিতে প্রায়ই অগ্নুৎপাত হয়, তবে ভূমিকম্প এই অগ্নুৎপাতের বিস্ফোরণ হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়।

ভূমিকম্প যে আগ্নেয়গীরির অগ্নুৎপাত ঘটায়, কোরআনে (৯৯:১-২) এ সম্পর্কে প্রায় ১৪৫০ বছর আগেই উল্লেখ করা হয়েছে।

١ إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا٢ وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا

অর্থঃ যখন ঝাঁকুনি দিয়ে পৃথিবীকে তার প্রবল কম্পনে প্রকম্পিত করা হবে, এবং পৃথিবী যখন তার (এবং মানুষের কৃতকর্মের) বোঝা বের করে দেবে,

If the earth is shaken with its quake. If the earth brings out its loads.

উপরের আয়াতে প্রথমে ভুমিকম্পের কম্পনের কথা বলা হয়েছে এবং তারপর দ্বিতীয় আয়াতে বোঝা বের করে দেয়ার কথা বলা হয়েছে। অর্থ্যাৎ ভূমিকম্প হল কারণ এবং অগ্নুৎপাতের ফলে বোঝা (লাভা) বের হওয়ার প্রক্রিয়া হল তার ফলাফল।