গ্যালাক্সি ফিলামেন্ট (Galaxy Filaments)~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Religion >>> গ্যালাক্সি ফিলামেন্ট (Galaxy Filaments)

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

গ্যালাক্সি ফিলামেন্ট (Galaxy Filaments)

আজ থেকে প্রায় ১৪৫০ বছর আগে হযরত মোহাম্মদ (সঃ) এর যুগে মানুষেরা ভাবত, আমরা খালি চোখে রাতের আকাশে যত তারা দেখতে পাই, এতটুকুই হল সম্পুর্ন আকাশ। কেউ বিশ্বাস করতনা যে এর বাইরেও আরও ছায়াপথ বা গ্যালাক্সি থাকতে পারে। কিন্তু আধুনিক বিজ্ঞান থেকে আমরা জানতে পারি যে, আমাদের দেখার বাইরেও কোটি কোটি ছায়াপথ বা গ্যালাক্সি আছে। আর এরকম অনেকগুলো ছায়াপথ বা গ্যালাক্সি নিয়েই তৈরী হয় ছায়াপথের ক্ষুদ্রতম একক গ্যালাক্সি ফিলামেন্ট। অনেকগুলো ইট নিয়ে যেমন একটি বিল্ডিং হয়, অনেকগুলো সুতা নিয়ে যেমন একটি কাপড় হয়, ঠিক তেমনি, মহাকাশের ক্ষুদ্রতম একক হল ছায়াপথ বা গ্যালাক্সি। আর প্রতিটি ছায়াপথ বা গ্যালাক্সিতে আছে আমাদের সৌরজগৎ এর মত কোটি কোটি সৌরেজগৎ। আবার, প্রতিটি সৌরেজগৎ এ আছে আমাদের পৃথিবীর মত অসংখ্য গ্রহ।

এরকম কোটি কোটি ছায়াপথ বা গ্যালাক্সি নিয়েই তৈরী হয়েছে গ্যালাক্সি ফিলামেন্ট। আর এমন অসংখ্য গ্যালাক্সি ফিলামেন্ট দিয়েই তৈরী এই বিশাল মহাবিশ্বের সুপারক্লাষ্টার। গ্যালাক্সি ফিলামেন্টগুলো দৈর্ঘ্যে প্রায় ২০০ থেকে ৫০০ আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। মহাকর্ষ বলের মাধ্যমে এইসব গ্যালাক্সি ফিলামেন্টগুলো একটি অন্যটির সাথে লেগে আছে। কোরআনে (০২:২২) এ বিষয়ে উল্লেখ করা হয়েছে।

٢٢ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ ۖ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُونَ

অর্থঃ তিনিই সেই মহান সত্তা যিনি যমীনকে তোমাদের শয্যা বানালেন, আসমানকে বানালেন ছাদ এবং আসমান থেকে পানি পাঠালেন, তার সাহায্যে তিনি নানা প্রকারের ফলমূল উৎপাদন করে তোমাদের জীবিকার ব্যবস্থা করলেন, অতপর তোমরা জেনে বুঝে এসব কাজে আল্লাহ তায়ালার সাথে কাউকে শরীক করো না।

He who made the earth a habitat for you, and the sky a structure, and sends water down from the sky, and brings out fruits thereby, as a sustenance for you. Therefore, do not assign rivals to Allah while you know.

উপরের আয়াতে আসমানকে ছাদের সাথে তুলনা করা হয়েছে। উপরের আয়াতে ‘বিনাআ’ শব্দের একটি অর্থ হল ছাদ। আর এর অন্য একটি অর্থ হল বিশাল কোন কাঠামো। আধুনিক বিজ্ঞানের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে অসংখ্য ছায়াপথ বা গ্যালাক্সি নিয়ে তৈরী হয়েছে গ্যালাক্সি ফিলামেন্ট আর অসংখ্য গ্যালাক্সি ফিলামেন্ট মিলে তৈরী হয়েছে সুপারক্লাষ্টার। এরা এত বিশাল যে কল্পনা করাও কঠিন হয়ে যায়।