সম্প্রসারণশীল মহাবিশ্ব (Expanding Universe)~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Religion >>> সম্প্রসারণশীল মহাবিশ্ব (Expanding Universe)

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

সম্প্রসারণশীল মহাবিশ্ব (Expanding Universe)

মহাবিশ্বের প্রতিটি বস্তু একটি অপরটিকে তার নিজের দিকে আকর্ষন করছে। বস্তুর ভর যত বেশি, আকর্ষন করার শক্তিও তত বেশি। বিগ ব্যঙ্গের পর থেকেই এই মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। নভোচারীরা গবেষণা করে দেখেছেন যে, মহাকাশে একটি বস্তু অন্যটিকে আকর্ষন করছে। এই শক্তিকে বলা হয় মহাকর্ষ বল। এই বল একটি বস্তুকে অন্যটির দিকে আকর্ষন করে। আবার, মহাকাশে আর এক ধরণের অদৃশ্য শক্তি আছে, যা একটি বস্তুকে অন্যটির থেকে দূরে সরিয়ে দেয়। আর এই শক্তিকেই বলা হয় অদৃশ্য শক্তি বা ডার্ক মেটার। এই অদৃশ্য শক্তি বা ডার্ক মেটার হল মহাকর্ষ শক্তির ঠিক বিপরীত। মহাকর্ষ শক্তি কাছে টানে আর ডার্ক মেটার দূরে ঠেলে দেয়। দুরত্ব বাড়লে মহাকর্ষ শক্তি কমে কিন্তু দুরত্ব বাড়লে ডার্ক মেটার নামক অদৃশ্য শক্তি বাড়ে। ডার্ক মেটার নামক এই শক্তি, গ্যালাক্সি বা ছায়াপথ গুলোর একটিকে আর একটি থেকে দূরে সরিয়ে দিচ্ছে। দুরত্ব যত বেশি হয়, গ্যালাক্সি বা ছায়াপথগুলো তত দ্রুত একটি অপরটি থেকে দূরে সরে যায়। ডার্ক মেটার কি তা বিজ্ঞানীরা আজও আবিষ্কার করতে পারেনি, তবে তারা এটুকু বুঝতে পেরেছেন যে, এই মহাবিশ্বের আকার ক্রমশ বড় হচ্ছে। কোরআনে (৫১:৪৭) এই বিষয়ে উল্লেখ করা হয়েছে।

٤٧ وَالسَّمَاءَ بَنَيْنَاهَا بِأَيْدٍ وَإِنَّا لَمُوسِعُونَ

অর্থঃ আমি আমার হাত দিয়েই আসমান বানিয়েছি, আর আমি অবশ্যই মহা প্রশস্তকারী।

And the heaven, We (Allah is one and only) built it with craftsmanship and We (Allah is one and only) are still expanding.