আগ্নেয়গীরি থেকে নিক্ষিপ্ত গ্যাস (Volcanic Gases)~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Religion >>> আগ্নেয়গীরি থেকে নিক্ষিপ্ত গ্যাস (Volcanic Gases)

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

আগ্নেয়গীরি থেকে নিক্ষিপ্ত গ্যাস (Volcanic Gases)

আগ্নেয়গীরির অগ্নুৎপাতের ফলে মাটির নিচ থেকে লাভা বেরিয়ে আসে। এসময় প্রচুর পানি বাস্পে পরিনত হয় এবং ধোয়ার সৃষ্টি হয়। সেই ধোয়ায় থাকে কার্বন ডাই অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড। এই ধরনের ধোয়ায় আরও থাকে হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন ক্লোরাইড এবং হাইড্রোজেন ফ্লোরাইড। বড় ধরনের আগ্নেয়গীরির অগ্নুৎপাতের ফলে যে ধোয়া সৃষ্টি হয়, তাতে থাকে পানি (H2O), কার্বন ডাই অক্সাইড (CO2), সালফার ডাই অক্সাইড (SO2), হাইড্রোজেন ক্লোরাইড (HCl), হাইড্রোজেন ফ্লোরাইড (HF) এবং ছাই। এসময় অনেক উত্তপ্ত ও ফাঁপা পাথরও মাটির নিচ থেকে বেরিয়ে আসে। অগ্নুৎপাতের ধোয়া বা গ্যাস ভুমি থেকে প্রায় ১৬ থেকে ৩২ কিলোমিটার উচ্চতা পর্যন্ত এগুলো পৌছে যায়। এই উচ্চতায় সালফার ডাই অক্সাইড বাতাসের জলীয় বাস্পের (H2O) সাথে বিক্রিয়া করে সালফিউরিক (H2SO4) এসিড উৎপন্ন করে। যা বৃষ্টির আকারে মাটিতে নেমে আসে। আর এই বৃষ্টিকেই এসিড বৃষ্টি বলে।

কোরআনেও (১৫:৭৪) এ ধরনের এসিড বৃষ্টি ও পাথর বৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে।

٧٤ فَجَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِنْ سِجِّيلٍ

অর্থঃ তারপর আমি তাদের নগরগুলো উল্টিয়ে দিলাম, এবং ওদের উপর পাকানো মাটির পাথরের বৃষ্টি বর্ষন করলাম;

And We (Allah is one and only) turned it upside down, and rained down upon them stones of pumice.

আরও একটি আয়াতে (২৬:১৭৩) এই বিষয়টি উল্লেখ করা হয়েছে,

١٧٣ وَأَمْطَرْنَا عَلَيْهِمْ مَطَرًا ۖ فَسَاءَ مَطَرُ الْمُنْذَرِينَ

অর্থঃ তাদের উপর আমি (আযাবের) বৃষ্টি বর্ষন করলাম, (যাদের ভীতি প্রদর্শন করা হয়েছিল) তাদের জন্য কতো নিকৃষ্ট ছিল সেই (আযাবের) বৃষ্টি!

And We (Allah is one and only) rained down on them a rain. Dreadful is the rain of those forewarned.

আজকে আমরা জানতে পেরেছি, কেন সেই বৃষ্টিকে নিকৃষ্ট বলা হয়েছিল। কারণ, এসিড বৃষ্টির কারনে গাছপালা মারা যায়।