পানীয় পরিবেশনঃ~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Religion >>> পানীয় পরিবেশনঃ

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

পানীয় পরিবেশনঃ
সুরা ইনসান কোরআনের ৭৬ নম্বর সুরা। এই সুরায় জান্নাতের বিভিন্ন নেয়ামত সম্পর্কে উল্লেখ করা হয়েছে। পানীয় পরিবেশনের পক্রিয়া এগুলোর মধ্যে একটি। বাড়িতে মেহমান আসলে সাধারণত তিনভাবে পানীয় পরিবেশন করা হয়।
1. বোতলে পানীয় রাখা আছে। মেহমানকে নিয়ে নিতে হবে।
2. মেহমানকে পানীয় পরিবেশনের জন্য লোক থাকবে।
3. বাড়ির মালিক নিজে এসে মেহমানকে পানীয় পরিবেশন করবেন।
জান্নাতেও পানীয় পরিবেশনের জন্য উপরের তিন ধরনের পদ্ধতি থাকবে। সুরা ইনসানে পানীয় পরিবেশনের কথা তিনবার উল্লেখ করা হয়েছে। নিন্মে আয়াত গুলো তুলে ধরা হল।
সুরা (৭৬:০৫) আয়াতটি নিন্মরুপঃ
إِنَّ الْأَبْرَارَ يَشْرَبُونَ مِنْ كَأْسٍ كَانَ مِزَاجُهَا كَافُورًا (5)
অর্থঃ নিঃসন্দেহে যারা সৎ কর্মশীল তারা জান্নাতে এমন সুরা পান করবে যার সাথে সুগন্ধযুক্ত কর্পুর মেশানো থাকবে।
সুরা (৭৬:১৭) আয়াতটি নিন্মরুপঃ
وَيُسْقَوْنَ فِيهَا كَأْسًا كَانَ مِزَاجُهَا زَنْجَبِيلًا (17)
অর্থঃ সেখানে তাদের এমন এক (অপুর্ব) সুরা পান করানো হবে, যার সাথে মেশানো হবে যানজাবীল (নামের এক মুল্যবান সুগন্ধ)
সুরা (৭৬:২১) আয়াতটি নিন্মরুপঃ
عَالِيَهُمْ ثِيَابُ سُنْدُسٍ خُضْرٌ وَإِسْتَبْرَقٌ وَحُلُّوا أَسَاوِرَ مِنْ فِضَّةٍ وَسَقَاهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُورًا (21)
অর্থঃ বেহেশত বাসীদের পরনের কাপড় অতি সুক্ষ সবুজ রেশম এবং মোটা মখমল, তাদের পরানো হবে রুপার কঙ্কণ তদুপরি তাদের মালিক সেদিন তাদের ‘শরাবান তাহুরা’ (মহা পবিত্র উৎকৃষ্ট পানীয়) পান করাবেন।
লক্ষ্য করলে দেখবেন, উপরের প্রথম আয়াতে জান্নাতবাসী পানীয় নিজে নিয়ে পান করবে। অর্থ্যাৎ, সেলফ সার্ভিস। দ্বিতীয় আয়াতে জান্নাতবাসীদের পানীয় তুলে দেয়ার জন্য পরিবেশক বা সার্ভার বা ওয়েটার থাকবে। আর তৃতীয় আয়াতে পাওয়া যাবে সবচেয়ে বেশি মর্যাদাপুর্ন পানীয় পাওয়া যাবে। জান্নাতের মালিক আল্লাহ তায়ালা তা পরিবেশন করবেন।
যারা বলে, হযরত মুহাম্মদ (সঃ) কোরআন রচনা করেছেন, তাদের কাছে প্রশ্ন, হযরত মুহাম্মদ (সঃ) কি একজন ভাষাবিজ্ঞানী ছিলেন, যিনি ওহী বর্ননার সময় একই সুরায় তিন রকম পানীয় পরিবেশনের কথা নির্ভুলভাবে তুলে ধরেছেন, অথচ ইতিহাস বলে তিনি পড়তেও জানতেন না এবং লিখতেও জানতেন না? নাউযুবিল্লাহ। কোরআন আল্লাহর বানী।
Tagged