আস্সালামু আলাইকুম,
Hedaet.com হেদায়েত ডট কম আপনার প্রয়োজনে বিশ্বস্ত সহযোগী: বিনোদপুর বাজার, ইসলামিয়া কলেজ রোড- কেন্দ্রীয় মসজিদের দক্ষিন পাশে, মতিহার, রাজশাহী। ০১৭১৪ ৪৫৯৭৬০,
আমাদের সেবাসমূহ:
৪. হেদায়েত ডট এম এর অঙ্গ প্রতিষ্ঠান: অগ্রণী দুয়ার ব্যাংকিং: সরকারী অগ্রণী ব্যাংকের প্রায় সকল কার্যক্রম হয়। এখানে মাত্র ২০০/- দিয়ে নতুন একাউন্ট খোলা যায়। এখানকার একাউন্টের চেক দিয়ে দেশের সকল অগ্রণী ব্যাংকে জমা-তোল যায় ফ্রিভাবে। এখানকার এটিএম দিয়ে দেশের সকল ব্যাংকের-সকল এটিএম থেকে টাকা তোলা যায়। নিজ একাউন্টে জমা-তোলা ফ্রি, অন্য একাউন্টে টাকা পাঠাতে হাজারে ২.৫ টাকা/ লাখে ৯০ টাকা খরচ হয়।
১. সকল সিম কার্ড বিক্রি (১৫০/-) এবং হারানো বা নষ্ট সকল সীম কার্ড রিপ্লেস হয় (২২০/-)। বিকাশ, রকেট, শিওরক্যাাশ, এম ক্যাশ-সহ সকল ক্যাশ লেন-দেন করা হয়। মডেম (জিপি, বাংলালিঙ্ক, টেলিটক/ ফ্লাস ৯০০/-, ১৪০০/-, ২২০০/-), রাউটার (ডি লিঙ্ক, মি থ্রি,, টিপি লিঙ্ক ও পকেট রাউটার), পেন ড্রাইভ ( ট্রান্সটেক, এপারচার ৩২ জিবি ও এইচ.পি. ৬৪ জিবি ৬৫০/- ), মোমেরী কার্ড (১৬ জিবি ২৮০/-, ৩২ জিবি ৩২০/-) বিক্রি হয়।
২. নতুন মোবাইল (ওয়ারেটিসহ এবং ওয়ারেন্টি ছাড়া ব্যবহৃত সেট) বিক্রি করা হয়।
নোকিয়া ২ সীমের ১ বছরের ওয়ারেন্টি ১৭০০/-, স্যামসং ওয়ারেন্টিসহ ২২০০/-, নতুন উইনস্টার/ টাইটানিক মাত্র ৭০০/-
(২/১ দিন ব্যবহৃত যা প্রায় নতুন- তবে ওয়ারেন্টি নাই- কোন প্রবলেম নাই-চালিয়ে দেখে চেক করে নিতে পারবেন- এমন সেটগুলো যেমন-
শাওমী মি থ্রি ২/১৬= ৩২০০/-, শাওমি থ্রি এস ৩/৩২= ৫৫০০/-, শাওমি ৪ প্রাইম /৩২ = ৬৫০০/-, আইফোন ফোর এস= ৩৪০০/-, আই ফোন ৫= ৬৫০০/-, আই ফোন সিক্স প্লাস ১৭০০/-, অপ্পো এফওয়ানএস ৪/৩২= ৬৫০০/- ইত্যাদি সেট।
৩. ট্রেন, বাস ও বিমানের টিকেট কাটা হয়। দেশের যে কোন স্থানের, ঘরে বসে টিকেট কাটতে পারেন। আপনার টাকা ১০০% নিরাপদ। বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করে ইমেইলে টিকেট পাবেন। ট্রেনের টিকেটে জনপ্রতি সরকার ২০/- ও আমরা ৩০টাকা চার্জ রাখি। ঈদের সময় ট্রেনের টিকেট লাগলে ১০/১২ দিন আগেই যোগাযোগ অগ্রীম টাকা দিতে হবে/ টিকেট না হলে টাকা ফেরত পাবেন ১০০%। বিমান টিকেট মোটামুটি ৩০০০/- টাকার মধ্যেই হয়। বিমান বন্দরে যে ভাড়া- সেই ভাড়াই আমরা নিই, যা টিকেটে উল্লেখ থাকে- আমারা এজেন্ট হিসেবে কমিশন পাই। তাই টিকেটের অতিরিক্ত মূল্য নেই না। বিমানের ওঠার সময় শুধু আইডি দেখাই হবে। আন্তর্জাতিক বিমানে পাসপোর্ট থাকতে হয়। ঢাকাতে যাতায়াতকারী আন্তজেলা বাসগুলোর টিকেট কাটা হয়। বাস কাউন্টার থেকে ১০০/- খরচ বেশী হয়। সুবিধা হলো কাউন্টারে যেতে হবে না।
৫. জেসমিন টেনলার্স এণ্ড ফেব্রিক্স: বিনোদপরু, নিচাবাজার, মতিহার, রাজশাহী। ০১৭৯ ২২ ০০ ২২ ১। হেদায়েত ডট কম এর অঙ্গ প্রতিষ্ঠান। এখানে স্বল্প মূল্যে মেয়েদের পোষাক তৈরী করা হয়। শাড়ী, লুঙ্গি, চাদর, ছিট ও গজ কাপড় বিক্রি করা হয়। এখানে মেয়েদের দর্জি ট্রেনিং দেয়া হয় এবং শিখার পরে কর্ম দেয়া হয়।
৬. পুস্তক প্রকাশনী: ড. হেদায়েত এর “হেদায়েতী জবাব”, “হেদায়েতী শিশু শিক্ষা”, প্রায় তিনশত করমী মাদ্রাসার খ্যাতনামা আলিমগণের জীবনী গ্রন্থ “দেওবন্দী আকাবির”; তাফসীর ইবনে কাসির এর অনুবাদক ড. মুহাম্মাদ মুজিবুর রহমান স্যারের “জীবন সায়রের বেলাভুমে”; প্রফেসর নুর নবী স্যারের “ইতিহাস কথা বলে” এবং বাংলাদেশে প্রথম ফার্সী ভাষার ব্যকরণসহ বেশকিছু পুস্তক আমরা ইতোমধ্যে প্রকাশ করেছি। তাই স্বল্প মূল্যে, আইএসবিএন-সহ লুপ্ত মেধা বিকাশে-পুস্তক প্রকাশে আমাদের সাথে যোগাযোগ করুন। মাত্র দশ পনের হাজার টাকায় আপনার মেধা প্রকাশে আমরা বিশ্বস্ততার সাথে প্রতিশ্রুতিবদ্ধ।
৭. সামাজিক দায়বদ্ধতায় ফ্রিতে পাত্র-পাত্রীর সন্ধান দেয়া হয়। তাছাড়া জমি ক্রয়-বিক্রয়ের সন্ধান দেয়া হয়।