ইমাম আবু হানিফার সাথে নাস্তিকের বাহাস-এর দিন-তারিখ ঠিক হলো, ইমাম সাহেব আসতে দেরী করলেন, নাস্তিক বলে, এতো দেরী কেন? ইমাম সাহেব বলেন, নদী পার হতে দেরী হলো, নদীর কিনারে এসে দেখি নৌকা নাই, ধরুন, ঘটনাটি মোটামুটি এমন যে, নৌকার প্রয়োজনে আল্লাহর কাছে প্রার্থনা করলাম, হঠাৎ বড় বড় গাছ এসে হাজির হলো, গাছগুলো অটোভাবে ফেরে কাঠ হয়ে গেলো, মিস্ত্রী ছাড়াই সব জোড়া লেগে নৌকা হয়ে গেলো, মাঝি ছাড়াই বিশাল নদী পাড় হলাম। নাস্তিক ঘটনা শুনে বলল, দর্শক শ্রতা সকলে আপনাকে কি কেউ পাগল ছাড়া কিছু বলবে? ইমাম সাহেব বললেন, ঠিকই বলেছেন, এখন আপনিই বলুন, কোন সৃষ্টিকর্তা ছাড়া কি বিশ্বজাহান এমনি এমনি সব তৈরী হয়ে গেলো? আপনি পাগল? নাকি আমি? নাস্তিকের ভুল ভাঙ্গল। পড়ে নিল, লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
|