ধাঁধা সমগ্র অধ্যায় ০৭
০০১.
দু’অক্ষরে নাম তার বহু লোকে খায়
শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়।
উত্তরঃ পান।
০০২.
তিন অক্ষরে নাম ব্যঞ্জনে দেয়
তাহার প্রভাবে আহা, স্বাদ ভালো হয়। মাথা কেটে গেলে সে যে গণ্য হবে কাঠি
পেট কেটে ময়লা সে, নয় পরিপাটি।
উত্তরঃ মশলা।
০০৩.
দু’অক্ষরে নাম লজ্জা নিবারণী
প্রথম অক্ষর বাদ দিলে হয় আমার জননী
শেষের অক্ষর বাদ দিলে ভাশুর ঘরণী।
উত্তরঃ জামা।
০০৪.
আগে যায় ফিরে চায়
ওটি তোমার কে
ওর শ্বশুরকে আমার শ্বশুর
বাবা বলেছে।
উত্তরঃ।
০০৫.
কৃষ্ণবর্ণ তণুখান গুটি ছয় পা
চুপচাপ রক্ত খায় নাহি কাটে রা।
উত্তরঃ উকুন।
০০৬.
প্রাণ নেই বন্ধু নয়, চলে সাথে সাথে
আলো পেলে তবে চলে দিনে কিংবা রাতে।
উত্তরঃ ছায়া।
০০৭.
তিন অক্ষরে নাম তার প্রতি ঘরে পাবে
অধ্যক্ষর বাদ দিলে বৎসর বুঝাবে
মধ্য অক্ষর গেলে সবার ক্ষতি করে
শেষের অক্ষর গেলে সবাই অবস্থান করে।
উত্তরঃ বাসন।
০০৮.
দুই অক্ষরের নাম যার সব যায়গায় রায়
প্রথম অক্ষর বাদ দিলে খাবার জিনিস হয়,
শেষের অক্ষর বাদ দিলে আপনজন হয়।
উত্তরঃ মাটি।
০০৯.
দু’অক্ষরের নাম তার সবার ঘরে রয়
প্রথম অক্ষর বাদ দিলে খাবার জিনিস হয়
শেষের অক্ষর বাদ দিলে জন্মদাতা হয়।
উত্তরঃ।
০১০.
তিন অক্ষরে নাম তার মেয়েরা গায়ে মাখে
প্রথম অক্ষর বাদ দিলে গাছ বেয়ে উঠে
মাঝের অক্ষর বাদ দিলে গাছে ফলে থাকে। শেষের অক্ষর বাদ দিলে হাঁটার পথ থাকে।
উত্তরঃ আলতা।
০১১.
বলতে পার কোন সে দেশ সূর্য উঠে না
কোন সে দেশে জলও নাই মানুষ থাকে না।
উত্তরঃ সন্দেশ।
০১২.
তিন অক্ষর নাম, বাঙ্গালীরা খায়
মাঝের অক্ষর গেলেও একই জিনিস হয়,
প্রথম অক্ষর বাদ দিলে শীত পোশাক হয়
শেষের অক্ষর বাদ দিলে চীনের খাদ্য হয়।
উত্তরঃ চাউল।
০১৩.
প্রাণীর দেহে থাকলে যা
শেষ অক্ষর বাদ দিলেও তা
মাথা কাটলে প্রাণহীন
কি এ জিনিসটা?
উত্তরঃ চামড়া।
০১৪.
হাত নেই পা নেই
মুরো লেজ আছে
যেখানে সেখানে ছোটে
জলে মাঠে গাছে।
উত্তরঃ সাপ।
০১৫.
একদন্ত তবুও গণপতি নয়
অতি বড় বপু তাতে প্রাণ নাহি রয়
দুটি হাত পাতালের গভিরে তাহার
কে বলিতে পারে এই হেঁয়ালির সার।
উত্তরঃ ঢেঁকি।
০১৬.
যা দিবে তাই খাবে
পানি দিলে মরে যাবে।
উত্তরঃ চুলা।
০১৭.
তোমার ঘরে আমার ঘরে সবার ঘরে রয়
প্রথম অক্ষর বাদ দিলে পানির রাস্তা হয়
শেষের অক্ষর বাদ দিলে সবাই জ্ঞাত হয়। পেট কাটলে সবাই অস্থিত হয়। বলুনতো দিকি তা কি হয়?
উত্তরঃ জানালা।
০১৮.
পেট ভরে না
তবু খায় সর্ব প্রাণি
প্রথম অক্ষর বাদ দিলে
খেলার নাম হয়।
উত্তরঃ বাতাস।
০১৯.
কোন সে গাছের নাম বল তুমি শুনি
প্রথম অক্ষর বাদ দিলে বলে কথা গণি
মাঝের অক্ষর বাদ দিলে ব্যবহার করে নারী।
উত্তরঃ বাবলা।
০২০.
তিন অক্ষরে বর্ষা কি এলো
মাথা কেটে কত লোক সারি বসে গেল
পা কেটে চলে যায় বাতিলের দলে
ঘনছায়া, সূর্যকে কিসে দেয় ঢেকে।
উত্তরঃ বাদল।
|