ধাঁধা সমগ্র অধ্যায় ০৬
০০১.
লাল টুকটুক ছোটমামা
গায়ে পরে অনেক জামা।
উত্তরঃ পেঁয়াজ।।
০০২.
যমজ ভাই যায় আসে
একবার গিয়ে না ফিরলে
ধরেতে না প্রাণ থাকে।
উত্তরঃ শ্বাস-প্রশ্বাস।
০০৩.
ছোট্ট একটা ঘরে,
পঞ্চাশ টুপি পরা
সৈনিক বাস করে।
উত্তরঃ দেশলাই।
০০৪.
এরা বাপ বেটা ওরা বাপ বেটা
আমতলা দিয়ে যায়,
তিন খানা পাকা আম পেড়ে নিয়ে
সমান ভাগেতে খায়।
উত্তরঃ বাপ-ছেলে-নাপিত।
০০৫.
কাঁচায় তুলতুলে পাকায় সিঁদূর
যে না বলতে পারে সে ধেড়ে ইঁদুর।
উত্তরঃ মাটির হাঁড়ি।
০০৬.
চার রূপসী চার রং
মিলন হলে এক রং।
উত্তরঃ পান-চুন-খয়ের-সুপারী।
০০৭.
জন্ম দিয়ে মা কাহার
ফেলিয়া পালালো,
পাড়া প্রতিবেশী বুঝি
তাহারে পালিলো।
উত্তরঃ কোকিল।
০০৮.
অষ্ট চরণ য়োল হাঁটু
মাছ ধরতে যায় লাটু
শুকনো ডাঙায় পেতে জাল
শিকার ধরে চিরকাল।
উত্তরঃ মাকড়সা।
০০৯.
পিতার আদেশ পেয়ে কোন যোগীবরে
জননীর মাথা কাটে ভুমিতলে পাড়ে
কী তাহার নাম বল শাস্ত্রে আছে লেখা
বলতে কি পারো তার নাম আছে শেখা।
উত্তরঃ পরশুরাম।
০১০.
মন দিয়ে শোনা সবে
কালিদাসের ছন্দ
হাজার দুয়ারী ঘরে
স্বামী স্ত্রীতে বন্ধ।
উত্তরঃ মশারি।
০১১.
চারি দিকে কাঁটা বেত
মাথায় মুকুট খান সাহেব।
উত্তরঃ আনারস।
০১২.
সুখাদ্য মোটেও না তবু লোকে খায়
হুমড়ি খেয়ে অসর্তকে পড়ি এ ধরায়
বৃদ্ধরা খায় যদি, করে হায় হায়
যুবকে খেলে পরে লাজে মরে যায়।
উত্তরঃ আছার।
০১৩.
ওপার থেকে এলো বুড়ি
সাদা কাপড় পরে
মহানন্দে বসল খেতে
ঘাড় নেড়ে নেড়ে।
উত্তরঃ বক।
০১৪.
কোন দেশ ঝোলে গাছে
কোন দেশ বাজে
কোন দেশ বলো দেখি
তেল ঘিতে ভাজে।
উত্তরঃ মরিচ, কাশী, পুরী।
০১৫.
চৌদ্দ পুরুষ ডাকছে ‘মামা’ আমিও তাই ডাকি
সকলেরই মামা তিনি নাম তার কি জানি?
উত্তরঃ চাঁদ-সূর্য।
০১৬.
কোন ফলের বীজ নাই
বল দেখি দাদা
বলতে যদি না পারো তো
বুঝবো তুমি হাঁদা।
উত্তরঃ নারিকেল।
০১৭.
এ হে হে হে হে
তোমার গা ছুঁয়ে গেল কে?
বুজতে পারলে বলুন কে সে?
উত্তরঃ বাতাস।
০১৮.
পানির জন্তু নয় তবুও পানিতেই বাস করে হাত নেই পা নেই তবু সাঁতার কাটে।
উত্তরঃ নৌকা।
০১৯.
তিন অক্ষরে নাম যার সবার ঘরে রয়
প্রথম অক্ষর বাদ দিলে সর্ব লোকে খায়। পেট তার কেটে দিলে মধুর গান গায়
শেষ অক্ষর বাদ দিলে খুব কামরায়
উত্তরঃ বিছানা।
০২০.
বলুনতো এমন কোন সে বস্তু
পৃথিবীতে নেই
তোমার আমার মুখের কথায়
তবু আছে সে-ই।
উত্তরঃ ঘোড়ার ডিম।
|