- ধাঁধা সমগ্র -5~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Education >>> - ধাঁধা সমগ্র -5

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

ধাঁধা সমগ্র অধ্যায় ০৫
০০১.
কাঁচাতে যেই ফল
সর্বজনে খায়,
পাঁকলে সেই ফল
গড়াগড়ি যায়।
উত্তরঃ ডুমুর।
০০২.
তলে মাটি উপরে মাটি
তার মধ্যে সুন্দর বেটি।
উত্তরঃ হলুদ।
০০৩.
কুল কুল কুলেরি
ভাদ্র মাসে ধুলোরি
কাঁচায় পাকায় সবাই খায়
নেংটো হয়ে হাটে যায়।
উত্তরঃ তেঁতুল।
০০৪.
রাজার বেটা রাম দাস
খায় খোলা তার ফেলায় শাঁস।
উত্তরঃ চালতা।
০০৫.
ইকরের তলে তলে
ভিকমতির ছানি,
কোন দেশে দেখিয়াছ
গাছের আগায় পানি।
উত্তরঃ নারিকেল।
০০৬.
হাতির দাঁত,
কদম্বের পাত
হয় শুধু ফুল
খাও বসে মূল
উত্তরঃ মূলা।
০০৭.
এক থালা সুপারী
গণিতে পারে কোন ব্যাপারী।
উত্তরঃ আকাশের তারা।
০০৮.
সফেদ শয্যা পড়ে আছে
কেউ তাতে না শোয়,
ভিতর থেকে খোলাম কুচি
আঙিনাতে থোয়
উত্তরঃ সমুদ্র।
০০৯.
সকালে চার পায়ে হাঁটে
দুপুরে দুই পায়ে,
সন্ধায় তিন পায়ে হাঁটে
বলো তো কে যায়?
উত্তরঃ মানুষ।
০১০.
ইটে গুরুগুরু, বৈঠা নাগর
বিনা বৈঠায় বায় সে সাগর।
উত্তরঃ কচ্ছপ।
০১১.
জ্বলছে তবু পুড়ছে না
কোন সে প্রানী বলো তা।
উত্তরঃ জোনাকী।
০১২.
টুক্কা দিলে টাকাটা
লাল শাকের ঐ ডাঁটাটা।
উত্তরঃ কেন্নো।
০১৩.
হাড়গোড় নেই কেবল মাসে। কালা কুচু জলে ভাসে।
উত্তরঃ জোঁক।
০১৪.
ছোট কালে লেজ হয়
বড় কালে খসে
বাঘের মত লাফ দেয়
কুকেুরের মত বসে।
উত্তরঃ ব্যাঙ্গ।
০১৫.
নেই পা, চলছে চাকা তবু
তারা দুই ভাই চলছে কেবল
শব্দ নাহি কভু।
উত্তরঃ দিনরাত্রি।
০১৬.
একটুখানি জলে
মাছ কিলবিল করে
কারো বাবার সাধ্য নাই
হাত দিয়ে তায় ধরে।
উত্তরঃ ফুটন্ত ভাত।
০১৭.
মেটো গোয়াল, কাঠের গাই
বাঁছুর ছাড়াই দুধ পাই।
উত্তরঃ খেঁজুর গাছ।
০১৮.
দেয়াল আছে, ছাদও আছে
এমন এক ঘর
ভিতর তার প্রবেশ করার
একটাও নেই দ্বার।
উত্তরঃ মশারি।
০১৯.
লেজ, মাথা, পাখা আছে
পাখি তবুও নয়,
ডানা তার মেলে দিয়ে
উড়ে চলে যায়।
উত্তরঃ উড়োজাহাজ।
০২০.
সারা মাথায় পক্ক কেশ
মাথার ঘিলু খেতে বেশ।
উত্তরঃ তালের আঁটি।