ধাঁধা সমগ্র অধ্যায় ০৪
০০১.
উপর থেকে পরলো বুড়ি
হাত-পা তার আঠার কুঁড়ি।
উত্তরঃ কেল্লা।
০০২.
দুই অক্ষরে নাম যায় সবদেশেতে রয়
সর্বদেশেই তার সুনাম দুর্নাম স্বাক্ষ্য হয়ে রয়।
উত্তরঃ নদী।
০০৩.
এক না জামিরের গাছ
টোকা দিলে পরে রস।
উত্তরঃ চোখ।
০০৪.
এমন একটি ফুল যে হয়
উল্টা-পাল্টা যা-ই করি
একই নাম হয়।
উত্তরঃ লিলি ফুল।
০০৫.
একটু খানি গাছে
রাঙ্গা বউটি নাচে।
উত্তরঃ পাকা মরিচ।
০০৬.
জমিন থেকে বেরুল টিয়ে
লাল টুপি মাথায় দিয়ে।
উত্তরঃ পেঁয়াজ।
০০৭.
ঝাড়ের থেকে এলো খোজা
পিছনে লাঠি, মাথায় বোঝা।
উত্তরঃ আনারস।।
০০৮.
আল্লাহর কি কুদরত
লাঠির মাঝে শরবত।
উত্তরঃ আখ।
০০৯.
রাজার বাড়ির ছুড়ি
এক বিয়ানেই বুড়ি।
উত্তরঃ কলাগাছ।
০১০.
আকাশে টিরিবিরি
চৌড়ালে বাসা
আহারে খাইলো ছা
এ কেমন তামাশা।
উত্তরঃ বাজপাখি।
০১১.
আকাশের সমান দড়া
বিনি কুমারের হাঁড়া
বিনি কুমারের দই
এমন গয়না কই।
উত্তরঃ ডাব।
০১২.
পাতাটি ঢোলা, ফলটি কুঁজো
হয় তাতে দেবতার পূজো।
উত্তরঃ কলা।
০১৩.
খড়িতে জড়াজড়ি, ফলে অধিবাস
ফুল নাই ফল নাই, ধরে বারো মাস।
উত্তরঃ পান।
০১৪.
হরি হরি দন্ড, ছিরি ছিরি পাত,
মাণিক দন্ড, য়োলখানি হাত।
উত্তরঃ সুপারী গাছ।
০১৫.
উঠান ঠন্ ঠন্ বৈঠক মাটি
মা গর্ভবতী, পুতে ধরছে ছাতি।
উত্তরঃ সুপারী গাছ।
০১৬.
এ পাড় মালসা, ও পাড় মালসা
মধ্যখানে লাল তামসা।
উত্তরঃ মসুরডাল।
০১৭.
এক গাছে তিন তরকারী
দাঁড়িয়ে আছে লালরিহারী।
উত্তরঃ সজনে।
০১৮.
হেতা দিলাম থান
হয়ে গেল লতা
ফুল নাই, ফল নাই
সবই তার পাতা।
উত্তরঃ পান।
০১৯.
গা করে তার খসর মসর
পাত করে তার ফেনী
ফুল করে তার লাল তামাসা
ফল করে কুস্তনি।
উত্তরঃ শিমূল।
০২০.
ছিটকিরি ছিটকিরি পাতা
বত্রিশ ডালে বাঁকা
দেখতে সুন্দর খাইতে মিষ্টি
মাণিক মুক্তো করছে বৃষ্টি।
উত্তরঃ।
|