০০১.
বন থেকে বেরুল টিয়ে
সোনার টোপর মাথায় দিয়ে।
উত্তরঃ আনারস।
০০২.
ঘরের মইধ্যে ঘর
নাচে কনে-বর।
উত্তরঃ মশারি।
০০৩.
আল বেয়ে যায় সাপ
ফিরে ফিরে চায় বাপ।
উত্তরঃ সুঁই-সুতো।
০০৪.
রাজা-মন্ত্র্রি-সৈন্য মিলে
নৌকা চড়ে যুদ্ধে যায়
জীবন তো দূরের কথা,
ঢাল-তলোয়ার ছাড়াই কুপকাত।
উত্তরঃ দাবা খেলা।
০০৫.
বলো সে কী ফল
খেতে বড় বেশ-
কলজের মধ্যে থোকা থোকা
কমলা বুড়ির কেশ।
উত্তরঃ।
০০৬.
মানুষ নয় প্রাণীও নয়
পিছে পিছে ঘোরে
লাথি দিলে সেও যে
লাথি দেয় জোড়ে।
উত্তরঃ ছায়া।
০০৭.
হাতি নয় ঘোড়া নয়,
মোটা মোটা পা
তরু নয়, লতা নয়,
ফুলে ভরা গা।
উত্তরঃ পালঙ্ক।
০০৮.
তিন অক্ষরের নাম তার
বাংলাদেশে নাই
প্রথম অক্ষর বাদ দিলে
অনেক লোকে খায়।
উত্তরঃ জাপান।
০০৯.
অলি অলি পাখিগুলি
গলি গলি যায়,
সর্ব অঙ্গ ছেড়ে দিয়ে
চোখ খুবলে খায়।
উত্তরঃ ধোঁয়া।
০১০.
উড়তে পাখি উনুর ঝুনুর
বসতে পাখি ধন্দা
আহার করতে যায় পাখি
হাত থাকে তার বান্ধা।
উত্তরঃ জাল।
০১১.
হাতে আছে, হাতে নাই
হাত বাড়ালে পাবি কই।
উত্তরঃ কনুই।
০১২.
চাই নাকো তবু খাই
বেশি খেলে মারা যাই।
উত্তরঃ পিটুনি।
০১৩.
দুই অক্ষরের নাম যার
প্রসিদ্ধ একটি গাছ
নামটি উল্টে দিলে
পুঁতি চারাগাছ।
উত্তরঃ বটগাছ।
০১৪.
সকলের শিরে ধরে
নাহি ধরে কেশে
হাত নাই, পা নাই
বলো ধরে কে সে?
উত্তরঃ মাথাধরা।
০১৫.
সবকিছুই সে
পাড়ি দিয়ে যায়
নদীর পাড়ে গেলে
অমনি থেমে যায়।
উত্তরঃ রাস্তা।
০১৬.
গায়েতে কন্টকাবৃত
সজারু সে নয়
মানুষে পেলে গন্ধ তখনি ছেদ হয়।
উত্তরঃ কাঠাল।
০১৭.
আহার্য নয় তবু
খায় সর্বজন,
অনিচ্ছাতে বাধ্য হয়,
করিতে ভক্ষণ।
উত্তরঃ আছাড়।
০১৮.
জলে রই স্থলে রই
জল বিনা কিছু নয়।
উত্তরঃ বরফ।
০১৯.
লাল বরণ, ছয় চরণ,
পেট কাটলে হাঁটে,
মূর্খ লোকে বলবে কিসে
পন্ডিতের শির ফাটে।
উত্তরঃ ডাস পিঁপড়া।
০২০.
তিন বীর রারো শির
বত্রিশ লোচন,
ভূমিতে পড়িয়া বীর
করে মহারণ।
উত্তরঃ পাশার ঘুঁটি।
|