বাংলা MCQ
সবগুলো প্রশ্নের উত্তর একেবারে নিচে দেয়া হয়েছে।
১. বিশ্বের সর্বোচ্চ ভবন কোনটি?
ক) পিনাক্লিয়েট ডাক্সন খ) বুর্জ খলিফা গ) সিয়ার্স টাওয়ার ঘ) ব্যাংক অব আমেরিকা টাওয়ার
২. ২০১০ সালের ব্যর্থ রাষ্ট্রের তালিকায় শীর্ষস্থানে কোন দেশ?
ক) সোমালিয়া খ) পাকিস্তান গ) আফগানিস্তান ঘ) মিয়ানমার
৩. বাংলাদেশের জনসংখ্যা প্রতিবছর কত লাখ করে বৃদ্ধি পাচ্ছে?
ক) ২০ লাখ খ) ২৫ লাখ গ) ১৫ লাখ ঘ) ৩৫ লাখ
৪. মালয়েশিয়ার জাতীয় আয়ের কত শতাংশ রাবার থেকে আসে?
ক) ৪০% খ) ৮৫% গ) ৭৫% ঘ) ৬৫%
৫. ‘জিরো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত?
ক) লন্ডনে খ) নিউইয়র্কে গ) টরন্টোতে ঘ) মুম্বাইয়ে
৬. ‘ল্যারি কিং’ কে?
ক) একজন ফুটবলার খ) একজন সাংবাদিক গ) একজন বেসবল খেলোয়াড় ঘ) একজন অভিনেতা
৭. বাংলাদেশে প্রতি ১১ সেকেন্ডে কতজন নবজাতকের জন্ম হচ্ছে?
ক) ১ জন খ) ২ জন গ) ১১ জন ঘ) ২১ জন
৮. বাংলাদেশে কত শতাংশ মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বাস করে?
ক) ৪০% খ) ৩৫% গ) ৪৮% ঘ) ৫৪%
৯. বাংলাদেশে বর্তমানে মাথাপিছু জমির পরিমাণ কত ডেসিমেল?
ক) ২৫ খ) ১৪ গ) ২১ ঘ) ২৭
১০. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
ক) মহেশখালী খ) হাতিয়া গ) সন্দ্বীপ ঘ) সেন্ট মার্টিন
১১. বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি?
ক) দিনাজপুর খ) রংপুর গ) পঞ্চগড় ঘ) কুড়িগ্রাম
১২. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে?
ক) ২১ ফেব্রুয়ারি খ) ১৪ ডিসেম্বর গ) ৭ মার্চ ঘ) ১৬ ডিসেম্বর
১৩. গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন?
ক) শেরশাহ খ) সম্রাট আকবর গ) সম্রাট বাবর ঘ) ঈশা খাঁ
১৪. সুন্দরবন আসলে কোন ধরনের বন?
ক) রেইন ফরেস্ট খ) ম্যানগ্রোভ গ) পত্রহরিৎ ঘ) কনিয়ার
১৫. পাটের জিনোম কার নেতৃত্বে আবিষ্কৃত হয়েছে?
ক) মাকসুদুল আলম খ) স্টিফেন হকিং গ) গ্রেগর জোহান মেন্ডেল ঘ) আবেদ চৌধুরী
১৬. বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
ক) সালফার খ) কার্বন গ) মিথেন ঘ) নিয়ন
১৭. কোনটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত?
ক) সুপ্রিম কোর্ট খ) জজকোর্ট গ) হাইকোর্ট ঘ) আপিল কোর্ট
১৮. MICR কী?
ক) মাইক্রো ইন্ডাস্ট্রি কোম্পানি রিফর্ম খ) ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টর রিকগনিশন গ) মাক্রো ইনডিপেনডেন্ট কোম্পানি ঘ) কোনোটি নয়
১৯. শালবন বিহার কোথায়?
ক) কুষ্টিয়ায় খ) কুমিল্লায় গ) কুড়িগ্রামে ঘ) সাভারে
২০. ‘ধূমকেতু’ পত্রিকাটি কে সম্পাদনা করেছেন?
ক) তফাজ্জল হোসেন মানিক মিয়া খ) সিকানদার আবু জাফর গ) প্রমথ চৌধুরী ঘ) কাজী নজরুল ইসলাম।
সঠিক উত্তর: ১. খ ২. ক ৩. ক ৪. ক ৫. খ ৬. খ ৭. ক ৮. ক ৯. খ ১০. ঘ ১১. গ ১২. খ ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. গ ১৭. ক ১৮. খ ১৯. খ ২০. ঘ।
s ১. ওজোন স্তরের ফাটলের জন্য কোন গ্যাস দায়ী?
ক. ক্লোরোফ্লোরো কার্বন খ. কার্বন ডাইঅক্সাইড গ. অক্সিজেন ঘ. মিথেন
২. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?
ক. টিএসপি খ. ইউরিয়া গ. পটাশ ঘ. সবুজ সার
৩. কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
ক. ০° সেন্টিগ্রেড খ. ১০° সেন্টিগ্রেড গ. ৪° সেন্টিগ্রেড ঘ. ১০০° সেন্টিগ্রেড
৪. ‘ল্যাপটপ’ কী?
ক. বহনযোগ্য ছোট কম্পিউটার খ. এভারেস্টে ওঠার সামগ্রী গ. এক ধরনের ব্যায়াম ঘ. বাদ্যযন্ত্র
৫. কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়?
ক. ইউরেনিয়াম খ. প্লুটোনিয়াম গ. লৌহ ঘ. নেপচুনিয়াম
৬. ‘টলেমি’ কী ছিলেন?
ক. দার্শনিক খ. সেনাপতি গ. সম্রাট ঘ. জ্যোতির্বিদ
৭. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
ক) প্রতিফলন খ) প্রতিধ্বনি গ. প্রতিসরণ ঘ. প্রতিসরাঙ্ক
৮. কাজ করার সামর্থ্যকে কী বলে?
ক) ক্ষমতা খ. কার্য ক্ষমতা গ. বল ঘ. শক্তি
৯. সংকর ধাতু পিতলের উপদান কী?
ক) তামা+টিন খ. তামা+দস্তা গ. তামা+নিকেল ঘ. তামা+লৌহ
১০. শৈবাল কোন জাতীয় উদ্ভিদ?
ক. স্বভোজী গ. পরভোজী গ. পরাশ্রয়ী ঘ. মৃতজীবী
১১. কাচ তৈরির প্রধান কাঁচামাল কী?
ক. জিপসাম খ. সিলিকা গ. চুনাপাথর ঘ. পাথর
১২. কোথায় সাঁতার কাটা সহজ?
ক. পুকুরে খ. খরস্রোতা নদীতে গ. সাগরে ঘ. হ্রদে
১৩. ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় কী?
ক) নাইট্রোজেন খ. কার্বন গ. সালফার ঘ. অক্সিজেন
১৪. পানির গভীরতা মাপার একক কী?
ক. বেল খ. ফ্যাদম গ. নটিক্যাল ঘ. ক্যারেট
১৫. শব্দের তীক্ষ্নতা মাপা হয় কী দিয়ে?
ক. ক্যালরি খ. জুল গ. ডেসিবল ঘ. অ্যাম্পিয়ার
১৬. কম্পিউটারের জনক কে?
ক. অ্যাবাকাস খ. আইনস্টাইন গ. স্টিফেন হকিং ঘ. চার্লস ব্যাবেজ
১৭. নিউট্রন কে আবিষ্কার করেন?
ক. চ্যাডউইক খ. নিউটন গ. রাদারফোর্ড ঘ. রন্টজেন
১৮. উড পেনসিলের শিস কিসের তৈরি?
ক) সালফার খ. কার্বন গ. গ্রাফাইট ঘ. কপার
১৯. সবচেয়ে শক্ত ধাতু কোনটি?
ক. ইস্পাত খ. হীরক গ. গ্রানাইট ঘ. পিতল
২০. মিউকর কী?
ক. একটি ছত্রাক খ. একটি শৈবাল গ. একটি ফার্ন ঘ. একটি ব্যাকটেরিয়া।
সঠিক উত্তর:
১. ক, ২. খ, ৩. গ, ৪. ক, ৫. গ, ৬. ক, ৭. খ, ৮. ঘ, ৯. খ, ১০. ক, ১১. খ, ১২. গ, ১৩. ক, ১৪. খ, ১৫. গ, ১৬. ঘ, ১৭. ক, ১৮. গ, ১৯. খ, ২০. ক।
|