3- বিশ্ব তথ্যাবলী~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Education >>> 3- বিশ্ব তথ্যাবলী

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

তি বিশ্ব তথ্যাবলী -০৩

** শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, স্বাস্থ্য ও চলচ্চিত্র ২০১০
** ২০১০ সালের ৮২তম অস্কারে সেরা চলচ্চিত্র : দ্য হার্ট লকার।
** ১৫ মে ২০১০ জাতিসংঘের সদর দপ্তরে কোন চলচ্চিত্রটি প্রদর্শিত হয় : রাজকুমার হিরানীর ‘থ্রি ইডিয়টস’।
** রাসেল ক্রো অভিনীত কোন চলচ্চিত্রটি অষ্ট্রেলিয়ার ডাকটিকেটে স্থান পায় : রবিন হুড।
** ২০১০ সালের গোল্ডেন গ্লোব পুরষ্কারে সেরা চলচ্চিত্র : অ্যাভাটার।
** ‘এভাটার’ চলচ্চিত্রের পরিচালক : জেমস ক্যামেরন।
** ‘জয় হো হিন্দি’(Jai Ho Hindi) গানটির রচয়িতা : গুলজার, ভারত (সুরকার এ আর রহমান, ভারত)।
** ভারত সব শিশুর শিক্ষা বাধ্যতামূলক ঘোষণা করে : ১ এপ্রিল ২০১০।
** জাতিসংঘের সাধারণ পরিষদ বিশুদ্ধ পানি ও স্বাস্থ্য সম্মত পয়ঃনিষ্কাশন ব্যবহার (স্যানিটেশন) সুবিধাকে মৌলিক মানবাধিকার ঘোষণা করে : ২৮ জুলাই।
** ইউনেস্কো প্রকাশিত সবার জন্য শিক্ষা গ্লোবাল মনিটরিং রিপোর্ট ২০১০ অনুসারে কোন কোন দেশে সাক্ষরতার হার ১০% (১৫+বছর বয়সীদের) : বেলারুশ, এস্তনিয়া, লাটভিয়া, লিথুনিয়া,
** রাশিয়া, স্লোভেনিয়া, ইউক্রেন, আজারবাইজান, কাজাখসস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও কিউবা।
** বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয়ের নাম : রিয়াদ উইমেনস বিশ্ববিদ্যালয়।
** সার্ক বিশ্ববিদ্যালয় : নয়াদিল্লি, ভারতে।
** বিশ্বের দেশ সবচেয়ে বেশি যক্ষ্মার ঝুঁকির মধ্যে রয়েছে : ২২টি। এর মধ্যে শীর্ষ তিনটি দেশ হলো ভারত, চীন ও ইন্দোনেশিয়া, বাংলাদেশ পঞ্চম।
** The Unheart Truth : Proverty & Human Rights (যে সত্য শুনিনি : দারিদ্র্য এবং মানবাধিকার) গ্রন্থের লেখক : আইরিন খান)।
** ‘প্রণব মুখার্জি : দ্য অল সিজন ম্যান’ গ্রন্থের লেখক : ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।
** ‘দ্য ষ্ট্যাটেজিক ভিক্টরি’ স্মৃতিচারণমূলক গ্রন্থের লেখক : ফিদেল ক্যাষ্ট্রো।
** ‘এ জার্নি আত্মজীবনী ও স্মৃতিকথামূলক গ্রন্থের রচয়িতা : টনি ব্লেয়ার (যুক্তরাজ্য)।
** অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ‘আইডেন্টিটি এন্ড ভায়োলেন্স; দ্য ইলিউশন অব ডেষ্টিনি’ বইটির বাংলা সংস্করণ : পরিচিতি ও হিংসা।
** ‘ফিল্ড নোটস অন ডেমোক্রাসি’ গ্রন্থের লেখক : অরুন্ধতী রায় (ভারত)।
** শিশুতোষ বই ‘অব দী আই সিং : আ লেটার টু মাই ডটার্স’ এর লেখক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
** ‘পঞ্চইন্দ্রিয়’ তৈলচিত্রের চিত্রশিল্পী : মকবুল ফিদা হুসেন।
** ‘ডিসিশান পয়েন্টস’ স্মৃতিকথার রচয়িতা : জর্জ ডব্লিউ বুশ।
** Songs of Blood and Swod (রক্ত ও তরবারির গান) গ্রন্থের লেখক : ফাতিমা ভুট্টো।
** ‘স্পোকেন ফ্রম দ্য হার্ট’ গ্রন্থের লেখক : যুক্তরাষ্ট্রের ৪৩তম প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের স্ত্রী লরা বুশ।
** Discovery of India গ্রন্থের লেখক : জওহরলাল নেহেরু।
** EL Sueno del Celta উপন্যাসের লেখক : মারিও বার্গাস য়োসা।
** টেট ডি ফেমি (জ্যাকুলিন) কার চিত্রকর্ম : পাবলো পিকাসো।
** ২৬ জানুয়ারি ২০১০ পৃথিবী থেকে কোন ভাষাটি হারিয়ে যায় : ‘বো’ ভাষা।
** প্রথম অস্কার বিজয়ী নারী পরিচালক : ক্যাথরিন বিগেলো।
** ইউনেস্কো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করবে : ১৫০তম (২০১১ সালে)।
** স্থাপত্য ও ভাস্কর্য সংক্রান্ত ২০১০
** ‘ন্যুড, গ্রিন লিন্ডস এন্ড বাষ্ট’ চিত্রকর্মের নির্মাতা : শিল্পী পাবলো পিকাসো।
** বিশ্বের সর্বাপেক্ষা হেলানো টাওয়ারের নাম : ক্যাপিটাল গেট টাওয়ার।
** ৩০ মে ২০১০ কোন দেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য উন্মোচন করা হয় : সাংহাই, চীন (এটির ভাস্কর ভারতের গৌতম পাল)।
** বিখ্যাত মাকড়সার ভাস্কর্য ‘মামান’-এর স্থাপতি : শিল্পী অনীশ কাপুর (উচ্চতা ১১৫ মি.)।
** এপ্রিল ২০১০ আফ্রিকান রেঁনেসা মনুমেন্ট (African Renaissance Monument) স্থাপিত হয় : ডাকার, সেনেগাল।
** গুরুত্বপূর্ণ দিবস সংক্রান্ত ২০১০
** ‘সার্ক কানেক্টিভিটি দশক’ হলো : ২০১০-২০২০।
** নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস : ১৮ জুলাই।
** জাতিসংঘ ঘোষিত নিরাপদ সড়ক দশক হলো : ২০১১-২০২০ সাল।
** আন্তর্জাতিক বাঘ বর্ষ সাল : ২০১০।
** ‘বিশ্ব পরিসংখ্যান দিবস’ : ২০ অক্টোবর।
** আন্তর্জাতিক নার্স বর্ষ : (International Year of the Nurse ) সাল : ২০১০।
** আফ্রিকান বংশোদ্ভুত আন্তর্জাতিক বর্ষ(International Year for People of African Descent) : ২০১১ সাল।
** আন্তর্জাতিক যুব বর্ষ : সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া (International Year of Youth-Dialogue and Mutual Understanding) ২০১০ সাল।
** আন্তর্জাতিক সংস্থা-সংগঠন ২০১০
** ২৮ সেপ্টেম্বর ২০১০ দেশটি ‘জি ৭৭’ এর ১৩১ তম সদস্য পদ লাভ করে : তাজিকিস্তান।
** ২৪ আগষ্ট ২০১০ দেশটি আন-র্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন(ITU) এর ১৯২তম সদস্যপদ লাভ করে : পূর্ব তিমুর।
** সার্ক ডেভেলপমেন্ট ফান্ড(SDF) বা সার্ক উন্নয়ন তহবিল যাত্রা শুরু করে : ২৮ এপ্রিল ২০১০।
** ইউরোপের ৩৮টি দেশের বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস'ার নাম : ইউরোকন্ট্রোল; এর সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম।
** সার্ক বীজ ফোরাম যাত্রা শুরু করে : ১১ মার্চ ২০১০।
** আফ্রিকান ইউনিয়নের নতুন পতাকা গৃহীত হয় : ৩১ জানুয়ারি ২০১০।
** আন্তর্জাতিক ব্যাংকিং মান সংক্রান- কমিটির নাম : ব্যাসেল কমিটি(Basel Committee)। ১৯৭৪ সালে সুইজারল্যান্ডের ব্যাসেলে সৃষ্টি করা হয়।
** আসিয়ান-চীন অবাধ বাণিজ্য এলাকার(ASEAN-China free trade Area-ACFTA)আত্মপ্রকাশ ঘটে : ১ জানুয়ারি ২০১০।
** সর্বশেষ দুটি দেশ সার্কের পর্যবেক্ষক হওয়ার জন্য আবেদন করেছে : ইন্দোনেশিয়া ও রাশিয়া।
** গ্লোল্ডম্যান স্যাকস(Goldman-Sachs) আর্থিক ও সেবা ও পরামর্শদানকারী প্রতিষ্ঠানটি কোন দেশভিত্তিক : যুক্তরাষ্ট্র (প্রতিষ্ঠা ১৮৬৯)।
** লেডিস ইন হোয়াইট(Ladies in White) কোন দেশের সরকারবিরোধী সংগঠন : কিউবা, স্প্যানিশ ভাষায় সংগঠনের নাম- Damas de Blanco.
** ইউরোপিয়ান প্যাটেন্ট অর্গানাইজেশন(EPO) এর ৩৬তম সদস্য দেশ : সান মেরিনো (১ জুলাই ২০০৯)।
** সাউথ ইষ্ট ইউরোপিয়ান কো-অপারেশন প্রসেস(SEECP) এর ১২তম সদস্য দেশ : স্লোভেনিয়া (২৩ জুন ২০১০)।
** ৭ সেপ্টেম্বর ২০১০ দেশটি OECD -এর ৩৩তম সদস্য পদ লাভ করে : ইসরাইল।
** ১ জানুয়ারি ২০১১ কোন দেশটি CPA(Commonwealth Parliamentary Association) এর সদস্য হিসেবে যোগ দিবে : রুয়ান্ডা।
** UN Women এর নির্বাহী বোর্ডের সদস্য : ৪১
** সার্ক ডেভেলপমেন্ট ফান্ড (SDF)-এর দেশভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন : যুক্তরাষ্ট্র।
** CIVETS কোন কোন দেশ নিয়ে গঠিত : কলম্বিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মিসর, তুরস্ক ও দক্ষিণ আফ্রিকার নামের আদ্যক্ষর নিয়ে সিভেটস গঠিত।
** উইকিমডিয়া : অনলাইনভিত্তিক বিশ্বকোষ উইকিপিডিয়ার মালিক প্রতিষ্ঠান।
** ‘দক্ষিণ এশিয়া ফোরাম’ গঠনের প্রস্তাবক দেশ : ভারত।
** 350.org(৩৫০ ওআরজি) কী বিষয়ক আন-র্জাতিক সংস্থা : পরিবেশ; এর সদর দপ্তর বার্কলে, ক্যালিফোর্নিয়া (যুক্তরাষ্ট্র)।
** উইকিলিকস(Wikileaks) এর প্রতিষ্ঠাতা : জুলিয়ান পল এসাঞ্জ।
** আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী একাডেমী(IACA) এর সদর দপ্তর : লাক্সেনবার্গ (অষ্ট্রিয়া)।
** আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী একাডেমী(IACA) যাত্রা শুরু করে : ২ সেপ্টেম্বর ২০১০।
** ওয়ার্ল্ড অর্গানইজেশন অব দ্য স্কাউট মুভমেন্ট(WOSM) এর বর্তমান সদস্য দেশ : ১৬০।
** ওয়ার্ল্ড এসোসিয়েশন অব গার্ল গাইডস এন্ড গার্ল স্কাউটসের সদস্য দেশ : ১৪৫।
** ১ জানুয়ারি ২০১০ কোন দেশটি এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন(ACU) এর অষ্টম সদস্যপদ লাভ করে : মালদ্বীপ।
** ১১ জানুয়ারি ২০১০ দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে কে OECD-এর সদস্যপদ লাভ করে : চিলি।
** ২৪ জুন ২০১০ দেশটি বিশ্বব্যাংক ও আইএমএফ এর ১৮৭তম সদস্যপদ লাভ করে : টুভ্যালু।
** আন্তর্জাতিক অপরাধ আদালত(ICC) এর ১১৩তম সদস্য দেশ : সেন্ট লুসিয়া।
** ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যার্ন্ডাডাইজেশন(ISO) এর সদস্য সংখ্যা : ১৬৩।
** আন্তর্জাতিক অপরাধ আদালত(ICC) এর ১১৪তম সদস্য দেশ : মলদোভা; ১২ অক্টোবর ২০১০ রোম সংবিধি অনুমোদন করে। সদস্য পদ কার্যকর ১ জানুয়ারি ২০১১।
** বিশ্ব স্কাউট আন্দোলনের বর্তমান সদস্য সংখ্যা : আসেম(ASEM) এর বর্তমান সদস্য দেশ : ৪৬।