P/E Ratio
শেয়ার মার্কেটে শেয়ার যাচাই করার প্রাথমিক টেকনিক হচ্ছে, এর P/E Ratio যাচাই করা। ধরুন একটি কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য হচ্ছে ৪৫ টাকা, আর এর EPS হচ্ছে ৩ টাকা, এ অবস্থায় এ কোম্পানির P/E Ratio হবে ১৫ (Market Price ÷ EPS)। এই Ratio যত বেশি, শেয়ার তত Overpriced বা ঝুঁকিপূর্ণ। আমাদের পুঁজিবাজারের হিসেবে নিরাপদ P/E Ratio হচ্ছে ২০ এর নিচে.
|