রাজশাহীর বিনোদনের কেন্দ্রসমূহ ~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Travel,Transport >>> রাজশাহীর বিনোদনের কেন্দ্রসমূহ

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

রাজশাহীর বিনোদনের কেন্দ্রসমূহ
টি-গ্রোয়েন ও পদ্মার তীর ঃ টি (T) আকৃতিক গ্রোয়েন ও নদীর তীর মহানগরীর অন্যতম বিনোদন কেন্দ্র। প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পযর্ন্ত ‍অসংখ্য মানুষ বিশাল নীলাকাশের নিচে সূর্যের সোনালী কিরণ মাখা পদ্মার ওপারের বেলে ভূমি, সবুজ প্রকৃতি দেখা ও পদ্মার হিমেল বাতাস গায়ে মেখে সারা দিনের অবসাদ দুর করার জন্য ভিড় জমায়। অনেকে ভাড়া নৌকায় পদ্মার ওপারে ঘুরে আসে। বাদাম ভাজা, মুড়ি, ফুচকা, চটপটি বিক্রেতার মত ছোট ব্যবসায়ীরা ভাল ব্যবসা করে এই বিনোদন প্রিয় মানুষের সঙ্গে। ভদ্রা পার্ক ঃ রাজশাহী মহানগরীর অন্যতম বিনোদন কেন্দ্র ভদ্রা পার্ক। পার্কটি সরকারি অনুদানে রাজশাহী উন্নয়ন কতৃর্পক্ষ নির্মাণ করে। পার্কটির ভূমির পরিমাণ ৭.৬ একর। ব্যয় হয় ২৪ লক্ষ ৪২ হাজার টাকা। এর নির্মাণ আরম্ভ হয় ১৯৭৮ সালে এবং শেষ হয় ১৯৯৫ সালে। বরেন্দ্র গবেষণা জাদুঘর ঃ রাজশাহী মহানগরীর কেন্দ্রস্থলে হেতমখাঁ সদর হাসপাতালের সামনে প্রাচীন সংগ্রহশালা বরেন্দ্র গবেষণা জাদুঘর, যা দক্ষিণ এশিয়ার অন্যতম প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা এবং বাংলদেশের প্রথম জাদুঘর । নাটোরের গিঘাপতিয়ার রাজপরিবারের বিদ্যোৎসাহী জমিদার কুমার শরৎকুমার রায়, খ্যাতনামা আইনজীবী ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রেয় এবং রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক রমাপ্রসাদ চন্দের প্রচেষ্টায় ১৯১০ সালে এই জাদুঘর প্রতিষ্ঠিত হয়। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধ থেকে তৎকালীন সচেতন মহল ইতিহাস, ঐতিহ্য, সাহত্য, সংস্কৃতি সংরক্ষণ ও পুনরুদ্ধারের জন্য উৎসাহী হয়ে ওঠেন । যার ফলে বিস্মৃত প্রায় সাহিত্যিক নিদর্শন এবং ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ সংগ্রহ ও অনুশীলনের জন্য প্রতিষ্ঠিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ। রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে ১৯০৮ সালে পশ্চিমবঙ্গের কাশিমবাজার পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। পরের বছর পরিষদের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ভাগলপুরে। শরৎকুমার রায়, অক্ষয় কুমার ও রমা প্রসাদ উভয় অধিবেশনে যোগাদান করে বরেন্দ্রভূমির পুরাকীর্তি সম্পর্কে জ্ঞানগর্ভ প্রবন্ধ উপস্থাপন করেন এবং তারা রাজশাহী ফিরে এসে বরেন্দ্র পুরাকীর্তি সম্পর্কে অতি উংসাহী হয়ে উঠেন। ১০১০ সালে তারা বগুড়া জেলার খঞ্জনপুরে পুরাতাত্ত্বিক অভিযানে যান এবং এর ঐতিহ্য সংগ্রহ ও সংরক্ষণের জন্য একটি সমিতি গঠনের বিষয়ে ঐকমত্য হয়ে গঠন করেন বরেন্দ্র অনুসন্ধান সমিতি। সমিতি অনুসন্ধান চালিয়ে রাজশাহী জেলার বিভিন্ন স্থান থেকে কালো পাথরের বিখ্যাত গঙ্গা মূর্তিসহ পুরাতত্ত্বের ৩২ টি দুষ্প্রাপ্য নিদর্শন সংগ্রহ করে। সমিতির সম্পাদক রামপ্রসাদ চন্দ সমুদয় নিদর্শন প্রধানত পুরাতন স্থাপত্যের নিদর্শন, পুরাতন ভাস্কর্যের নিদর্শন ও পুরাতন জ্ঞান ধর্ম সভ্যতার নিদর্শন (যেমন পুঁথি) এই তিন ভাগে বিভক্ত করেন। কুমার শরৎকুমার রায়, অক্ষয় কুমার মৈত্রেয় ও রমাপ্রসাদ সমিতির ব্যয় নিবার্হের জন্য ব্যক্তিগত যে অর্থ প্রদান করেন তা ছিল প্রয়োজনের তুলনায় কম। তৎকালীন বঙ্গীয় সরকার সমিতিকে একশ টাকা করে অনুদান দিত । এই আথিক অনটনের মধ্যে সংগৃহীত নিদর্শনসমূহ সংরক্ষণের জন্য একটি মিজিয়াম ভবন নিমার্ণ অপরিহার্য হয়ে পড়ে এবং তা ব্যয়বহুল জানা সত্ত্বেও শরৎকুমার বন্ধুদের অনুরোধে নিমার্ণ কাজ শুরু কনের । সমিতির কর্মকর্তাদের অনুরোধে তৎকালীন বাংলার গভর্নর লর্ড কারমাইকেল ১৯১৬ সালের ১৩ নভেম্বর ভিত্তিপ্রস্তার স্থাপন করেন । নিমার্ণ শেষে ১৯১৯ সালের ২৭ নভেম্বর দ্বার উম্মোচন করেন লর্ড রোনাল্ডসে। ১৯৪৭ এর পর বরেন্দ্র গবেষণা জাদুঘর মারাত্মক দুদশাগ্রস্ত অবস্থায় পড়ে । যার ফলে এটি রক্ষা ও পুনর্গঠনের প্রয়োজনে ১৯৬৪ সালের ১০ অক্টোবর হস্তান্তর করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষের কারছ। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়েরই অধীন। ১৯১১ সালে কোলকাতা জাদুঘর বরেন্দ্র জাদুঘরের যাবতীয় সংগ্রহ দাবি করেছিল। ফলে এর অস্তিত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। এ প্রেক্ষাপটে তৎকালীন রাজশাহী বিভাগের কমিশনার এফ.জে মনোমোহনের প্রচেষ্টায় বাংলার গভর্ণর লর্ড কারমাইকেল বরেন্দ্র জাদুঘর পরিদর্শনে এসে সংগহ দেখে মুগ্ধ হন। এরপর ১৯১৩ সালের ১৪ ফেব্রুয়ারি সরকারী সার্কুলারের মাধ্যমে স্থানীয় জাদুঘরগুলোকে সংগ্রহের বিষয়ে স্বাধীনতা দেয়া হলে বরেন্দ্র গবেষণা জাদুঘরের অস্তিত্ব রক্ষা হয়। ২০০০ সালের ১৫ জুলাই প্রকাশিত যুগান্তর প্রত্রিকার তথ্যানুসারে জাদুঘরের এ পযর্ন্ত সংগ্রহ সংখ্যা সাড়ে আট হাজারেরও বেশি । এর মধ্যে প্রায় দেড় হাজার প্রস্তর ও ধাতব মূর্তি, ৬১ টি লেখ চিত্র ২ হাজারেরও বেশি প্রাচীন মুদ্রা, ৯শ’র বেশি পোড়ামাটির ভাস্কর্য-পত্র-ফলক, প্রয় ৬০টি অস্ত্রশস্ত্র, প্রায় ৩০টি আরবি-ফার্সি দলিল, মোগল আমল থেকে ব্রিটিশ আমল পযর্ন্ত বিভিন্ন প্রকারের রৌপ্য-ব্যোঞ্জ-মিশ্র ধাতুর প্রায় ৪০০টি মুদ্রা। এছাড়াও প্রায় সাড়ে চার হাজারেরও বেশি পাগুলিপি আছে। এসব সংগ্রহ মোট ৮টি গ্যালারিতে দর্শকদের জন্য উম্মুক্ত করা আছে। ১নং বিবিধ গ্যালারি ঃ এখানে আছে প্রচীন আমলের ঢাল-তলোয়ার, ধাতব পাত্র, মহেঞ্জোদারো ও মহাস্থানের বিভিন্ন নিদর্শন। ২নং মূর্তি গ্যালারি ঃ সম্রাট অশোক থেকে ব্রিটিশ আমল পযর্ন্ত কাঠ, পাথর ও অন্যান্য বস্তু দ্বারা নির্মিত মূর্তিসমূহ। ৩নং দেব গ্যালারি ঃ সূর্য, বিষ্ণ, শিব, কার্তিক ও অন্যান্য দেবতার মূর্তি। ৪নং দেবী গ্যালারি ঃ পাবর্তী, সরস্বতী, মনসা দুর্গা ও অন্যান্য দেবীর মূর্তি। ৫নং বুদ্ধ গ্যালারি ঃ এ গ্যালারি আছে সব বুদ্ধ দেব-দেবী ও জৈন মূর্তি, বোধিসত্ত্ব, ঋসভনাথ, পর্শ্বনাথ ইত্যাদি। ৬নং গ্যালরি ঃ এ গ্যালরিতে উম্মুক্ত আছে প্রচীন আমলের আরবি, ফার্সি, সংস্কৃত, বাংলা লেখচিত্র এবং পাল যুগ, সুলতানী যুগ, মোগল যুগের শিলালিপি ছাড়াও শের শাহর ২টি কামান, মেহরাব ইত্যাদি। ৭নং ইসলামী গ্যালারি ঃ হাতে লেখা কোরআন শরীফ, মোগল আমলের ফার্সি দলিল, পোশাক মুদ্রা ইত্যাদি দিয়ে এই গ্যালারি প্রাচীন ঐতিহ্য প্রদর্শন করেছে। ৮নং আবহমান বাংলা গ্যালারি ঃ এখানে প্রদর্শন করা হচ্ছে বাঙালি জাতির ব্যবহার্য জিনিসপত্র, প্রাচীন গহনা, দেশী বাদ্যযন্ত্র, আনুষ্ঠানিক মৃৎপাত্র, উপজাতিদের ব্যবহার্য জিনিসপত্র । কিশলয় বেষ্টিত নদীমাতৃক বাংলার নৌকার মডেল গ্যালারিকে সমৃদ্ধ করেছে। অস্তের সূর্য নরম সোনালি রোদ ছড়িয়ে জম্মভূমিকে করেছে অপরূপ। এছাড়াও রাশজাহী সিটি কর্পোরেশনের আর্থিক অনুদানে আরও তিনটি সিটি গ্যালারি নির্মিত হয়ে উদ্ভোধনের অপেক্ষায় প্রহর গুণছে । এখানে প্রদর্শন করা হবে রাজশাহী শহরের আদি নিদর্শন, খানদানী বংশের বিভিন্ন কীর্তির নিদর্শন, কৃতী সন্তানদের ছবি, ঐতিব্যবাহী টমটম, রেশম শিল্পর নিদর্শন, প্রচীন প্রেস, শহরের লেখকদের উল্লেখযোগ্য বই ইত্যাদি। জাদুঘর নির্মিত নতুন ভবনে উপজাতীয় সংস্কৃতি ও মৃদ্রা প্রদর্শনের ব্যবস্থা করছেন। বরেন্দ্র গবেষণা জাদুঘরে একটি গ্রস্থাগার উন্মুক্ত রেখে শিক্ষা নগরী রাজশাহীর এমফিল, পিইচডি ও সাধারণ ছাত্র- ছাত্রী এবং লেখক, গবেষকদের গবেষণা কর্মে সহায়তা করছে । এপ্রিল থেকে অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পযর্ন্ত, নভেম্বর থেকে মার্চ সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পযর্ন্ত এবং শুক্রবার দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পযর্ন্ত দর্শন মূল্য ছাড়াই জাদুঘর সবার জন্য উম্মুক্ত থাকে। বৃহস্পতিবার ও বিশ্ববিদ্যালয় ষোষিত ছুটির দিন বন্ধ থাকে। রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা ঃ ব্রিটিশ আমলে ইংরেজরা আমাদের দেশে ঘোড়দৌড় বা রেস খেলার প্রচলন করে। খেলা দেখা ও বাজি ধরায় প্রচন্ড উত্তেজানা সৃষ্টি হত। শহরাঞ্চলেই ঘোড়দৌড় মাঠ বা রেসকোর্স ছিল। রেসের নেশায় দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসতেন। অনেকে এ খেলায় সর্বস্বান্ত হয়েছে। কার্যত আয়োজকরাই লাভবান হয়েছে। রাজশাহী শহরের রেসকোর্স ছিল পদ্মার পাড়ে। এখন এই রেসকোর্স ময়দান রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার এক পুরনো তথ্য বিবরণী থেকে জানা যায়, রেসের পর এখানে টমটম বা ঘোড়াগাড়ী দৌড়ও হতো। রেস ও টমটম বন্ধ হওয়ার পর রাজশাহীর রেসকোস ময়দান দীর্ঘদিন পরিত্যক্ত ছিল। উদ্যান প্রতিষ্ঠায় তৎকালীন মন্ত্রী শহীদ এ এইচ এম কামারুজ্জামান ও জেলা প্রশাসক আহম্মদ আব্দুর রউফ এর প্রচুর ভূমিকা ছিল। তাদের প্রচেষ্টায় ১৯৭২ সালে রাজস্ব বিভাগ হতে অনুমতি প্রাপ্ত ৩২.৭৬ একর এই জমিতেই কেন্দ্রীয় উদ্যান স্থাপিত হয় ও ৩ লক্ষ ৫৮ হাজার ৫শ টাকার ১টি প্রকল্প তৈরী করে টেস্ট রিলিফের টাকায় লেক খনন, সাইট উন্নয়ন ও কিছু বৃক্ষরোপণের ব্যবস্থাকরা হয়। মূল্যবান গাছের চারা রোপণ, ফুল গাছের কোয়ারি ও কুঞ্জ তৈরি, লেক ও পুকুর খনন, কৃত্রিম পাহাড় তৈরি অর্থাৎ সামগ্রিক কাজ শুরু হয় ১৯৭৪-৭৫ ও ১৯৭৫-৭৬ সালে। তৎকালীন জেলা প্রশাসক শফিউর রহমান ও নজরুল ইসলামের সময়ে কিছু দুষ্প্রাপ্য বৃক্ষরোপণ ও উন্নয়নের প্রচেষ্টা চালানো হয়। তখন বাগানে ২টি বানর ছিল। ১৯৭৫ সালের শেষ ভাগে আব্দুর রহিম খানের প্রচেষ্টায় পটুয়াখালির জেলা প্রশাসক আব্দুস সাত্তারের নিকট থেকে ১ জোড়া হরিণ এনে রাখা হয়েছিল। তবে তখন চিড়িয়াখানা স্থাপনের চিন্তা- ভাবনা ছিল না। হরিণ দুটির বংশ বিস্তার হয়ে ১৮টিতে দাঁড়ালে রক্ষণা-বেক্ষণের অসুবিধার সৃষ্টি হয়। যার কারণে ১২টি হরিণ ঢাকা চিড়িয়াখানায় দান করা হয়। সে সময় সুষ্ঠু পরিচর্যার অভাবে বাগানের মূল্যবান বৃক্ষের যথেষ্ট ক্ষতি হয়েছিল। প্রকৃত পক্ষে ১৬/২/১৯৮৩ তারিখে চিড়িয়াখানা আরম্ভ হয়। জেলা পরিষদের সীমিত অর্থে ও রাষ্ট্রপতির ১০ লক্ষ টাকার অনুদানে এবং পরবর্তীতে বিভাগ উন্নয়ন বোর্ড হতে প্রাপ্ত ১০ লক্ষ টাকায় উদ্যান ও চিড়িয়াখানার উন্নয়ন ব্যবস্থা নেয়া হয়। সম্ভবত ১৯৮৩ সালে রাজশাহীর জেলা প্রশাসক আবদুস সালাম একটি বড় ড্রামে এক জোড়া ঘড়িয়ালের বাচ্চা ছেড়ে দিয়ে চিড়িয়াখানার পত্তন করেন। ১৯৮৫ সালে জেলা প্রশাসক ও পরে বিভাগীয় কমিশনার ছৈয়দুর রহমান ও জেলা পরিষদের প্রকৌশলী (মরহুম) আবদুর রহিম এর প্রচেষ্টায় একটি পূর্ণাঙ্গ চিড়িয়াখানায় উন্নীত হয়। ১৯৮৬ সালের জুন পযর্ন্ত কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা উন্নয়নে ব্যয় হয় ৩৪ লক্ষ ৮১ হাজার ৪৯২ টাকা। ৩/৬/১৯৮৬ তারিখে বিএডিসির তৎকালীন চেয়ারম্যান কর্ণেল (অবঃ) আনসার আলী উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে ১টি গভীর নলকূপ স্থাপনের ব্যবস্থা করেন। তার পূর্বে এখানে পানি সরবরাহের ব্যবস্থা ছিলনা । ফলে উদ্যান, পশু-পাখি ও মাছ সংরক্ষণ বিঘ্নিত হতো। উন্নয়ন ও সুষ্ঠু রক্ষণা-বেক্ষণের জন্য রাজশাহী সিটি কপোরেশন জেলা পরিষদের কাছ থেকে প্রকল্পটি কিনে নিয়েছে। ১৯৯৬ সালের ২৬ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে সিটি মেয়র মোঃ মিজানুর রহমান মিনুর কাছে প্রকল্পটি হস্তান্তর করেন। ২৬ জুন ২০০৩ এর এক তথ্যানুসারে কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় ২টি সিংহ, ১টি রয়েল বেঙ্গল টাইগার, ১৯৪টি চিত্রল হরিণ, ২টি মায়া হরিণ, ২৬টি বানর, ৯টি বেবুন, ৪টি গাধা, ২টি ভাল্লুক, ১টি ঘোড়া, ২টি সাদা ময়ূর, ৩টি দেশী ময়ূর, ৮৫টি তিলা ঘুঘু, ৬৮টি দেশী কবুতর, ৪টি সজারু, ২৮টি বালিহাঁস, ২টি ওয়াকপাখি, ১টি পেলিকেন, ৬টি টিয়া, ৪টি ভুবন চিল, ৪টি বাজপাখি, ১টি হাড়গিল, ৩টি হুতুম পেঁচা, ৯টি শকুন, ২টি উদবিড়াল, ৩টি ঘড়িয়াল, ১টি অজগর আছে। দশনার্থীদের জন্য লেকে আছে প্যাডেল বোট, নাগর দোলা। প্রধান প্রবেশ পথে জিরাফের ভাস্কর্য ও মৎস্যকুমারী ফোয়ারা সৌন্দর্য বৃদ্ধি করেছে। কৃত্রিম পাহাড়ে উঠলে চোখে পড়ে বিস্তৃত পদ্মা। যার দখিনা বাতাসে প্রাণ জুড়ায়। রাজশাহীর মানুষ ছাড়াও প্রতিদিন শিক্ষা সফরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথী ও পযর্টকদের এখানে আগমন ঘটে। শীতকালে বন ভোজনের দল আসে প্রচুর। বনভোজন স্পটের জন্য নির্ধারিত ফি দিতে হয়। সাধারণ দর্শণার্থীদের প্রবেশ মূল্যও নিধারিত। ৯/৬/২০০৬ তারিখের এক তথ্য মোতাবেক কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার জনবল ৪৭ জন। মাসিক গড় আয় ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং ব্যয় ৩ লক্ষ ৫০ হাজার টাকা। তথ্যঃ ই-রাজশাহী





 

Tamanna

Modarator Team

Total Post: 7639
From
Registered: 2011-12-11
 

Attractions entertainment district T-groyena and arrow: The Padma T (T) groyena size of the entertainment center of the city and the river. Afternoon and early evening every day until golden rays of the sun, many people are covered under the blue sky beyond the sandy soil of the river, and the river frost green nature found on the mix of air throughout the day to prevent fatigue thronged. Many people rent a boat comes around the other side of the river. Roasted nuts, turnover, real name, vendor catapati well as small businesses that do business with the entertainment loving people. Rajshahi city park: The park is one of the entertainment center of Bhadra Bhadra. The park was built by the government grant Rajshahi Development Authority. 7.6 acres of park land. 4 of 4 lakh rupees are spent. Construction starts in 1978 and ends in 1995. The research museum, Rajshahi Sadar Hospital in the center of varendra hetamakham varendra research collections at the museum of the ancient, archaeological collections and Bangladesh, which is one of the first museums in South Asia. Kumar Ray gighapatiyara royal philanthropist zamindar of Natore, Rajshahi Collegiate School, a renowned lawyer and medical historian Akshay Kumar Maitreya Chanda's efforts in this museum was established in 1910. From the late nineteenth century, the corridors are aware of the history, heritage, sahatya, culture became interested in conservation and restoration. As a result, almost forgotten literary and historical monuments and archaeological sites of Bengal Literary Council was established to collect and practice. By Rabindranath Tagore in 1908. The first session was held in Kasimbazar Council. The next year, the second session of the Council was held in Bhagalpur. Ray, Akshay Kumar and Rama Prasad barind to join both sessions enlightening article about the antiquities and artifacts about the country come back to the parent became unsahi. In 1010, they made an expedition in Bogra district, Khanjanpur archaeological and heritage collection and preservation of consensus on the formation of an association formed search Varendra association. Continue to search in different places in Rajshahi district, the famous black stone images of the Ganges 3 of the rare archaeological evidence collected. Association secretary Ramprasad Chandra every sign of the old architectural monuments, ancient sculptural monuments and the ancient knowledge of the religion (eg scroll) This was divided into three parts. SK Ray, Akshay Kumar Maitreya, and RP associations that pay for the cost nibarhera less than it was. The money was donated by the Government of Bengal committee hundred. The collected signs of economic poverty was essential for the preservation of a building mijiyama building and building expensive, in spite of knowing Kumar started at the request of friends of the bride. Association officials at the request of the then Governor of Bengal, Lord Carmichael foundation established on 13 November 1916. Making the Lord opened the doors at the end of November 7, 1919 Ronaldshay. After the fall of 1947. varendra dudasagrasta serious research museum. As a result, it is necessary for the protection and reconstruction of Rajshahi University authority was transferred on October 10, 1964 karacha. Bisbabidyalayerai currently under Rajshahi. In 1911, the Calcutta Museum Museum collection Varendra claimed. As a result, there was the question of the existence of. In this context, the efforts of the Commissioner of Rajshahi Division ephaje Manomohan sangaha Governor of Bengal, Lord Carmichael was impressed by the museum to visit. Then, on February 14, 1913, the government issued a circular concerning the collection of local jadugharaguloke existence is to protect the freedom of the museum varendra research. Magazine, published on July 15, according to the conclusion of the 000 until the collection of the Museum of more than eight and a half. Almost half of the stone and metal statues, 61 and write images of more than a thousand ancient coins, 9 hundred more terracotta figures-Letter-blade, needs 60 weapons, about 30 Arabic-Persian instrument, Mughal period and the British period up to the different types of byonja-mixed metal silver coins around 400. There are also four more than pagulipi. They collected a total of 8 for visitors to the gallery is open. No. 1: In the gallery, there are several pre-era swords, shields, metal pots, and Mahasthan mahenjodaro different patterns. Gallery: The statue of Emperor Ashoka the British period up to the wood, stone and other objects created by the images. No. 3: The sun shall Gallery, bisna, Siva, and other gods Kartik. No. 4: The Gallery of the goddess Parvati, Saraswati, goddess Durga and other goddesses. Buddha Gallery: The Gallery is No. 5 in the gods and Jain statues of Buddha, Bodhisattva, rsabhanatha, etc. parsbanatha. No. 6: The gyalari have opened in the ancient period gyalarite Arabic, Persian, Sanskrit, Bengali chart and Pal period, the era of the Sultanate, Mughal period, in addition to the inscription of Sher Shah, two cannons, etc. Mehrab. No. 7: The Islamic Gallery handwritten Quran, Persian, Mughal-era documents, clothing exchange, etc. This gallery has displayed the ancient tradition. No. 8: The traditional Bengali Gallery Showing the fittings used in the nation, ancient jewelery, local musical instruments, formal ware, fittings tribes used. Kisalaya surrounded enriched riverine gallery of the ship models. The sun has soft golden sunshine spreading jammabhumike amazing sunset. Rasajahi also a donation from the City Corporation to wait three more hours gunache udbhodhanera City Gallery was created. Show the original patterns of Rajshahi town, aristocratic dynasty works in a variety of patterns, brilliant pictures of children, aitibyabahi tandem, the silk industry patterns, pre-press, the authors of the book. Mrdra tribal culture and the museum display has built a new building. Grasthagara open a museum in the city of Rajshahi Varendra Research MPhil, and general student piicadira student and writer, is helping researchers study works. From April to October, from 10 am until 5 pm, November to March, up from 10 am to 4 pm and from 5 pm until Friday afternoon visit museums without charge is open to the public. Sosita holiday on Thursday and universities are closed. Rajshahi Central Park and Zoo: The British introduced English in our country races or racing. Sports betting is divided, and caused severe uttejana. Racecourse racetrack or in urban areas it was. People came running from the far-flung places in the race intoxication. Many of the game has gone. Ayojakarai virtually have benefited. Rajshahi City Race Course was along the riverbank. Now the Racecourse Maidan in Dhaka Central Park and Zoo. Rajshahi Central Park and the zoo, according to the statement of one of the old data, or in tandem with the horse after the race was run. Resakosa race and tandem off the field after the district was abandoned for a long time. The establishment of parks and Deputy Prime Minister Ahmed Shaheed AHM Kamaruzzaman Abdul Rauf, a lot of role. Their efforts to obtain permission from the revenue department in 197 acres of the lands in Central Park was established in 3276 and the 3 Rs 1 lakh 58 thousand 5 hundred rupees Lake mining projects to create test relief, development, and some of the planting site is byabasthakara. Precious planting trees, flowers and trees koyari the bower, lakes and ponds, creating artificial hills began, the overall 1974-75 and in 1975-76. At the time, the then Deputy Commissioner Shafiur Rahman and Islam are some rare tree planting and development efforts. The two monkeys were in the garden. The last quarter of 1975 in an effort Patuakhali deputy commissioner Abdur Rahim Khan, Abdus Sattar from 1 pair of deer were brought. However, he thought the zoo was not thinking of setting up. The deer stood at 18 propagate maintains creates problems. 1 two deer were donated to the zoo in Dhaka. At that time, due to lack of proper care of the garden was considerable damage to valuable trees. 1621983 fact starts at the zoo. District Council 10 lakh grant a limited sense, and the President and the Department of the Development Board for 10 million rupees for the development of parks and the zoo were taken. In 1983, Abdus Salam, deputy commissioner of Rajshahi in a large drum with a pair of left child Crocodile Zoo was founded. In 1985, the Divisional Commissioner and Deputy Commissioner and District Council engineer chaiyadura Rahman (late) Abdur Rahim's efforts to promote a full-fledged zoo. Until June 1986 for the development of Central Park and the zoo spent Rs 34 lakh 81 thousand 492. On 3/6/1986, the then chairman of BADC Col (Retd) visited the zoo in Ansar Ali, parks, and expressed satisfaction at the establishment of deep tube wells arranged 1. The water supply system was not before him. As a result, gardens, animals, birds and fish conservation was interrupted. Development and maintains fair for the project was purchased from the city kaporesana District Council. 6 November 1996 Local Government, Rural Development and Cooperatives Zillur Rahman formally handed over the project to the City Mayor Mizanur Rahman Minu. 6 June 003 A According to Central Park and Zoo, two lions, 1 Royal Bengal Tiger, 194 Chitral deer, two Mayan deer, 6 T monkeys, 9 peacocks, 4 donkeys, two bears, 1 horses, two white peacocks, 3 domestic Peacock, 85 tila veteran, 68 domestic pigeons, 4 hedgehog, 8 balihamsa, two oyakapakhi, 1 pelican, 6 parrots, 4 world kites, 4 hawk, 1 haragila, 3 helmet, 9 birds, two otters, 3 crocodile, 1 pythons are. For visitors, there are pedal boats on the lake, dangle Nagar. The main entrance has increased the beauty of the giraffe sculpture and fountain matsyakumari. When artificial mountain range condoned project. South wind, which refreshes the soul. In addition to people every day study tour of various educational institutions in the district and payartakadera siksathi came here. Lots of teams intake comes in the winter forest. Pay fees for picnic spots. Entrance fee payable visitors in general. According to the Central Park and the zoo 962006 dated 47 manpower. The average monthly income of Rs 1 lakh 50 thousand and 50 thousand rupees to spend 3 million. Information: E-Rajshahi