৭ টি বিভাগের ৬৪ টি জেলার নামকরণের ইতিহাস সংক্ষেপে ~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Bangladesh >>> ৭ টি বিভাগের ৬৪ টি জেলার নামকরণের ইতিহাস সংক্ষেপে

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

৭ টি বিভাগের ৬৪ টি জেলার নামকরণের ইতিহাস সংক্ষেপে ধারাবাহিকভাবে তুলে ধরা হল।
by net
১. বরিশাল বিভাগ ২. চট্টগ্রাম ৩. ঢাকা ৪. খূলনা বিভাগ ৫. রাজশাহী বিভাগ ৬. রংপুর ভিভাগ ও ৭. সিলেট বিভাগ। বরিশাল বিভাগঃ- বরিশাল বিভাগ প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে। বরিশাল, বরগুনা, ঝালকাঠী, পটুয়াখালি, পিরোজপুর ও ভোলা এই ৬ জেলা নিয়ে বরিশাল বিভাগ গঠিত হয়। অবশেষে ২০০০ সালে বরিশাল সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। ১. বরগুনা জেলাঃ- বরগুনা নামের সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া না গেলেও জানা যায় যে, উত্তরাঞ্চলের কাঠ ব্যবসায়ীরা এ অঞ্চলে কাঠ নিতে এস খরস্রোতা খাকদোন নদী অতিক্রম করতে গিয়ে অনুকুল প্রবাহ বা বড় গোনের জন্য এখানে অপেক্ষা করত বলে এ স্থানের নাম হয় বড় গোনা।কারো মতে আবার স্রোতের বিপরীতে গুন (দড়ি) টেনে নৌকা অতিক্রম করতে হতো বলে এ স্থানের নাম বরগুনা। কেউ কেউ বলেন, বরগুনা নামক কোন প্রভাবশালী রাখাইন অধিবাসীর নামানুসারে বরগুনা। আবার কারো মতে বরগুনা নামক কোন এক বাওয়ালীর নামানুসারে এ স্থানের নাম করণ করা হয় বরগুনা। ২. বরিশাল জেলাঃ- বরিশাল নামকরণ সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে। এক কিংবদন্তি থেকে জানা যায় যে, পূর্বে এখানে খুব বড় বড় শাল গাছ জন্মাতো, আর এই বড় শাল গাছের কারণে (বড়+শাল) বরিশাল নামের উৎপত্তি। কেউ কেউ দাবি করেন, পর্তুগীজ বেরি ও শেলির প্রেমকাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে। অন্য এক কিংবদন্তি থেকে জানা যায় যে, গিরদে বন্দরে (গ্রেট বন্দর) ঢাকা নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকি ছিল। ইংরেজ ও পর্তুগীজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে ‘বরিসল্ট’ বলতো। অথাৎ বরি (বড়)+ সল্ট(লবণ)= বরিসল্ট। আবার অনেকের ধারণা এখানকার লবণের দানাগুলো বড় বড় ছিল বলে ‘বরিসল্ট’ বলা হতো । পরবর্তিতে বরিসল্ট শব্দটি পরিবর্তিত হয়ে বরিশাল নামে পরিচিতি লাভ করে। ৩. ভোলা জেলাঃ- ভোলা জেলার নামকরণের পিছনে স্থায়ীভাবে একটি লোককাহিনী প্রচলিত আছে যে, ভোলা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া বেতুয়া নামক খালটি এখনকার মত অপ্রশস্ত ছিলনা। একসময় এটি পরিচিত ছিল বেতুয়া নদী নামে। খেয়া নৌকার সাহায্যে নদীতে পারাপার করা হত। বুড়ো এক মাঝি এখানে খেয়া নৌকার সাহায্যে লোকজন পারাপার করতো। তাঁর নাম ছিল ভোলা গাজী পাটনী। বর্তমানে যোগীরঘোলের কাছেই তাঁর আস্তানা ছিল। এই ভোলা গাজীর নামানুসারেই এক সময় স্থানটির নাম দেয়া হয় ভোলা। সেই থেকে আজ অব্দী ভোলা নামে পরিচিত। ৪. ঝালকাঠি জেলাঃ- জেলার নামকরণের সঙ্গে জড়িয়ে আছে এ জেলার জেলে সম্প্রদায়ের ইতিহাস। মধ্যযুগ-পরবর্তী সময়ে সন্ধ্যা, সুগন্ধা, ধানসিঁড়ি আর বিষখালী নদীর তীরবর্তী এলাকায় জেলেরা বসতি স্থাপন করে। এর প্রাচীন নাম ছিল ‘মহারাজগঞ্জ’। মহারাজগঞ্জের ভূ-স্বামী শ্রী কৈলাশ চন্দ্র জমিদারি বৈঠক সম্পাদন করতেন এবং পরবর্তীতে তিনি এ স্থানটিতে এক গঞ্জ বা বাজার নির্মাণ করেন। এ গঞ্জে জেলেরা জালের কাঠি বিক্রি করত। এ জালের কাঠি থেকে পর্যায়ক্রমে ঝালকাঠি নামকরণ করা হয় বলে ধারণা করা হয়। জানা যায়, বিভিন্ন স্থান থেকে জেলেরা এখানে মাছ শিকারের জন্য আসত এবং যাযাবরের মতো সুগন্ধা নদীর তীরে বাস করত। এ অঞ্চলের জেলেদের পেশাগত পরিচিতিকে বলা হতো ‘ঝালো’। এরপর জেলেরা বন-জঙ্গল পরিষ্কার করে এখানে স্থায়ীভাবে বসতি গড়ে তোলে। এভাবেই জেলে থেকে ঝালো এবং জঙ্গল কেটে বসতি গড়ে তোলার কারণে কাটি শব্দের প্রচলন হয়ে ঝালকাটি শব্দের উৎপত্তি হয়। পরবর্তীকালে ঝালকাটি রূপান্তরিত হয় ঝালকাঠিতে।১৯৮৪ সালের ১লা ফেব্রুয়ারী ঝালকাঠি পূর্ণাঙ্গ জেলার মর্যাদা লাভ করে। ৫. পটুয়াখালী জেলাঃ- ঐতিহাসিক ঘটনাবলি থেকে জানা যায যে, পটুয়াখালী চন্দ্রদ্বীপ রাজ্যের অন্তর্ভক্ত ছিল। পটুয়াখালী নামকরণের পিছনে প্রায় সাড়ে তিনশত বছরের লুন।টন অত্যাচারের ইতিহাস জড়িত আছে বলে জানা যায়। পটুয়াখালী শহরের উত্তর দিক দিয়ে প্রবাহিত নদীটি পূর্বে ভরনী খাল নামে পরিচিত ছিল। ষোড়শ শতাব্দীর শুরু থেকে পর্তুগীজ জলদস্যুরা এই খালের পথ দিয়ে এস সন্নিহিত এলাকায় নির্বিচারে অত্যাচার হত্যা লুন্ঠন চালাত। স্থানীয় লোকেরা এই হানাদারদের ‘নটুয়া’ বলত এবং তখন থেকে খালটি নটুয়ার খাল নামে ডাকা হয়। কথিত আছে, এই “নটুয়ার খাল” খাল থেকে পরবর্তীতে এ এলাকার নামকরণ হয় পটুয়াখালী। ৬. পিরোজপুর জেলাঃ- “ফিরোজ শাহের আমল থেকে ভাটির দেশের ফিরোজপুর, বেনিয়া চক্রের ছোয়াচ লেগে পাল্টে হলো পিরোজপুর” উপরোক্ত কথন থেকে পিরোজপুর নামকরণের একটা সূত্র পাওয়া যায়। নাজিরপুর উপজেলার শাখারী কাঠির জনৈক হেলাল উদ্দীন মোঘল নিজেকে মোঘল বংশের শেয় বংশধর হিসেবে দাবি করেছিলেন বলে জানা যায়। বাংলার সুবেদার শাহ।। সুজা আওরঙ্গজেবের সেনাপতি মীর জুমলার নিকট পরাজিত হয়ে বাংলার দক্ষিণ অঞ্চলে এসে আত্মগোপন করেন। এক পর্যায়ে নলছিটি উপজেলার সুগন্ধা নদীর পাড়ে একটি কেল্লা তৈরি করে কিছুকাল অবস্থান করেন। মীর জুমলার বাহিনী এখানেও হানা দেয়, শাহ সুজা তাঁর দুই কন্যাসহ আরাকান রাজ্যে পালিয়ে যান। সেখানে তিনি অপর এক রাজার চক্রান্তে নিহত হন। পালিয়ে যাওয়ার সময় তাঁর স্ত্রী ও এক শিশুপ্রত্র রেখে যান। পরবর্তীতে তারা অবস্থান পরিবর্তন করে ধীরে ধীরে পশ্চিমে চলে আসে এবং বর্তমান পিরোজপুরের পাশ্ববর্তী দামোদর নদীর মুখে আস্তানা তৈরি করেন। এ শিশুর নাম ছিল ফিরোজ এবং তাঁর নামানুসারে হয় ফিরোজপুর। কালের বিবর্তনে ফিরোজপুরের নাম হয় ‘পিরোজপুর’। পিরোজপুর ১৯৫৯ সালের ২৮ অক্টোবর পিরোজপুর মহকুমা এবং পরবর্তীতে ১৯৮৪ সালে জেলার রূপান্তরিত হয়। চট্টগ্রাম বিভাগঃ- ১. বান্দরবন জেলাঃ- বান্দরবন জেলার নামকরণ নিয়ে একটি কিংবদন্তি আছে, এলাকার বাসিন্দাদের মুখে প্রচলিত রূপকথায় অত্র এলাকায় এ সময় অসংখ্য বানর বাস করত। আর এ ই বানরগুলো শহরের প্রবেশ মুখে ছড়ার পাড়ে প্রতিনিয়ত লবণ খেতে আসত। এক সময় অতি বৃষ্টির কারণে ছড়ার পানি বৃদ্ধি পেলে বানরের দল ছড়া পাড় থেকে পাহাড়ে যেতে না পারায় একে অপরকে ধরে সারিবদ্ধভাবে ছড়া পার হয়। বানরের ছড়া পারাপারের এই র্দশ্য ধেকতে পায় এই জনপদের মানুষ। এই সময় থেকে জায়গাটি “ম্যাঅকছি ছড়া” হিসেবে পরিচিতি লাভ করে। মার্মা ভাষায় ম্যাঅক শব্দটির অর্থ হল বানর আর ছিঃ শব্দটির অর্থ হল বাধঁ। কালের প্রবাহে বাংল ভাষাভাষির সাধারণ উচ্চারণে এই এলাকার নাম বান্দরবন হিসেবে পরিচিতি লাভ করে। তবে মার্মা ভাষায় বান্দরবনের প্রকৃত নাম “রদ ক্যওচি চিম্রো’ । ২. ব্রাক্ষ্মণবাড়িয়া জেলাঃ- ১৯৮৪ সালে ব্রাক্ষ্মবাড়িয়া জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। তার আগে এটি কুমিল্লা জেলার একটি মহকুমা ছিল। ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার নামকরণের সঠিক ইতিহাস খুঁজে পাইনি, আপনাদের জানা থাকলে দয়া করে জানাবেন। ৩. চাঁদপুর জেলাঃ- ১৭৭৯ খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসনামলে ইংরেজ জরিপকারী মেজর জেমস রেনেল তৎকালনি বাংলার যে মানচিত্র অংকন করেছিলেন তাতে চাঁদপুর নামে এক অখ্যাত জনপদ ছিল। তখন চাঁদপুরের দক্ষিণে নরসিংহপুর নামক ( বর্তমানে যা নদীগর্ভে বিলীন) স্থানে চাঁদপুরের অফিস-আদালত ছিল। পদ্মা ও মেঘনার সঙ্গমস্থল ছিল বতৃমান স্থান থেকে পাওয়া প্রায় ৬০ মাইল দক্ষিণ-পশ্চিমে। মেঘনা নদীর ভাঙ্গাগড়ার খেলায় এ এলাকা বর্তমানে বিলীন। বার ভূঁইয়াদের আমলে চাঁদপুর অঞ্চল বিক্রমপুরের জমিদার চাঁদরায়ের দখলে ছিল। ঐতিহাসিক জে.এম সেনগুপ্তের মতে চাঁদরায়ের নামানুসারে এ অঞ্চলের নাম চাঁদপুর। কথিত আছে চাঁপুরের (কোড়ালিয়া) পুরিন্দপুর মহল্লার চাঁদ ফকিরের নামানুসারে এ অঞ্চলের নাম চাঁদপুর। কারো কারো মতে, শাহ আহমেদ চাঁদ নামে একজন প্রশাষক দিল্লী থেকে পঞ্চদশ শতকে এখানে এসে একটি নদী বন্দর স্থাপন করেছিলেন। তাঁর নামানুসারে চাঁদপুর। ১৮৭৮ সালে প্রথম চাঁদপুর মহকুমার সৃষ্টি হয়। ১৮৯৬ সালের ১ অক্টোবর চাঁদপুর শহরকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়। ১৯৮৪ সালের ১৫ ই ফেব্রুয়ারী চাঁদপুর জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। ৪. চট্টগ্রাম জেলাঃ- চট্টগ্রামের প্রায় ৪৮ টি নামের খোঁজ পাওয়া যায়। এর মধ্যে রম্যভূমি, চাটিগাঁ, চাতগাও, রোসাং, চিতাগঞ্জ, জাটিগ্রাম ইত্যাদি। চট্টগ্রাম নামের উৎপত্তি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতপার্থক্য আছে, পন্ডিত বার্নোলির মতে, আরবি ‘শ্যাত (খন্ড) অর্থ বদ্বীপ, গাঙ্গ অর্থ গঙ্গা নদী থেকে চট্টগ্রাম নামের উৎপত্তি। অপর এক মতে ত্রয়োদশ শতকে এ অঞ্চলে ইসলাম প্রচার করতে এসেছিলেন বার জন আউলিয়া। তাঁরা একটি বড় বাতি বা চেরাগ জ্বালিয়ে উঁচু জায়গায় স্থাপন করেছিলেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘চাটি’ অর্থ বাতি বা চেরাগ ্এবং গাঁও অর্থ গ্রাম। এ থেকে নাম হয় ”চাটিগাঁও”। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্সের মতে, এ এলাকার একটি ক্ষুদ্র পাখির নাম থেকে চট্টগ্রাম নামের উৎপত্তি। ১৬৬৬ খ্রিস্টাব্দে চট্টগ্রাম মোঘল সম্রাজের অংশ হয়। আরাকানদের পরাজিত করে মোঘল এর নাম রাখেন ইসলামাবাদ। ১৭৬০ খ্রিস্টাব্দে মীর কাশিম আলী খান ইসলামাবাদকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হস্তান্তর করেন। পরে কোম্পানি এর নাম রাখেন চিটাগাং। ৫. কুমিল্লা জেলাঃ- প্রাচীনকালে এটি সমতট জনপদের অন্তর্গত ছিল এবং পরবর্তীতে এটি ত্রিপুরা রাজ্যের অংশ হয়। কুমিল্লা নামকরণের অনেকগুলো প্রচলিত লোককথা আছে, যার মধ্যে উল্লেখ্যযোগ্য চৈনিক পরিব্রাজক ওয়াং চোয়াং কর্তৃক সমতট রাজ্য পরিভ্রমণের বৃত্তান্ত। তাঁর বর্ণনায় কিয়া-মল-ঙ্কিয়া ( Kiamolonkia) নামক স্থানের বর্ণনা রয়েছে তা থেকে কমলাঙ্ক বা কুমিল্লার নামকরণ হয়েছে। ১৯৮৪ সালে কুমিল্লা জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। ৬. কক্সবাজার জেলাঃ- আরব ব্যবসয়ী ও ধর্ম প্রচারকগণ ৮ম শতকে চট্টগ্রাম ও আকিব বন্দরে আগমন করেন। এই দুই বন্দরের মধ্যবর্তী হওয়ায় কক্সবাজার এলাকা আরবদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসে। নবম শতাব্দীতে কক্সবাজার সহ বৃহত্তর চট্টগ্রাম হরিকেলার রাজা কান্তিদেব দ্বারা শাসিত হয়। ৯৩০ খ্রিস্টাব্দে আরাকান রাজা সুলাত ইঙ্গ চট্টগ্রাম দখল করে নেবার পর থেকে কক্সবাজার আরাকান রাজ্যের অংশ হয়। ১৭৮৪ সালে রার্মারাজ বোধাপায়া আরাকান দখল করে নেয়। ১৭৯৯ সালে বার্মারাজের হাত থেকে বাঁচার জন্য প্রায় ১৩ হাজার আরাকনি কক্সবাজার থেকে পালিয়ে যায়। এদর পূনর্বাসন করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি একজন হিরাম কক্সকে নিয়োগ করে। পূনর্বাসন প্রক্রিয়া শেষ হবার পূর্বেই হিরাম কক্স মৃত্যু বরণ করেন। পূনর্বাসন প্রক্রিয়ায় তাঁর অবদানের জন্য কক্স-বাজার নামক একটি বাজার প্রতিষ্ঠিত হয়েছিল। এই কক্স-বাজার থেকে কক্সবাজার নামের উৎপত্তি। ৭. ফেনী জেলাঃ- ফেনী নদীর নাম অনুসারে এ অঞ্চলের নাম রাখা হয় ফেনী। মধ্যযুগে কবি ও সাহিত্যিকদের কবিতা ও সাহিত্যে একটি বিশেষ নদীর স্রোদধা ও ফেনী পরাপারের ঘাট হিসেবে আমরা ফনী শব্দটি পাই। ষোড়শ শতাব্দীতে কবি কবীন্দ্র পরমেশ্বর পরাগলপুরের বর্ণনায় লিখেছেন, ‘ফনী নদীতে বেষ্টিত চারিধার, পূর্বে মহাগিরি পার পাই তার’। সতের শতকে মির্জা নাথানের ফার্সী ভাষায় রচিত ‘বাহরিস্থান-ই-গায়েরীতে’ ফনী শব্দ ফেনীতে পরিণত হয়। আটারো শতকের ষেষ ভাগে কবি আলী রেজা প্রকাশ কানু ফকির তাঁর পীরের বসতি হাজীগাঁওয়ের অবস্থান সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে লিখেছেন, ‘ফেনীর দক্ষিণে এক বর উপাম, হাজীগাঁও করিছিল সেই দেশের নাম’। মোহাম্মদ মুকিম তাঁর পৈতৃক বসতির বর্ণনাকালে বলেছেন,”ফেনীর পশ্চিমভঅগে জুগিদিয়া দেশ…………….। বলাবাহুল্য তাঁরাও নদী অর্থে ফেনী শব্দ ব্যবহার করেছেন। মুসলমান কবি-সাহিত্যিকদের ভাষায় আদি শব্দ ‘ফনী’ ফেনীতে পরিণত হয়েছে। ৮. খাগড়াছড়ি জেলাঃ- খাগড়াছড়ি একটি নদীর নাম। নদীর পাড়ে খাগড়া বন থাকায় খাগড়াছড়ি নামে পরিচিতি লাভ করে। ৯. লক্ষীপুর জেলাঃ- লক্ষীপুর জেলার নামকরণের সঠিক ইতিহাস খুঁজে পাইনি, আপনাদের জানা থাকলে দয়া করে জানাবেন। ১০. নোয়াখালী জেলাঃ- নোয়াখালী জেলা প্রচীন নাম ছিল ভুলুয়া। নোয়াখালী সদর থানার আদি নাম ছিল সুধারাম। ইতিহাসবিদদের মতে, একবার ত্রিপুরার পাহাড় থেকে প্রবাহিত ডাকাতিয়া নদীর পানিতে ভুলুয়ার উত্তর-পূর্বাঞ্চল ভয়াবহভঅবে প্লাবিত হয়ে ফসলি জমির ব্যপক ক্ষয়ক্ষতি করে।এ অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসেবে ১৬৬০ সালে একটি বিশাল খাল খনন করা হয়, যা পানি প্রবাহকে ডাকাতিয়া নদী হতে রামগঞ্ঝ, সোইমুড়ী ও চৌমুহনী হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে। এই বিশাল খালকে নোয়াখালীর ভাষায় ‘নোয়া (নুতুন) খাল’ বলা হত এর ফলে ‘ভুলুয়া’ নামটি পরিবর্তিত হয়ে ১৬৬৮ সালে নোয়াখালী নামে পরিচিতি লাভ করে। ১১. রাঙ্গামাটি জেলাঃ- রাঙামাটি জেলা নামকরণ সম্পর্কে বিলু কবীরের লেখা ‘বাংলাদেশ জেলা : নামকরণের ইতিহাস’ বই থেকে জানা যায় তা হলো- এই এলাকায় পর্বতরাজি গঠিত হয়েছিল টারশিয়রি যুগে। এই যুগের মাটির প্রধান ব্যতিক্রম এবং বৈশিষ্ট্য হচ্ছে এর রঙ লালচে বা রাঙা। এই এলাকার গিরিমৃত্তিকা লাল এবং মাটিও রাঙা বলেই এই জনপদের নাম হয়েছে রাঙামাটি। প্রকৃতি সূচক এই নামকরণটির বিষয়ে অন্য প্রচলিত কথাপরম্পরা হলো- বর্তমান রাঙামাটি জেলা সদরের পূর্বদিকে একটি ছড়া ছিল, যা এখন হ্রদের মধ্যে নিমজ্জিত। এই হ্রদের স্বচ্ছ পানি যখন লাল বা রাঙামাটির উপর দিয়ে ঢাল বেয়ে প্রপাত ঘটাতো, তখন তাকে লাল দেখাতো। তাই এই ছড়ার নাম হয়েছিল ‘রাঙামাটি’। এই জেলা সদরের পশ্চিমে আরও একটি ছাড়া ছিল। অনুরূপ কারণে তার নাম দেয়া হয়েছিল ‘রাঙাপানি’। এই দুই রাঙা ছড়ার মোহনার বাঁকেই গড়ে উঠেছে বর্তমান জেলা শহর। যা মূলত ছিল অনাবাদী টিলার সমষ্টি এবং বহু উপত্যকার এক নয়নাভিরাম বিস্ময়ভূমি। এই দুটি ছড়া রাঙামাটি ও রাঙাপানি হতে ‘রাঙামাটি’ জেলার নামকরণ হয়েছে বলে ধারণা করা হয়। ১৯৮৩ সালে রাঙামাটি পার্বত্য জেলা গঠন করা হয়।





 

Tamanna

Modarator Team

Total Post: 7639
From
Registered: 2011-12-11
 

ঢাকা বিভাগঃ- ১. ঢাকা জেলাঃ- বাংলাদেশের রাজধানী ঢাকা মোঘল-পূর্ব যুগে কিছু গুরুত্বধারন করলেও শহরটি ইতিহাসে প্রসিদ্ধি লাভ করে মোঘল যুগে। ঢাকা নামের উৎপত্তি সম্পর্কে স্পষ্ট করে তেমন কিছু জানা যায় না। এ সম্পর্কে প্রচলিত মতগুলোর মধ্যে কয়েকটি নিম্নরূপঃ ক) একসময় এ অঞ্চলে প্রচুর ঢাক গাছ (বুটি ফুডোসা) ছিল; খ) রাজধানী উদ্বোধনের দিনে ইসলাম খানের নির্দেশে এখানে ঢাক অর্থাৎ ড্রাম বাজানো হয়েছিল; গ) ‘ঢাকাভাষা’ নামে একটি প্রাকৃত ভাষা এখানে প্রচলিত ছিল; ঘ) রাজতরঙ্গিণী-তে ঢাক্কা শব্দটি ‘পর্যবেক্ষণ কেন্দ্র’ হিসেবে উল্লেখিত হয়েছে অথবা এলাহাবাদ শিলালিপিতে উল্লেখিত সমুদ্রগুপ্তের পূর্বাঞ্চলীয় রাজ্য ডবাকই হলো ঢাকা। কথিত আছে যে, সেন বংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত জঙ্গলে হিন্দু দেবী দুর্গার বিগ্রহ খুঁজে পান। দেবী দুর্গার প্রতি শ্রদ্ধাস্বরূপ রাজা বল্লাল সেন ঐ এলাকায় একটি মন্দির প্রতিষ্ঠা করেন। যেহেতু দেবীর বিগ্রহ ঢাকা বা গুপ্ত অবস্থায় পাওয়া গিয়েছিল তাই রাজা মন্দিরের নাম ঢাকেশ্বরী মন্দির। মন্দিরের নাম থেকেই কালক্রমে স্থানটির নাম ঢাকা হিসেবে গড়ে ওঠে।আবার অনেক ঐতিহাসিকদের মতে, মোঘল সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে সুবা বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন, তখন সুবাদার ইসলাম খান আনন্দের বহিঃপ্রকাশ স্বরূপ শহরে ‘ঢাক’ বাজানোর নির্দেশ দেন। এই ঢাক বাজানোর কাহিনী লোকমুখে কিংবদন্দির রূপ ধারণ করে এবং তা থেকেই এই শহরের নাম ঢাকা হয়ে যায়। এখানে উল্লেখ্য যে, ১৬১০ খ্রিষ্টাব্দে ইসলাম খান চিশতি সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে এর নামকরণ করে জাহাঙ্গীরনগর। ২. ফরিদপুর জেলাঃ- ফরিদপুরের নামকরণ করা হয়েছে এখানকার প্রখ্যাত সুফী সাধক শাহ শেখ ফরিদুদ্দিনের নামানুসারে। ৩. গাজীপুর জেলাঃ- বিলু কবীরের লেখা ‘বাংলাদেশের জেলা : নামকরণের ইতিহাস’ বই থেকে জানা যায়, মহম্মদ বিন তুঘলকের শাসনকালে জনৈক মুসলিম কুস্তিগির গাজী এ অঞ্চলে বসতি স্থাপন করেছিলেন এবং তিনি বহুদিন সাফল্যের সঙ্গে এ অঞ্চল শাসন করেছিলেন। এ কুস্তিগির/পাহলোয়ান গাজীর নামানুসারেই এ অঞ্চলের নাম রাখা হয় গাজীপুর বলে লোকশ্রুতি রয়েছে। আরেকটি জনশ্রুতি এ রকম সম্রাট আকবরের সময় চবি্বশ পরগনার জায়গিরদার ছিলেন ঈশা খাঁ। এই ঈশা খাঁরই একজন অনুসারীর ছেলের নাম ছিল ফজল গাজী। যিনি ছিলেন ভাওয়াল রাজ্যের প্রথম ‘প্রধান’। তারই নাম বা নামের সঙ্গে যুক্ত ‘গাজী’ পদবি থেকে এ অঞ্চলের নাম রাখা হয় গাজীপুর। গাজীপুর নামের আগে এ অঞ্চলের নাম ছিল জয়দেবপুর। এ জয়দেবপুর নামটি কেন হলো, কতদিন থাকল, কখন, কেন সেটা আর থাকল না সেটিও প্রাসঙ্গিক ও জ্ঞাতব্য। ভাওয়ালের জমিদার ছিলেন জয়দেব নারায়ণ রায় চৌধুরী। বসবাস করার জন্য এ জয়দেব নারায়ণ রায় চৌধুরী পীরাবাড়ি গ্রামে একটি গৃহ নির্মাণ করেছিলেন। গ্রামটি ছিল চিলাই নদীর দক্ষিণ পাড়ে। এ সময় ওই জমিদার নিজের নামের সঙ্গে মিল রেখে এ অঞ্চলটির নাম রাখেন ‘জয়দেবপুর’ এবং এ নামই বহাল ছিল মহকুমা হওয়ার আগ পর্যন্ত। যখন জয়দেবপুরকে মহকুমায় উন্নত করা হয়, তখনই এর নাম পাল্টে জয়দেবপুর রাখা হয়। উল্লেখ্য, এখনো অতীতকাতর-ঐতিহ্যমুখী স্থানীয়দের অনেকেই জেলাকে ‘জয়দেবপুর’ বলেই উল্লেখ করে থাকেন। গাজীপুর সদরের রেলওয়ে স্টেশনের নাম এখনো ‘জয়দেবপুর রেলওয়ে স্টেশন’। তবে বিস্তারিত আলোচনায় গেলে বলতেই হয়, গাজীপুরের আগের নাম জয়দেবপুর এবং তারও আগের নাম ভাওয়াল। গাজীপুরকে ১৯৮৪খ্রিস্টাব্দের ১ মার্চ জেলা এবং ২০১৩ খ্রিস্টাব্দের ৭ জানুয়ারী রোজ: সোমবার সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়। ৪. গোপালগঞ্জ জেলাঃ- গোপালগঞ্জ জেলা শহরের রয়েছে প্রাচীন ইতিহাস। অতীতের রাজগঞ্জ বাজার আজকের জেলা শহর গোপালগঞ্জ। আজ থেকে প্রায় শতাব্দীকাল পূর্বে শহর বলতে যা বুঝায় তার কিছুই এখানে ছিলোনা। এর পরিচিতি ছিলো শুধু একটি ছোট্ট বাজার হিসেবে। এঅঞ্চলটি মাকিমপুর ষ্টেটের জমিদার রানী রাসমণির এলাকাধীন ছিলো। উল্লেখ্য রানী রাসমণি একজন জেলের মেয়ে ছিলেন। সিপাই মিউটিনির সময় তিনি একজন উচ্চ পদস্থ ইংরেজ সাহেবের প্রাণ রক্ষা করেন। পরবর্তীতে তারই পুরস্কার হিসাবে বৃটিশ সরকার রাসমণিরকে মাকিমপুর ষ্টেটের জমিদারী প্রদার করেন এবং তাঁকে রানী উপাধিতে ভূষিত করেন। রানী রাসমণির এক নাতির নাম ছিলো নব-গোপাল তিনি তাঁর স্নেহাস্পদ নাতির নাম এবং পুরানো ইতিহাসকে স্মরণীয় করে রাখার জন্য নাতিন নামের ‘গোপাল’ অংশটি প্রথমে রেখে তার সাথে রাজগঞ্জের ‘গঞ্জ’ যোগ করে এ জাযগাটির নতুর নামকরণ করেন গোপালগঞ্জ। ১৯৮৪ সালে ফরিদপুর জেলার মহকুমা থেকে গোপালগঞ্জ জেলা সৃষ্টি হয়। ৫. জামালপুর জেলাঃ- সাধক দরবেশ হযরত শাহ জামাল (র) এর পূণ্যস্মৃতি বিজড়িত নয়নাভিরাম সৌন্দর্যমন্ডিত গরো পাহাড়ের পাদদেশে যমুনা-ব্রক্ষ্মপুত্র বিধৌত বাংলাদেশের ২০-তম জেলা জামালপুর। হযরত শাহ জামাল (র) এর নামানুসারে জামালপুরের নামকরণ হয়। ৬. কিশোরগঞ্জ জেলাঃ- ১৮৬০ খ্রিস্টাব্দে কিশোরগঞ্জ মহকুমার জন্ম হয়। মহকুমার প্রথম প্রশাসক ছিলেন মিঃ বকসেল। বর্তমান কিশোরগঞ্জ তৎকালীন জোয়ার হোসেনপুর পরগনার অন্তর্ভক্ত ছিল। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকেও কিশোরগঞ্জ এলাকা ‘কাটখালী’ নামে পরিচিত ছিল। ইতিহাসবিদদের ধারণা ও জনশ্রুতি মতে এ জেলার জমিদার ব্রজকিশোর মতান্তরে নন্দকিশোর প্রামানিকের ‘কিশোর’ এবং তাঁর প্রতিষ্ঠিত হাট বা গঞ্জের ‘গঞ্জ’ যোগ করে কিশোরগঞ্জ নামকরণ করা হয়। ৭. মাদারীপুর জেলাঃ- মাদারীপুর জেলা একটি ঐতিহাসিক সমৃদ্ধ জনপদ ছিল। পঞ্চদশ শতাব্দীতে সাধক হযরত বদরুদ্দিন শাহ মাদার (র) এর নামানুসারে এই জেলার নামকরণ করা হয়। প্রাচীনকালে মাদারীপুরের নাম ছিল ইদিলপুর। ১৯৮৪ সালে মাদারীপুর জেলা হিসেবে স্বীকৃতি লাভ করে। ৮. মানিকগঞ্জ জেলাঃ- মূরত সংস্কৃত ‘মানিক্য’ শব্দ থেকে মানিক শব্দটি এসেছে। মানিক হচ্ছে চুনি পদ্মরাগ। গঞ্জ শব্দটি ফরাসী। মানিকগঞ্জের নামের ঋৎপত্তি ইতিহাস আজও রহস্যবৃত। অষ্টাদশ শতকের প্রথমার্ধে সুফি দরবেশ মানিক শাহ সিংগাইর উপজেলার মানিকনগরে আসেন এবং খানকা প্রতিষ্ঠা করে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন।কারও মতে দূর্ধর্ষ পাঠান সর্দার মানিক ঢালীর নামানুসারে মানিকগঞ্জ নামের উৎপত্তি। আবার কারো মতে, নবাব সিরাজ উদ-দৌলার বিশাবাস ঘাতক মানিক চাঁদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তার নমানুসারে ১৮৪৫ সালের মে মাসে মানিকগঞ্জ মহকুমার নামকরণ হয়। মানিকগঞ্জ মহকুমার নামকরণ সম্পর্কীত উল্লেখ্য তিনটি পৃথক স্থানীয় জনশ্রুতি এবং অনুমান নির্ভর। এর কোন ঐতিহাসিক ভিত্তি পাওয়া যায়নি, তবে মানিক শাহের নামানুসারে মানিকগঞ্জ মহকুমার নামকরণ সম্পর্কীত জনশ্রুতি এবং ঘটনা প্রবাহ থেকে যে চিত্র পাওয়া যায় তাই সঠিক বলে ধরা হয়। ৯. মুন্সীগঞ্জ জেলাঃ- মুন্সিগঞ্জে প্রাচীন নাম ছিল ইদ্রাকপুর। মোঘল শাসনামলে এই ইদ্রাকপুর গ্রামে মুন্সী হায়দার হোসেন নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি মোঘল শাসক দ্বারা ফৌজদার নিযুক্ত ছিলেন। অত্যন্ত সজ্জন ও জনহিতৈষী মুন্সী হায়দার হোসেনের নামে ইদ্রাকপুরের নাম হয় মুন্সীগঞ্জ। কারো কারো মতে জমিদার এনায়েত আলী মুন্সীর নামানুসারে মুন্সীগঞ্জে নামকরণ করা হয়। ১০. ময়মনসিংহ জেলাঃ- ময়মনসিংহ জেলার নাম নিয়ে ইতিহাসবিদদের মধ্যে ভিন্ন ভিন্ন মত প্রচলিত আছে। ষোড়শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তাঁর পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসরত শাহ’র জন্য এ অঞ্চলে একটি নুতুন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, সেই থেকে নসরতশাহী বা নাসিরাবাদ নামের সৃষ্টি। সলিম যুগের উৎস হিসেবে নাসিরাবাদ, নাম আজও শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া অন্য কোথাও নাসিরাবাদ কথাটি উল্লেখ্য করা হচ্ছে না। ১৭৭৯ সালে প্রকাশিত রেনেল এর ম্যাপে মোমেসিং নামটি ‘ময়মনসিংহ’ অঞ্চলকেই নির্দেশ করে। তার আগে আইন-ই-আকবরীতে ‘মিহমানশাহী’ এবং ‘মনমনিসিংহ’ সকার বাজুহার পরগনা হিসেবে লিখিত আছে। যা বর্তমান ময়মনসিংহকেই ধরা হয়। ১১. নারায়ণগঞ্জ জেলাঃ- ১৭৬৬ সালে হিন্দু সম্প্রদায়ের নেতা বিকন লাল পান্ডে( বেণু ঠাকুর বা লক্ষীনায়ায়ণ ঠাকুর) ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট থেকে এ অঞ্চলের মালিকানা গ্রহণ করে। তিনি প্রভু নারায়ণের সেবার ব্যয়ভার বহনের জন্য একটি উইলের মাধ্যমে শীতলক্ষা নদীর তীরে অবস্থিত মার্কেটকে দেবোত্তর সম্পত্তি হিসেবে ঘোষণা করেন। তাই পরবর্তীকালে এ স্থানের নাম হয় নারায়ণগঞ্জ। ১২. নেত্রকোণা জেলাঃ- নেত্রকোণার নামকরণ হয়েছে নাটেরকোণা নামক গ্রামের নাম থেকে। ১৩. নরসিংদী জেলাঃ- কথিত আছে, প্রাচীনকালে এ অঞ্চলটি নরসিংহ নামক একজন রাজার শাসনাধীন ছিল। আনুমানিক পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে রাজা নরসিংহ প্রাচীন ব্যক্ষ্মপুত্র নদের পশ্চিম তীরে নরসিংহপুর নামে একটি ছোট নগর স্থাপন করেছিলেনঅ তাঁরই নামানুসারে নরসিংদী নামটি আবির্ভূত হয়। নরসিংহ নামের সাথে ‘দী’ যুক্ত হয়ে নরসিংদী হয়েছে। নরসিংহদী শব্দের পরিবর্তিত রূপই “নরসিংদী”। ১৪. রাজবাড়ী জেলাঃ- রাজা সূর্য্য কুমারের নামানুসারে রাজবাড়ীর নামকরণ করা হয়। রাজা সূর্য্য কুমারের পিতামহ প্রভুরাম নবাব সিরাজ-উদ-দৌলার রাজকর্মী থাকাকালীন কোন কারণে ইংরেজদের বিরাগভাজন হলে পলাশীর যুদ্ধের পর লক্ষীকোলে এস আত্মগোপন করেন। পরে তাঁর পুত্র দ্বিগেন্দ্র প্রসাদ এ অঞ্চলে জমিদারী গড়ে তোলেন। তাঁরই পুত্র রাজা সূর্য্য কুমার ১৮৮৫ সালে জনহিতকর কাজের জন্য রাজা উপাধি প্রাপ্ত হন। ১৯৮৪ সালে ১মার্চ জেলা হিসেবে ঘোষণা করা হয়। ১৫. শরীয়তপুর জেলাঃ- বৃটিশ বিরোধী তথা ফরায়েজী আন্দোলনের অন্যতম নেতা হাজী শরীয়ত উল্লাহর নামানুসারে শরীয়তপুরের নামকরণ করা হয়। ১৯৮৪ সালে ১লা মার্চ শরীয়তপুর জেলা শুভ উদ্বোধন করেন তৎকালীন তথ্য মন্ত্রী জনাব নাজিম উদ্দিন হাসিম। ১৬. শেরপুর জেলাঃ- বাংলার নবাবী আমলে গাজী বংশের শেষ জমিদার শের আলী গাজী দশ কাহনিয়া অঞ্চল দখল করে স্বাধীনভাবে রাজত্ব করেন। এই শের আলী গাজীর নামে দশ কাহনিয়ার নাম হয় শেরপুর। ১৭. টাঙ্গাইল জেলাঃ- টাঙ্গাইলের নামকরণ বিষয়ে রয়েছে বহুজনশ্রুতি ও নানা মতামত। ১৭৭৮ খ্রিস্টাব্দে প্রকাশিত রেনেল তাঁর মানচিত্রে এ সম্পূর্ণ অঞ্চলকেই আটিয়া বলে দেখিয়েছেন। ১৮৬৬ খ্রিস্টাব্দের আগে টাঙ্গাইল নামে কোনো স্বতন্ত্র স্থানের পরিচয় পাওয়া যায় না। টাঙ্গাইল নামটি পরিচিতি লাভ করে ১৫ নভেম্বর ১৮৭০ খ্রিস্টাব্দে মহকুমা সদর দপ্তর আটিয়া থেকে টাঙ্গাইলে স্থানান্তরের সময় থেকে। টাঙ্গাইলের ইতিহাস প্রণেতা খন্দকার আব্দুর রহিম সাহেবের মতে, ইংরেজ আমলে এদেশের লোকেরা উচু শব্দের পরিবর্তে ‘টান’ শব্দই ব্যবহার করতে অভ্যস্ত ছিল বেশি। এখনো টাঙ্গাইল অঞ্চলে ‘টান’ শব্দের প্রচলন আছে। এই টানের সাথে আইল শব্দটি যুক্ত হয়ে হয়েছিল টান আইল। আর সেই টান আইলটি রূপান্তরিত হয়েছে টাঙ্গাইলে। টাঙ্গাইলের নামকরণ নিয়ে আরো বিভিন্নজনে বিভিন্ন সময়ে নানা মত প্রকাশ করেছেন। কারো কারো মতে, বৃটিশ শাসনামলে মোগল প্রশাসন কেন্দ্র আটিয়াকে আশ্রয় করে যখন এই অঞ্চল জম-জমাট হয়ে উঠে। সে সময়ে ঘোড়ার গাড়িছিল যাতায়াতের একমাত্র বাহন, যাকে বর্তমান টাঙ্গাইলের স্থানীয় লোকেরা বলত ‘টাঙ্গা’। বর্তমান শতকের মাঝামাঝি পর্যন্তও এ অঞ্চলের টাঙ্গা গাড়ির চলাচল স্থল পথে সর্বত্র। আল শব্দটির কথা এ প্রসঙ্গে চলে আসে। বর্তমান টাঙ্গাইল অঞ্চলের বিভিন্ন স্থানের নামের সাথে এই আল শব্দটির যোগ লক্ষ্য করা যায়। আল শব্দটির অর্থ সম্ভবত সীমা নির্দেশক যার স্থানীয় উচ্চারণ আইল। একটি স্থানকে যে সীমানা দিয়ে বাঁধা হয় তাকেই আইল বলা হয়। টাঙ্গাওয়ালাদের বাসস্থানের সীমানাকে ‘টাঙ্গা+আইল’ এভাবে যোগ করে হয়েছে ‘টাঙ্গাইল’ এমতটি অনেকে পোষণ করেন। আইল শব্দটি কৃষিজমির সঙ্গে সম্পৃক্ত। এই শব্দটি আঞ্চলিক ভাবে বহুল ব্যবহৃত শব্দ। টাঙ্গাইলের ভূ-প্রকৃতি অনুসারে স্বাভাবিক ভাবে এর ভূমি উঁচু এবং ঢালু। স্থানীয়ভাবে যার সমার্থক শব্দ হলো টান। তাই এই ভূমিরূপের কারণেই এ অঞ্চলকে হয়তো পূর্বে ‘টান আইল’ বলা হতো। যা পরিবর্তীত হয়ে টাঙ্গাইল হয়েছে।









Tamanna

Modarator Team

Total Post: 7639
From
Registered: 2011-12-11
 

খুলনা বিভাগঃ- ১. বাগেরহাট জেলাঃ- সুন্দরবনে বাঘের বাস দাড়টানা ভৈরব পাশ সবুজ শ্যামলে ভরা নদী বাঁকে বসতো যে হাট তার নাম বাগের হাট। এক সময় বাগেরহাটের নাম ছিল খলিফাতাবাদ বা প্রতিনিধির শহর। খানজাহান আলী (রঃ) গৌড়ের সুলতানদের প্রতিনিধি হিসেবে এ অঞ্চল শাসন করতেন। কেউ কেউ মনে করেন, বরিশালের শাসক আঘা বাকের এর নামানুসারে বাগেরহাট হয়েছে। কেউবা বলেন, পাঠান জায়গীদার বাকির খাঁ এর নামানুসারে বাগেরহাট হয়েছে। আবার কারো মতে, বাঘ শব্দ হতে বাগেরহাট নাম হয়েছে। জনশ্রুতি আছে খানজাহান আলী (রঃ) এর একটি বাগ(বাগান, ফার্সী শব্দ) বা বাগিচা ছিল। এ বাগ শব্দ হতে বাগেরহাট। কাো মতে, নদীর বাঁকে হাট বসতো বিধায় বাঁকেরহাট। বাঁকেরহাট হহতে বাগেরহাট। ২. চুয়াডাঙ্গা জেলাঃ- চুয়াডাঙ্গার নামকরণ সম্পর্কে কথিত আছে যে, এখানকার মল্লিক বংশের আদিপুরুষ চুঙ্গো মল্লিকের নামে এ জায়গার নাম চুয়াডাঙ্গা হয়েছে। ১৭৪০ খ্রিষ্টাব্দের দিকে চুঙ্গো মল্লিক তাঁর স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে ভারতের নদীয়া ও মুর্শিদাবাদ জেলার সীমানার ইটেবাড়ি- মহারাজপুর গ্রাম থেকে মাথাভাঙ্গা নদীপথে এখানে এস প্রথম বসতি গড়েন। ১৭৯৭ সালের এক রেকর্ডে এ জায়গার নাম চুঙ্গোডাঙ্গা উল্লেখ রয়েছে। ফারসি থেকে ইংরেজিতে অনুবাদ করার সময় উচ্চারণের বিকৃতির কারণে বর্তমান চুয়াডাঙ্গা নামটা এসেছে। চুয়াডাঙ্গা নামকরণের আরো দুটি সম্ভাব্য কারণ প্রচলিত আছে। চুয়া < চয়া চুয়াডাঙ্গা হয়েছে। ৩. যশোর জেলাঃ- ১৭৮১ সালে যশোর একটি পৃথক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে এবং এটিই হচ্ছে বাংলাদেশের প্রথম জেলা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম স্বাধীন হওয়া জেলাটি যশোর। যশোর, সমতটের একটা প্রাচীন জনপদ। নামটি অতি পুরানো। যশোর নামের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতামত পাওয়া যায়। যশোর (জেসিনরে) আরবি শব্দ যার অর্থ সাকো। অনুমান করা হয় কসবা নামটি পীর খানজাহান আলীর দেওয়া (১৩৯৮ খৃঃ)। এককালে যশোরের সর্বত্র নদী নালায় পরিপূর্ণ ছিল। পূর্বে নদী বা খালের উপর সাকো নির্মিত হতো। খানজাহান আলী বাঁশের সাকো নির্মাণ করে ভৈরব নদী পার হয়ে মুড়লীতে আগমন করেন বলে জানা যায়। এই বাঁশের সাকো থেকে যশোর নামের উৎপত্তি। তবে এই মতে সমর্থকদের সংখ্যা খুবই কম। ইরান ও আরব সীমান্তে একটি স্থানের নাম যশোর যার সাথে এই যশোরের কোন সম্পর্ক স্থাপন করা যায় না। খানজাহান আলীর পূর্ব থেকেই এই যশোর নাম ছিল। অনেকে অভিমত ব্যক্ত করেন যে, প্রতাপদিত্যের পতনের পর চাঁচড়ার রাজাদের যশোরের রাজা বলা হত। কেননা তারা যশোর রাজ প্রতাপাদিত্যের সম্পত্তির একাংশ পুরস্কার স্বরূপ অর্জন করেছিলেন। এই মতও সঠিক বলে মনে হয়। জে, ওয়েস্টল্যাণ্ড তাঁর যশোর প্রতিবেদনের ১৯৩ পৃষ্ঠায় উল্লেখ করেছেন, রাজা প্রতাপাদিত্য রায়ের আগে জেলা সদর কসবা মৌজার অর্ন্তভুক্ত ছিল। বনগাঁ-যশোর পিচের রাস্তা ১৮৬৬-১৮৬৮ কালপর্বে তৈরী হয়। যশোর-খুলনা ইতিহাসের ৭৬ পাতায় লেখা আছে “প্রতাপাদিত্যের আগে লিখিত কোন পুস্তকে যশোর লেখা নাই”। সময়ের বিবর্তনে নামের পরিবর্তন স্বাভাবিক। ৪. ঝিনাইদহ জেলাঃ- প্রাচীনকালে বর্তমান ঝিনাইদহের উত্তর-পশ্চিম দিকে নবগঙ্গা নদীর ধারে ঝিনুক কুড়ানো শ্রমিকের বসতি গড়ে ওঠে বলে জানা যায। কলকাতা থেকে ব্যবসায়ীরা ঝিনুকের মুক্তা সঙগ্রহরের জন্য এখানে ঝিনুক কিনতে আসতো। সে সময় ঝিনুক প্রাপ্তির স্থানটিকে ঝিনুকদহ বলা হত। অনেকের মতে ঝিনুককে আঞ্চলিক ভাষায় ঝিনেই বা ঝিনাই বলে। দহ অর্থ বড় জলাশয়, দহ ফার্সী শব্দ যার অর্ত গ্রাম। সেই অর্থে ঝিনুক দহ বলতে ঝিনুকের জলাশয় অথবা ঝিনুকের গ্রাম। ঝিনুক এবং দহ থেকেই ঝিনুকদহ বা ঝিনেইদহ যা রূপান্তরিত হয়ে আজকের এই ঝিনাইদহ। ৫. খুলনা জেলাঃ- হযরত পীর খানজাহান আলীর (র.) স্মৃতি বিজড়িত ও ভৈরব-রূপসা বিধৌত পৌর শহর খুলনার ইতিহাস নানাভাবে ঐতিহ্য মন্ডিত। খুলনা নামকরণের উৎপত্তি সম্বন্ধে নানান মত রয়েছে। সবচেয়ে বেশি আলোচিত মতগুলো হলো : মৌজা ‘কিসমত খুলনা’ খুলনা খুলনা; ধনপতি সাওদাগরের দ্বিতীয় স্ত্রী খুল্লনার নামে নির্মিত ‘খুল্লনেশ্বরী কালী মন্দির’ থেকে খুলনা; ১৭৬৬ সালে ‘ফলমাউথ’ জাহাজের নাবিকদের উদ্ধারকৃত রেকর্ডে লিখিত Culnea শব্দ থেকে খুলনা। ইংরেজ আমলের মানচিত্রে লিখিত Jessore-Culna শব্দ থেকে খুলনা,- কোনটি সত্য তা গবেষকরা নির্ধারণ করবেন। ৬. কুষ্টিয়া জেলাঃ- কুষ্টিয়া জেলার নামকরণ নিয়ে নানা কাহিনী প্রচলিত আছে, কুষ্টিয়ায় এক সময় কোস্টার(পাট) চাষ হতো বলে কোস্ট শব্দ থেকে কুষ্টিয়ার উৎপত্তি। হেমিলটনের গেজেটিয়ারে উল্লেখ্য করেন যে, স্থানীয় জনগণ একে কুষ্টি বলে ডাকত। কুষ্টি থেকে কুষ্টিয়া নামকরণ হয়েছে। ১৯৮৪ সালে ৬ টি থানা নিয়ে কুষ্টিয়া জেলা গঠিত হয়। ৭. মাগুরা জেলাঃ- আজকের যেখানে মাগুরা জেলা শহর গড়ে ওঠেছে প্রাচীনকাল থেকেই এর গুরুত্ব অত্যধিক ছিল। কখন থেকে মাগুরা নাম হয়েছে তার সঠিক হিসেব মিলানো কষ্টকর। মাগুরা প্রাচীন আমলের একটি গ্রাম। মাগুরা দু’টি অংশে বিভক্ত ছিল। মহকুমা সদরের পূর্বে মাগুরা ও পশ্চিমে ছিল দরি মাগুরা। দরি শব্দের অর্থ মাদুর বা সতরঞ্জি। দরি মাগুরায় মাদুর তৈরি সম্প্রদায়ের লোক বাস করতো বলে নাম হয়েছিল দরি মাগুরা। ধর্মদাস নামে জনৈক মগ আরাকান খেকে এসে আগুরা শহরের পূর্ভ কোণের সোজাসুজি গড়াই নদীর তীরে খুলুমবাড়ি মৌজা প্রভুতি দখল করে। লোকে তাকে মগ জায়গীর বলে আখ্যায়িত করেছিল। অনেকের মতে মগরা থেকে মাগুরা নামের উৎপত্তি। লোক মুখে শোনা যায় এককালে মাগুরা এলাকায় বড় বিল ছিল সেই বিলে পাওয়া যেতো প্রচুর মাগুর মাছ। এই মাগুর মাছের নাম থেকেও মাগুরা নামের উৎপত্তি হতে পারে। মাগুরা নামের উৎপত্তি নিয়ে ঐতিহাসিকদের মধে্য মতভেদ রয়েছে। ১৯৮৪ সালের ১ মার্চ মাগুরা মহকুমাকে জেলায় উন্নীত করা হয়। ৮. মেহেরপুর জেলাঃ- মেহেরপুর নামকরণ সম্পর্কে এ পর্যন্ত দুটি অনুমান ভিত্তিক তথ্য পাওয়া গেছে। প্রথমটি ইসলাম প্রচারক মরবেশ মেহের আলী নামীয় জনৈক ব্যক্তির নামের সঙ্গে সামঞ্জস্য রেখে মেহেরপুর রাখা হয়। দ্বিতীয়টি বচনকার মিহির ও তাঁর পুত্রবধু খনা এই শহরে বাস করতেন বলে প্রচলিত আছে। মিহিরের নাম থেকে মিহিরপুর এবং পরবর্তীতে তা মেহেরপুর হয়। ১৯৮৪ সালের ২৪ শে ফেব্রুয়ারী মেহেরপুর জেলার মর্যাদা লাভ করে। ৯. নড়াইল জেলাঃ- নড়াইল নামকরণ নিয়ে ঐতিহাসিকবিদরা ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেন। কিংবদন্তী আছে, নড়িয়াল ফকিরের আশীর্বাদপুষ্ট নড়ি থেকে নড়িয়াল নামের উৎপত্তি। নড়িয়াল ফকিরের আশীর্বাদপুষ্ট তাই নাম হয় নড়িয়াল। পরবর্তীতে লোকমুখে বিকৃত হয়ে নড়িয়াল থেকে নড়াইল। ১০. সাতক্ষীরা জেলাঃ- সাতক্ষীরা জেলার আদি নাম ছিল সাতঘরিয়া। চিরস্থায়ী বন্দোবস্তের সময় বিষ্ণুরাম চক্রবর্তী নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্রের কর্মচারী হিসেবে ১৭৭২ সালে নিলামে এই পরগনা কিনে গ্রাম স্থাপন করেন। তাঁর পুত্র প্রাণনাথ চক্রবর্তী সাতঘর কুলীন ব্রাক্ষ্মণ এনে এই পরগনায় প্রতিষ্ঠিত করেন তা থেকে সাতঘরিয়া নাম হয়।









Tamanna

Modarator Team

Total Post: 7639
From
Registered: 2011-12-11
 

রাজশাহী বিভাগঃ- ১. বগুড়া জেলাঃ- ১২৮১-১২৯০ খ্রিস্টাব্দে দিল্লরি সুলতান গিয়াসউদ্দীন বলবনের ২য় পুত্র সুলতান নাসিরউদ্দীন বগরা খান বাংলার শাসনকর্তা নিযুক্ত হন। তাঁর নামানুসারে বগুড়া জেলার নামকরণ করা হয়েছে। ২. জয়পুরহাট জেলাঃ- জেলার নামকরণের সঠিক ইতিহাস খুঁজে পাইনি, আপনাদের জানা থাকলে দয়া করে জানাবেন। ৩. নওগাঁ জেলাঃ- নওগাঁ শব্দের উৎপত্তি হয়েছে ‘নও’(নুতুন) ও ‘গাঁ (গ্রাম) শব্দ থেকে শব্দ দুটি ফরাসী। নওগাঁ শব্দের অর্থ হলো নুতুন গ্রাম। ১৯৮৪ সালে ১ মার্চ নওগাঁ ১১ টি উপজেলা নিয়ে জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। ৪. নাটোর জেলাঃ- নাটোর জেলার পাশ দিয়ে বয়ে গেছে নারদ নদী কথিত আছে এই নদীর নাম থেকেই ‘নাটোর’ শব্দটির উৎপত্তি। ভাষা গবেষকদের মতে নাতোর হচ্ছে মুল শব্দ। উচ্চারণগত কারণে নাটোর হয়েছে। নাটোর অঞ্চল নিম্নমুখী হওয়ায় চলাচল করা ছিল প্রায় অসম্ভব। জনপদটির দুর্গমতা বোঝাতে বলা হত নাতোর। নাতোর অর্থ দুর্গম। আরেকটি জনশ্রুতি আছে জমিদারদের পৃষ্ঠপোষকতার আমোদ-প্রমোদের জন্য গড়ে উঠেছিল বাইজিবাড়ি, নটিপাড়া জাতীয় সংস্কৃতি। এই নটি পাড়া থেকে নাটোর শব্দটির উৎপদ্দি হতে পারে বলে ধারণা করা হয়। ১৯৮৪ সালে নাটোর পূর্ণাঙ্গ জেলা লাভ করে। ৫. নবাবগঞ্জ জেলাঃ- ‘চাপাইনবাবগঞ্জ’ নামটি সাম্প্রতিকালের।এই এলাকা ‘নবাবগঞ্জ নামে পরিচিত ছিল। চাঁপাইগঞ্জ নামকরণ সম্পর্কে জানা যায়, প্রাক-ব্রিটিশ আমলে এ অঞ্চল ছিল মুর্শিদাবাদের নবাবদের বিহারভূমি এবং এর অবস্থান ছিল বর্তমান সদর উপজেলার দাউদপুর মৌজায়। নবাবরা তাঁদের পাত্র-মিত্র ও পরিষদ নিয়ে এখানে শিকার করতে আসতেন বলে এ স্থানের নাম হয় নবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ নামের ইতিবৃত্ত নবাব আমলে মহেশপুর গ্রামে চম্পাবতী মতান্তরে ‘চম্পারানী বা চম্পাবাঈ’ নামে এক সুন্দরী বাঈজী বাস করতেন। তাঁর নৃত্যের খ্যাতি আশেপাশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তিনি নবাবের প্রিয়পাত্রী হয়ে ওঠেন। তাঁর নামানুসারে এই জায়গার নাম ‘চাঁপাই”। এ অঞ্চলে রাজা লখিন্দরের বাসভূমি ছিল। লখিন্দরের রাজধানীর নাম ছিল চম্পক। চম্পক নাম থেকেই চাঁপাই। ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর (১৮৮৫-১৯৬৯ খ্রি) ‘বাঙলা সাহিত্যের কথা’ গ্রন্থের প্রথম খন্ডে বর্ণিত লাউসেনের শত্রুরা জামুতিনগর দিয়ে গৌড়ে প্রবেশ করে। বর্তমান ভোলাহাট উপজেলার জামবাড়িয়া পূর্বে জামুতিনগর নামে পরিচিত ছিল। এসবের ওপর ভিত্তি করে কোনো কোনো গবেষক চাঁপাইকে বেহুলার শ্বশুরবাড়ি চম্পকনগর বলে স্থির করেছেন এবং মত দিয়েছেন যে, চম্পক নাম থেকেই চাঁপাই নামের উৎপত্তি। ৬. পাবনা জেলাঃ – ‘পাবনা’ নামকরণ নিয়ে কিংবদন্তির অন্ত নেই। এক কিংবদন্তি মতে গঙ্গার ‘পাবনী’ নামক পূর্বগামিনী ধারা হতে পাবনা নামের উৎপত্তি হয়েছে। অপর একটি সূত্রে জানা যায় ‘পাবন’ বা ‘পাবনা’ নামের একজন দস্যুর আড্ডাস্থলই এক সময় পাবনা নামে পরিচিতি লাভ করে। অপরদিকে কিছু ঐতিহাসিক মনে করেন, ‘পাবনা’ নাম এসেছে ‘পদুম্বা’ থেকে। কালক্রমে পদুম্বাই স্বরসঙ্গতি রক্ষা করতে গিয়ে বা শব্দগত অন্য ব্যুৎপত্তি হয়ে পাবনা হয়েছে। ‘পদুম্বা’ জনপদের প্রথম সাক্ষাৎ মিলে খ্রিষ্টীয় একাদশ শতকে পাল নৃপতি রামপালের শাসনকালে। ৭. রাজশাহী জেলাঃ- এই জেলার নামকরণ নিয়ে প্রচুর মতপার্থক্য রয়েছে। তবে ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রেয়র মতে রাজশাহী রাণী ভবানীর দেয়া নাম। অবশ্য মিঃ গ্রান্ট লিখেছেন যে, রাণী ভবানীর জমিদারীকেই রাজশাহী বলা হতো এবং এই চাকলার বন্দোবস্তের কালে রাজশাহী নামের উল্লেখ পাওয়া যায়। পদ্মার উত্তরাঞ্চল বিস্তীর্ন এলাকা নিয়ে পাবনা পেরিয়ে ঢাকা পর্যন্ত এমনকি নদীয়া, যশোর, বর্ধমান, বীরভূম নিয়ে এই এলাকা রাজশাহী চাকলা নামে অভিহিত হয়। অনুমান করা হয় ‘রামপুর’ এবং ‘বোয়ালিয়া’ নামক দু’টি গ্রামের সমন্বয়ে রাজশাহী শহর গ’ড়ে উঠেছিল। প্রাথমিক পর্যায়ে ‘রামপুর-বোয়ালিয়া’ নামে অভিহিত হলেও পরবর্তীতে রাজশাহী নামটিই সর্ব সাধারণের নিকট সমধিক পরিচিতি লাভ করে। বর্তমানে আমরা যে রাজশাহী শহরের সঙ্গে পরিচিত, তার আরম্ভ ১৮২৫ সাল থেকে। রামপুর-বোয়ালিয়া শহরের নামকরণ রাজশাহী কী করে হলো তা নিয়ে বহু মতামত রয়েছে। রাজাশাহী শব্দটি বিশ্লেষণ করলে দুটি ভিন্ন ভাষার একই অর্থবোধক দুটি শব্দের সংযোজন পরিলতি হয়। সংস্কৃত ‘রাজ’ ও ফারসি ‘শাহ’ এর বিশেষণ ‘শাহী’ শব্দযোগে ‘রাজশাহী’ শব্দের উদ্ভব, যার অর্থ একই অর্থাৎ রাজা বা রাজা-রাজকীয় বা বা বাদশাহ বা বাদশাহী। তবে বাংলা ভাষায় আমরা একই অর্থের অনেক শব্দ দু-বার উচ্চারণ করে থাকি। যেমন– শাক-সবজি, চালাক-চতুর, ভুল-ভ্রান্তি, ভুল-ত্র“টি, চাষ-আবাদ, জমি-জিরাত, ধার-দেনা, শিক্ষা-দীক্ষা, দীন-দুঃখী, ঘষা-মাজা, মান-সম্মান, দান-খয়রাত, পাহাড়-পর্বত, পাকা-পোক্ত, বিপদ-আপদ ইত্যাদি। ঠিক তেমনি করে অদ্ভূত ধরনের এই রাজশাহী শব্দের উদ্ভবও যে এভাবে ঘটে থাকতে পারে তা মোটেই উড়িয়ে দেয়া যায় না। এই নামকরণ নিয়ে অনেক কল্পকাহিনীও রয়েছে। সাধারণভাবে বলা হয় এই জেলায় বহু রাজা-জমিদারের বসবাস, এজন্য এ জেলার নাম হয়েছে রাজশাহী। কেউ বলেন রাজা গণেশের সময় (১৪১৪-১৪১৮) রাজশাহী নামের উদ্ভব। ১৯৮৪ সালে রাজশাহীর ৪টি মহকুমাকে নিয়ে রাজশাহী, নওগাঁ, নাটোর এবং নবাবগঞ্জ- এই চারটি স্বতন্ত্র জেলায় উন্নীত করা হয়। ৮. সিরাজগঞ্জ জেলাঃ- বেলকুচি থানায় সিরাজউদ্দিন চৌধুরী নামক এক ভূস্বামী (জমিদার) ছিলেন। তিনি তাঁর নিজ মহালে একটি ‘গঞ্জ’ স্থাপন করেন। তাঁর নামানুসারে এর নামকরণ করা হয় সিরাজগঞ্জ। কিন্তু এটা ততটা প্রসিদ্ধি লাভ করেনি। যমুনা নদীর ভাঙ্গনের ফলে ক্রমে তা নদীগর্ভে বিলীন হয় এবং ক্রমশঃ উত্তর দিকে সরে আসে। সে সময় সিরাজউদ্দীন চৌধুরী ১৮০৯ সালের দিকে খয়রাতি মহল রূপে জমিদারী সেরেস্তায় লিখিত ভুতের দিয়ার মৌজা নিলামে খরিদ করেন। তিনি এই স্থানটিকে ব্যবসা বাণিজ্যের প্রধান স্থানরূপে বিশেষ সহায়ক মনে করেন। এমন সময় তাঁর নামে নামকরণকৃত সিরাজগঞ্জ স্থানটি পুনঃ নদীভাঙ্গণে বিলীণ হয়। তিনি ভুতের দিয়ার মৌজাকেই নতুনভাবে ‘সিরাজগঞ্জ’ নামে নামকরণ করেন। ফলে ভুতের দিয়ার মৌজাই ‘সিরাজগঞ্জ’ নামে স্থায়ী রূপ লাভ করে।









Tamanna

Modarator Team

Total Post: 7639
From
Registered: 2011-12-11
 

রংপুর বিভাগঃ- বাংলাদেশ সরকারের প্রশাসনিক পূণর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (National Implementation Committee for Administrative Reform:NICAR) ২০১০ খ্রিষ্টাব্দের ২৫ জানুয়ারি তারিখে রংপুরকে দেশের সপ্তম বিভাগ হিসেবে অনুমোদন দেয়। এর আগে ২০০৯ খ্রিষ্টাব্দের ১৩ জুলাই তারিখে মন্ত্রীসভার বৈঠকে রংপুরকে বিভাগ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এতে একটি কমিটি তৈরি করা হয় এবং কমিটি ২১ জুলাই তারিখে প্রতিবেদন জমা দেয়। ১. দিনাজপুর জেলাঃ- জনশ্রুতি আছে জনৈক দিনাজ অথবা দিনারাজ দিনাজপুর রাজপরিবারের প্রতিষ্ঠাতা। তাঁর নামানুসারেই রাজবাড়ীতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর। পরবর্তীতে ব্রিটিশ শাসকরা ঘোড়াঘাট সরকার বাতিল করে নতুন জেলা গঠন করে এবং রাজার সম্মানে জেলার নামকরণ করে দিনাজপুর। ২. গাইবান্ধা জেলাঃ- গাইবান্ধা নামকরণ সম্পর্কে কিংবদন্তী প্রচলিত আছ, প্রায় পাচ হাজার বছর আগে মৎস্য দেশের রাজা বিরাটের রাজধানী ছিল গাইবান্ধার গোবিন্দগজ থানা এলাকায়। বিরাট রাজার গো-ধনের কোন তুলনা ছিল না। তার গাভীর সংখ্যা ছিল ষাট হাজার। মাঝে মাঝে ডাকাতরা এসে বিরাট রাজার গাভী লুণ্ঠন করে নিয়ে যেতো। সে জন্য বিরাট রাজা একটি বিশাল পতিত প্রান্তরে গো-শালা স্থাপন করেন। গো-শালাটি সুরক্ষিত এবং গাভীর খাদ্য ও পানির সংস্থান নিশ্চিত করতে। নদী তীরবর্তী ঘেসো জমিতে স্থাপন করা হয়। সেই নির্দিষ্ট স্থানে গাভীগুলোকে বেঁধে রাখা হতো। প্রচলিত কিংবদন্তী অনুসারে এই গাভী বেঁধে রাখার স্থান থেকে এতদঞ্চলের কথ্য ভাষা অনুসারে এলাকার নাম হয়েছে গাইবাঁধা এবং কালক্রমে তা গাইবান্ধা নামে পরিচিতি লাভ করে। ৩. কুড়িগ্রাম জেলাঃ- কুড়িগ্রাম জনপদ বেশ প্রাচীন। কুড়িগ্রাম-এর নাম করণের সঠিক ইতিহাস জানা যায়নি। অনেকে মনে করেন গণনা সংখ্যা কুড়ি থেকে কুড়িগ্রাম হয়েছে। কারো মতে কুড়িটি কলু পরিবার এর আদি বাসিন্দা ছিল। তাই এর নাম কুড়িগ্রাম। কেউ বা মনে করেন, রংগপুর রাজার অবকাশ যাপনের স্থান ছিল কুড়িগ্রাম। প্রচুর বন-জঙ্গল ও ফল মূলে পরিপূর্ণ ছিল এই এলাকা, তাই ফুলের কুড়ি থেকে এর নাম হয়েছে কুড়িগ্রাম। ১৮০৯ সালে ডাঃ বুকালন হ্যামিলটন তাঁর বিবরণীতে বলেছেন-Kuriganj of which the market place is called Balabari in a place of considerable trade (martins Eastern India)। মিঃ ভাস তাঁর রংপুরের বিবরণীতেও এ অঞ্চলকে কুড়িগঞ্জ বলে উল্লেখ করেছেন। কিন্তু কুড়িগঞ্জ নামের উৎপত্তি সম্বন্ধে কেউ কিছুই বলেননি। ১৯৮৪ সালের ২৩ শে জানুয়ারী ‘‘কুড়িগ্রাম’’ মহকুমা থেকে জেলায় উন্নীত হয়। ৪. লালমনিরহাট জেলাঃ- লালমনিরহাট নামকরণ নিয়ে জনশ্রুতি আছে যে, বৃটিশ সরকারের আমলে বর্তমান লালমনিরহাট শহরের মধ্যে দিয়ে রেলপথ বসানোর সময় উল্লিখিত অঞ্চলের রেল শ্রমিকরা বন-জঙ্গল কাটতে গিয়ে জনৈক ব্যক্তি ’লালমনি’ পেয়েছিলেন। সেই লালমনি থেকেই পর্যায়ক্রমে লালমনিরহাট নামের উৎপত্তি হয়েছে। অন্য এক সূত্র থেকে জানা যায়, বিপ্লবী কৃষক নেতা নুরুলদীনের ঘনিষ্ঠ সাথী লালমনি নামে এক ধনাঢ্য মহিলা ছিলেন। যার নামানুসারে লালমনিরহাট নামকরণ করা হয়েছে। ৫. নীলফামারী জেলাঃ- প্রায় দুই শতাধিক বছর পূর্বে এ অঞ্চলে নীল চাষের খামার স্থাপন করে ইংরেজ নীলকরেরা। এ অঞ্চলের উর্বর ভূমি নীল চাষের অনুকূল হওয়ায় দেশের অন্যান্য এলাকার তুলনায় নীলফামারীতে বেশি সংখ্যায় নীলকুঠি ও নীল খামার গড়ে ওঠে। ঊণবিংশ শতাব্দীর শুরুতেই দুরাকুটি, ডিমলা, কিশোরগঞ্জ, টেঙ্গনমারী প্রভৃতি স্থানে নীলকুঠি স্থাপিত হয়। সে সময় বৃহত্তর রংপুর অঞ্চলের মধ্যে নীলফামারীতেই বেশি পরিমাণে শস্য উৎপাদিত মাটির ঊর্বরতার কারণে। সে কারণেই নীলকরদের ব্যাপক আগমন ঘটে এতদঅঞ্চলে। গড়ে ওঠে অসংখ্য নীল খামার। বর্তমান নীলফামারী শহরের তিন কিলোমিটার উত্তরে পুরাতন রেল স্টেশনের কাছেই ছিল একটি বড় নীলকুঠি। তাছাড়া বর্তমানে অফিসার্স ক্লাব হিসেবে ব্যবহৃত পুরাতন বাড়িটি ছিল একটি নীলকুঠি। ধারণা করা হয়, স্থানীয় কৃষকদের মুখে ‘নীল খামার’ রূপান্তরিত হয় ‘নীল খামারী’তে। আর এই নীলখামারীর অপভ্রংশ হিসেবে উদ্ভব হয় নীলফামারী নামের। ৬. পঞ্চগড় জেলাঃ- “পঞ্চ” (পাঁচ) গড়ের সমাহার “পঞ্চগড়” নামটির অপভ্রমংশ “পঁচাগড়” দীর্ঘকাল এই জনপদে প্রচলিত ছিল। কিন্তু গোড়াতে এই অঞ্চলের নাম যে, ‘পঞ্চগড়ই’ ছিলো সে ব্যাপারে সন্দেহর কোন অবকাশ নেই। বস্তুত ভারতীয় উপমহাদেশে “পঞ্চ” শব্দটি বিভিন্ন স্থান নামের সঙ্গে যুক্ত হয়েছে। যেমন- পঞ্চনদ, পঞ্চবটী, পঞ্চনগরী, পঞ্চগৌড় ইত্যাদি। “পঞ্চনগরীর” দূরত্ব পঞ্চগড় অঞ্চল থেকে বেশি দূরে নয়। পঞ্চগড় জেলায় বেশ কিছু গড় রয়েছে তাদের মাঝে উল্লেখ করার মত গড় হল ভিতরগড়, মিরগড়, রাজনগড়, হোসেনগড়, দেবনগড়। ‘পঞ্চ’ অর্থ পাঁচ, আর ‘গড়’ অর্থ বন বা জঙ্গল। ‘পঞ্চগড়’ নামটি এভাবেই এসেছে। ৭. রংপুর জেলাঃ- রংপুর নামকরণের ক্ষেত্রে লোকমুখে প্রচলিত আছে যে পূর্বের ‘রঙ্গপুর’ থেকেই কালক্রমে এই নামটি এসেছে। ইতিহাস থেকে জানা যায় যে উপমহাদেশে ইংরেজরা নীলের চাষ শুরু করে। এই অঞ্চলে মাটি উর্বর হবার কারণে এখানে প্রচুর নীলের চাষ হত। সেই নীলকে স্থানীয় লোকজন রঙ্গ নামেই জানত। কালের বিবর্তনে সেই রঙ্গ থেকে রঙ্গপুর এবং তা থেকেই আজকের রংপুর। অপর একটি প্রচলিত ধারনা থেকে জানা যায় যে রংপুর জেলার পূর্বনাম রঙ্গপুর। প্রাগ জ্যোতিস্বর নরের পুত্র ভগদত্তের রঙ্গমহল এর নামকরন থেকে এই রঙ্গপুর নামটি আসে। রংপুর জেলার অপর নাম জঙ্গপুর । ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব থাকায় কেউ কেউ এই জেলাকে যমপুর বলেও ডাকত। তবে রংপুর জেলা সুদুর অতীত থেকে আন্দোলন প্রতিরোধের মূল ঘাঁটি ছিল। তাই জঙ্গপুর নামকেই রংপুরের আদি নাম হিসেবে ধরা হয়। জঙ্গ অর্থ যুদ্ধ, পুর অর্থ নগর বা শহর। গ্রাম থেকে আগত মানুষ প্রায়ই ইংরেজদের অত্যাচারে নিহত হত বা ম্যালেরিয়ায় মারা যেত। তাই সাধারণ মানুষ শহরে আসতে ভয় পেত। সুদুর অতীতে রংপুর জেলা যে রণভূমি ছিল তা সন্দেহাতীত ভাবেই বলা যায়। ত্রিশের দশকের শেষ ভাগে এ জেলায় কৃষক আন্দোলন যে ভাবে বিকাশ লাভ করে ছিল তার কারণে রংপুরকে লাল রংপুর হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। ৮. ঠাকুরগাঁও জেলাঃ- ঠাকুরগাঁও এর আদি নাম ছিল নিশ্চিন্তপুর। ঠাকুরগাঁওয়ের নামকরণের ইতিহাস সম্পর্কে আর যা পাওয়া গেছে তাহলো, বর্তমানে যেটি জেলা সদর অর্থাৎ যেখানে জেলার অফিস-আদালত অবস্থিত সেখান থেকে ৮ কিলোমিটার উত্তরে আকচা ইউনিয়নের একটি মৌজায় নারায়ণ চক্রবর্তী ও সতীশ চক্রবর্তী নামে দুই ভাই বসবাস করতেন। সম্পদ ও প্রভাব প্রতিপত্তির কারণে তারা সেই এলাকায় খুব পরিচিত ছিলেন। সেখানকার লোকজন সেই চক্রবর্তী বাড়িকে ঠাকুরবাড়ি বলতেন। পরে স্থানীয় লোকজন এই জায়গাকে ঠাকুরবাড়ি থেকে ঠাকুরগাঁও বলতে শুরু করে। ১৯৮৪ খ্রিস্টাব্দের ১ ফেব্রুয়ারী ৫টি থানা নিয়ে ঠাকুরগাঁও জেলা হিসেবে আত্মপ্রকাশ করে।









Tamanna

Modarator Team

Total Post: 7639
From
Registered: 2011-12-11
 

সিলেট বিভাগঃ- ১৯৯৫ খ্রিস্টাব্দের ১ আগষ্ট সিলেট দেশের ষষ্ঠ বিভাগ হিসাবে মর্যাদা পায়। ১. হবিগঞ্জ জেলাঃ- সুফি-সাধক হযরত শাহজালাল (রঃ) এর অনুসারী হযরত সৈয়দ নাসির উদ্দীন (রঃ) এর পূর্ণস্মৃতি বিজড়ি খোয়াই, কারাঙ্গী, বিজনা, রত্না প্রভৃতি নদী বিধৌত হবিগঞ্জ একটি ঐতিহাসিক প্রাচীন জনপদ। ঐতিহাসিক সুলতানসী হাবেলীর প্রতিষ্ঠাতা সৈয়দ সুলতানের অধঃস্তন পুরুষ সৈয়দ হেদায়েত উল্লাহর পুত্র সৈয়দ হাবীব উল্লাহ খোয়াই নদীর তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন। তাঁর নামানুসরে হবিগঞ্জ নামকরণ করা হয়। ১৯৮৪ খ্রিস্টাব্দের ১ মার্চ হবিগঞ্জ জেলায় উন্নীত হয়। ২. মেীলভীবাজার জেলাঃ- হয়রত শাহ মোস্তফা (র) এর বংশধর মৌলভী সৈয়দ কুদরতউল্লাহ অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি মনু নদীর উত্তর তীরে কয়েকটি দোকানঘর স্থাপন করে ভোজ্যসামগ্রী ক্রয় বিক্রয়ের সুযোগ সৃষ্টি করেন। মৌলভী সৈয়দ কুদরতউল্লাহ প্রতিষ্ঠিত এ বাজারে নৌ ও স্থলপথে প্রতিদিন লোকসমাগম বৃদ্ধি পেতে থাকে। ক্রেতা-বিক্রেতার সমাগমের মাধ্যমে মুখে মুখে ছড়িয়ে পড়ে মৌলভীবাজারের খ্যাতি। মৌলভী সাহেবের প্রতি কৃতজ্ঞতা স্বরুপ এই অঞ্চলের নাম হয় মৌলভীবাজার। ১৯৮৪ খ্রিস্টাব্দের ২২শে ফেব্রুয়ারী মৌলভীবাজার মহকুমাটি জেলায় উন্নীত হয়। ৩. সুনামগঞ্জ জেলাঃ- ‘সুনামদি’ নামক জনৈক মোগল সিপাহীর নামানুসারে সুনামগঞ্জের নামকরণ করা হয়েছিল বলে জানা যায়। ‘সুনামদি’ (সুনাম উদ্দিনের আঞ্চলিক রূপ) নামক উক্ত মোগল সৈন্যের কোন এক যুদ্ধে বীরোচিত কৃতিত্বের জন্য সম্রাট কর্তৃক সুনামদিকে এখানে কিছু ভূমি পুরস্কার হিসাবে দান করা হয়। তাঁর দানস্বরূপ প্রাপ্ত ভূমিতে তাঁরই নামে সুনামগঞ্জ বাজারটি স্থাপিত হয়েছিল। এভাবে সুনামগঞ্জ নামের ও স্থানের উৎপত্তি হয়েছিল বলে মনে করা হয়ে থাকে। ৪. সিলেট জেলাঃ- প্রাচীন গ্রন্থাদিতে এ অঞ্চলকে বিভিন্ন নামের উল্লেখ্য আছে। হিন্দুশাস্ত্র অনুসারে শিবের স্ত্রী সতি দেবীর কাটা হস্ত (হাত) এই অঞ্চলে পড়েছিল, যার ফলে ‘শ্রী হস্ত’ হতে শ্রীহট্ট নামের উৎপত্তি বলে হিন্দু সম্প্রদায় বিশ্বাস করেন। খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের ঐতিহাসিক এরিয়ান লিখিত বিবরণীতে এই অঞ্চলের নাম “সিরিওট” বলে উল্লেখ আছে। এছাড়া, খ্রিস্টীয় দ্বিতীয় শতকে এলিয়েনের (Ailien) বিবরণে “সিরটে”, এবং পেরিপ্লাস অব দ্যা এরিথ্রিয়ান সী নামক গ্রন্থে এ অঞ্চলের নাম “সিরটে” এবং “সিসটে” এই দুইভাবে লিখিত হয়েছে। অতঃপর ৬৪০ খ্রিস্টাব্দে যখন চীনা পরিব্রাজক হিউয়েন সাং এই অঞ্চল ভ্রমণ করেন। তিনি তাঁর ভ্রমণ কাহিনীতে এ অঞ্চলের নাম “শিলিচতল” উল্লেখ করেছেন তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দীন মুহম্মদ বখতিয়ার খলজী দ্বারা বঙ্গবিজয়ের মধ্য দিয়ে এদেশে মুসলিম সমাজব্যবস্থার সূত্রপাত ঘটলে মুসলিম শাসকগণ তাঁদের দলিলপত্রে “শ্রীহট্ট” নামের পরিবর্তে “সিলাহেট”, “সিলহেট” ইত্যাদি নাম লিখেছেন বলে ইতিহাসে প্রমাণ মিলে। আর এভাবেই শ্রীহট্ট থেকে রূপান্তর হতে হতে একসময় সিলেট নামটি প্রসিদ্ধ হয়ে উঠেছে বলে ঐতিহাসিকরা ধারণা করেন। এছাড়াও বলা হয়, এক সময় সিলেট জেলায় এক ধনী ব্যক্তির একটি কন্যা ছিল। তার নাম ছিল শিলা। ব্যক্তিটি তার কন্যার স্মৃতি রক্ষার্থে একটি হাট নির্মাণ করেন এবং এর নামকরণ করেন শিলার হাট। এই শিলার হাট নামটি নানাভাবে বিকৃত হয়ে সিলেট নামের উৎপত্তি হয়। তথ্য সূত্রঃ -জেলা তথ্য বাতায়ন, বাংলা পিডিয়া, উইকিপিডিয়া, যশোর ইনফো, নেত্রকোণার আলো এবং বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত।









Tamanna

Modarator Team

Total Post: 7639
From
Registered: 2011-12-11
 

7 of the 64 districts have consistently highlighted the brief history of naming. by net 1. Barisal Division II. Division 3. 4. Dhaka. Khulna Division 5. Rajshahi Division 6. Rangpur bhibhaga and 7. Sylhet. Bibhagah Barisal Barisal Division was established in 1993. Barisal, Barguna, Jhalakathi, Patuakhali, Pirojpur, Barisal and Bhola districts of the 6th Division was formed. Finally, Barisal City Corporation was founded in 000. 1. Though there is no definitive information on the name of Barguna Barguna jelah revealed that the northern regions of the timber to timber traders flashy khakadona come over here would not have waited for the favorable flow or large Yelled to the name of the stream, according to gonakaro in contrast to the sourcing (rope) had to drag the boat to cross the name of Barguna. Some called Barguna Barguna after a prominent Rakhine residents. Again, no one called Barguna some woodcutters were given after the name of Barguna. II. There are several differences about the name jelah Barisal Barisal. According to one legend, before the trees grown too big shawl, and due to the large sal trees (big + shawl) Barisal origin of the name. Some claimed, Portuguese and Shelley Berry has been named Barisal for romance. According to another legend, girade port (Great Port), Dhaka Nawab big salt was shelling and patrol. British and Portuguese merchants large salt caukike 'barisalta' said. Ie pill (large) + salt (salt) = barisalta. Some idea of ​​the salt was danagulo 'barisalta were called. Barisalta later to be known as the term was changed to Barisal. 3. Bhola Bhola district jelah common folklore that the naming of a permanent, Bhola betuya the canal flowing through the city was now narrow. Once it was known as the betuya river. The ferry boat to cross the river was. The ferry boats used to ferry people to the old boatman. Gazi ferryman, his name was forgotten. Yogiragholera was now near his dormitory. Gazi district was named after the name of the local district. The district is known as the abdi. 4. Jelah district Jhalokati name is intertwined with the history of the coastal communities in the district. During the Middle Ages the next evening, Sugandha, dhanasimri Bishkhali river and fishermen settled in the area. Its ancient name was' Maharajganj. Shri Kailash Chandra Maharajganj landlords having to carry out a meeting place and then he built a fort or a market. Fishermen in the areas of twigs sold a net. Jhalokathi the net from the stick phases is believed to be named. However, fishermen from different places come here for fishing and river Sugandha lived as nomads. In recognition of the professional fishermen in the region was called "jhalo. The fishermen then clear forests to build permanent settlements. Thus jhalo from prison, and cutting down the forest to build settlements due to be introduced jhalakati origin of the word is the word cut. Subsequently, on 1 February 1984 Jhalokathi jhalakati is converted abuse became a full-fledged district. 5. According to the historical events that there jelah Patuakhali, Bhola was Chandradwip include state. Nearly three hundred years of history behind the naming of Patuakhali lunatana torture is known to have been involved. Patuakhali river is flowing on the north side of the city was formerly known as Canal bharani. Since the beginning of the sixteenth century Portuguese pirates tortured and killed indiscriminately in the area adjacent to the canal, by the way, come play plunder. Local people Raiders' natuya "he said and called on the canal natuyara Canal. Reportedly, the "natuyara canal" next to the canal is named after the area in Patuakhali. 6. Pirojpur jelah "Feroze Shah's regime downstream from the Ferozepur, banians change the cycle leg of the Pirojpur choyaca" Pirojpur naming a formula can be found from the above assertion. Helal Uddin, a giant stick on the local sakhari seya himself as a descendant of the Mughal dynasty, is known to have claimed. Subedar Shah of Bengal .. Shuja was defeated by Aurangzeb, the commander of the southern region of Mir Jumla came and went into hiding. At one point, a fort built on the bank of the river Sugandha Nalchity stayed for some time. Mir Jumla forces also raided, Shah Shuja and his two daughters fled Arakan State. He was killed in another's conspiracy. Sisupratra left behind his wife and one to flee. Later, they move slowly moves to the west and the mouth of the river Damodar Pirojpur nearby dormitory was built. The baby was named after him was Feroz and Ferozepur. Phirojapurera time evolution of the name 'Pirojpur. October 8, 1959 Pirojpur Pirojpur district in 1984, and later was converted. Chittagong bibhagah 1. There is a legend about the naming jelah Bandarban Bandarban district, in the face of conventional fairy-area residents lived in the area during the numerous monkeys. E-hand side of the entrance to the town of monkeys came to eat salt regularly. At one time the rains increased the water rhyme rhyme fringe group of monkeys could not go to the mountain, crossed rhyme with each other over the row. The people of this town are crossing rdasya dhekate monkey rhyme. From this place, "myaakachi rhyme" to be known as. Ew means myaaka in Marma means monkey, and bounded rationality. Over time, banla speaking accent in this area came to be known as the name of the Bandarban. However, in Marma bandarabanera real name, "the abolition of the kyaoci cimro. II. Jelah Brahmanbaria district in 1984, emerged as braksmabariya. Before that it was a subdivision of Comilla district. Brahmanbaria district was unable to find the true history of naming, if you know, please tell us. 3. In 1779, the British surveyor jelah Chandpur Major James Rennell tatkalani Bengal during the British rule that was drawing the map of the town of Chandpur was an obscure name. Narsinghpur south of Chandpur when the (now disappeared loss) was at Chandpur offices. Padma and Meghna confluence was found about 60 miles south-west from batrmana. Meghna river in the area of ​​sport shield disappeared. Bhuiyans times during the assessment of the region was occupied by camdarayera overload region. According to historian JM Sengupta camdarayera after an assessment of the region's name. It campurera (koraliyara) purindapura Fakir Chand locality after an assessment of the region's name. According to some, the moon, one of Ahmed Shah prasasaka a river port on the way here from Delhi, was built in the fifteenth century. Chandpur after him. In 1878, the first assessment of the subdivision. On October 1, 1896 was declared a municipality in Chandpur town. On 15 February 1984, emerged as the Chandpur district. 4. Chittagong, Chittagong jelah was found about 48 names. The ramyabhumi, catigam, catagao, rosam, citaganja, etc. jatigrama. Chittagong, with the origin of the name there is disagreement among experts, scholars barnolira, according to the Arabic 'syata (part of) the meaning of the delta, the Ganges money from Gangan Chittagong origin of the name. According to the thirteenth century, one of the twelve saints came to preach Islam in the region. They had set up a large lamp or lamp burning. Chittagong regional language 'box' means a lamp or lamp ebam Gaon village money. The name "catigamo". According to the founder of the Asiatic Society by Sir William Jones, a small bird in the area of ​​origin of the name from the name of Chittagong. Chittagong is part of the Mughal empire in 1666 AD. Arakan was named by defeating the Mughal Islamabad. In 1760, Mir Qasim Ali Khan, Islamabad handed over to the British East India Company. Chittagong was named after the company. 5. AD, it was part of the ancient town of Comilla jelah and later it became part of the state of Tripura. There are many common folk in Comilla name, which is significant in the history of the Chinese traveler Wang coyam by March Samatata state. His description of the Kia-mall-nkiya (Kiamolonkia) is called in the description of what has been named kamalanka or district. In 1984, emerged as the Comilla district. 6. Cox jelah byabasayi and Evangelist 8th century Arab port of Chittagong and Aaqib came. Cox's Bazar area at the port between the two comes in close contact with the Arabs. In the ninth century, the greater Chittagong including Cox harikelara Kantideva is ruled by a king. 930 AD, the king of Arakan sulata after taking possession of the Anglo Chittagong and Cox's Bazar is part of the kingdom of Arakan. Rarmaraja bodhapaya occupied Arakan in 1784. In 1799, nearly 13 thousand arakani barmarajera to escape and fled from Cox's Bazar. Eder for the Rehabilitation of the East India Company appointed Hiram kaksake. Hiram Cox died before the end of the process of rehabilitation. Cox for his contribution to the process of rehabilitation market, a market was established. The origin of the name Cox's Bazar to-market. 7. Jelah Feni Feni Feni river was named after the name of the region. Medieval poets and writers of poetry and literature, as well as a special terminal paraparera and Feni river srodadha we get phani term. Kavindra sixteenth century poet, wrote the description of the Holy paragalapurera, "phani sides of the river surrounded, before crossing mahagiri to see." The seventeenth century by Mirza Nathan fa 'baharisthana-e-gayerite' phani sound is turned Feni. Sesa ataro century, the poet Pir Ali Reza expressed his poor settlements Kanu hajigamoyera describe the US wrote, "one of the greatest upama south of Feni, hajigamo karichila the name of the country." His father, Mohammad Mukim barnanakale settlement, "said Feni pascimabhaage jugidiya Country ............... .. Needless to say they have used the word Feni rivers sense. Muslim poets in the original word 'phani' Feni has become. 8. Khagrachari Khagrachari jelah the name of a river. Khagrachari due to be known as Reed River Forest. 9. Jelah Laxmipur Laxmipur district could not find the true history of naming, if you know, please tell us. 10. Jelah ancient name of Noakhali Noakhali district Bhulua. Noakhali Sadar Police Station's original name was Sudharam. According to historians, the Dakatia river water flowing from the hills of Tripura on the north-eastern part of Bhulua bhayabahabhaabe widespread loss of agricultural land flooded as a means of salvation from karee a large canal was dug in 1660, which is the flow of water from the river dakatia ramaganjha, soimuri and Chaumohani the Meghna and Feni river that flows. Canal district in the vast "Noah (the New), canals, were called the" Bhulua the name was changed in 1668 to be known as Noakhali. 11. Rangamati Rangamati jelah Bilu Kabir, writing the name of 'Bangladesh district: the naming of the history of the book is known that the mountains were formed in the area tarasiyari era. The main exception is the color of the soil and the characteristics of this era red or flushed. The area was flushed red ocher red soil of this town has been named in Rangamati. Indicators include the name of the other conventional kathaparampara the Rangamati district on the east side was a rhyme, which is now submerged in the lake. Transparent water of the lake on the slopes of the red or drift ghatato Rangamati, he looked red. So this was the name rhymes' Rangamati. There was one more than the west of the district headquarters. His name was similar to the 'ranapani. The two red hand estuary bamkei the district has developed. Tyler unsettled sum which was originally one of the many scenic valleys bismayabhumi. These two rhymes in Rangamati and ranapani 'Rangamati district is believed to have been named. Rangamati Hill District was formed in 1983.









Tamanna

Modarator Team

Total Post: 7639
From
Registered: 2011-12-11
 

Dhaka bibhagah 1. Dhaka, Bangladesh's capital Dhaka jelah the pre-Mughal era in the history of the town, some gurutbadharana but became famous Mughal era. Very little is known about the origin of the name of the country is not clear. Some of these are as follows: Common matagulora a) once in the region, a lot of tree cover (diaper phudosa) was; B) the opening of the capital to cover the order of the day, Islam Khan was playing drums; C) dhakabhasa 'as a vulgar language was common here; D) rajatarangini dhakka term 'observatory' has been referred to as the Allahabad inscription or in the eastern state of Samudragupta dabakai Dhaka. Legend has it that King Ballal Sen of the Sena dynasty on the banks of the Buriganga River during a visit to the area adjacent to the forest and find the idol of the Hindu goddess Durga. Goddess Durga is a temple in honor of the King Ballal Sen was founded. Since the idol of the goddess was found covered or hidden so the name of the temple Dhakeshwari. Over time, the name of the country from the name of the temple as a place to build a lot of otheabara According to historians, the capital of Mughal emperor Jahangir was appointed as the capital of Bengal, as an expression of joy at the Subedar Islam Khan 'drum' playing ordered. Playing the drums, and it became the story of the elders kimbadandira the name of the city was covered. Note here that, since 1610, Islam Khan Chishti Subah Bengal Rajmahal to Dhaka, the capital, and was named after the emperor Jahangirnagar. II. Faridpur Faridpur jelah has been named after the famous Sufi saint Shah, Sheikh phariduddinera. 3. Gazipur jelah Bilu Kabir, writing the district: the naming of the history of the book, according to Ghazi Muhammad bin Tughlaq rule, a Muslim wrestler, and he settled in the region long ruled with success. The wrestler / Pahlwan Ghazi oral legend that is named after the region was named in Gazipur. Another rumor was such a vassal emperor Akbar Issa Khan cabibasa Parganas. The boy's name was a follower of Isaiah khamrai Fazl Ghazi. Claimant who was the first 'major'. Associated with his name or the name of 'Ghazi' from the title and was named the region in Gazipur. Gazipur Joydebpur name was the name of the region. This is why Joydebpur name, were long, when, and why it was not relevant and should read as well. Joy Narayan Roy Chowdhury was Bhawal overload. Joy Narayan Roy Chowdhury pirabari to live in a house built in the village. The village is on the southern bank of the river cilai. At the time, the landlord's name in harmony with the region named "Joydebpur 'and the name was in force until the subdivision. When jayadebapurake subdivision is developed, then the name is changed Joydebpur. However, many districts still atitakatara-aitihyamukhi locals 'Joydebpur''ve said that. Gazipur Sadar Railway Station is still Joydevpur railway station. After detailed discussion, however, is to say, Gazipur and also the name of claimant Joydebpur previous name. Gazipur district on March 1, 1984 AD and 013 AD rose 7 January: The City Corporation was announced Monday. 4. Jelah Gopalganj Gopalganj district contains the city's ancient history. Gopalganj district in the past Rajganj market today. Today, almost a century before the city, which means that there was nothing here. It was just a small introduction to the market. Rani Rashmoni eancalati makimapura area of ​​State overload. Rashmoni The Queen, daughter of a fisherman was. Sepoy Mutiny's life was saved when he was a high-ranking British. Later, as the British government awarded him the landlords pradara rasamanirake makimapura State and was awarded the title of the Queen. Rani Rashmoni was the name of one of the newly-grandson Gopal Loving his grandson's name and the name of the grandson of the old history to commemorate 'Gopal' section with her first Rajganj the 'fort', was named the new space added in Gopalganj. Gopalganj district was created in 1984 from part of Faridpur district. 5. Jamalpur jelah saint saint Hazrat Shah Jamal (s) punyasmrti intricate scenic beauty of the mountains at the foot of the Jamuna-Bhramaputra drained by garo 0-th district of Jamalpur. Hazrat Shah Jamal (R) is named after the Jamalpur. 6. Jelah Kishoreganj Kishoreganj subdivision was born in 1860 AD. The subdivision was the first administrator, Mr. bakasela. Kishoreganj include the tidal current was Hossainpur Parganas. Kishoreganj area at the end of the eighteenth century 'katakhali was called. The tradition of historians of ideas and some say the landlord brajakisora ​​nandakisora ​​Pramanik "teenager" and established his hat or a city 'Ganj add Kishoreganj is named. 7. Jelah Madaripur Madaripur district, a historic town was thriving. The fifteenth century saint Hazrat Shah Badruddin mother (s) of this district is named after. Madaripur Idilpur ancient name. Madaripur district in 1984, has been recognized as. 8. Manikganj jelah murata Sanskrit 'midst' is the word from the word jewel. The amethyst ruby ​​jewel. French term Ganj. Manikganj name still rahasyabrta rtpatti history. In the first half of the eighteenth century Sufi saint Shah singair at Manik manikanagare karenakarao came and started preaching Islam, according to established Khanka Send durdharsa leader Manik Dhali Manikganj after the origin of the name. According to others, the Nawab Siraj-ud-Daulah's killer bisabasa Manik Chand his gratitude to the namanusare Manikganj subdivision was named in May 1845. Manikganj subdivision relate to the naming of three separate and estimates based on local tradition. There was no historical basis, but Manik Shah, Manikganj subdivision named after reportedly relate to events and images that can be found are considered to be correct. 9. Munshiganj Munshiganj jelah Idrakpur ancient name. During the reign of Mughal This was a man named Haider Hossain Munshi Idrakpur village. He was appointed faujdar by the Mughal rulers. Haider Hossain Munshi was very good and philanthropic Munshiganj idrakapurera name. Some landed Inayat Ali Munshi was named after the sandpit. 10. Jelah Mymensingh Mymensingh district, in the name of historians have different opinions. Syed Alauddin Hussain Shah, Sultan of Bengal during the sixteenth century, his son Syed Nasiruddin Shah nasarata for the New State established in the region, the creation of the nasaratasahi or the name of Nasirabad. Salim era as a source of Nasirabad, Nasirabad somewhere other than the name of the educational institution today is not the word. Rennell's map, published in 1779, the name momesim Mymensingh "refers ancalakei. Before that law-i-Akbari 'mihamanasahi' and 'manamanisinha "Soccer is written as Bazuha Parganas. Mayamanasinhakei is present. 11. In 1766 the leader of the Hindu community in Narayanganj jelah Beacon Lal Pandey (flute or laksinayayana Thakur Thakur) from the East India Company took control of the region. Lord Narayana by a will to bear the cost of the service market is located on the banks of the river Shitalakha declared temporality. Narayanganj is the name of the place. 1. Netrokona jelah Netrokona naterakona the name of the village was named. 13. Narsingdi jelah have spoken in the past, the region was ruled by a king named Narasimha. Raja Narasimha estimated at the beginning of the fifteenth century on the west bank of the ancient river byaksmaputra Narsinghpur a small city named after him karechilenaa established name appears in Narsingdi. Narasimha with the name of 'the' has been added in Narsingdi. Narasinhadi exists changed the word "Narsingdi". 14. Kumar was named after the king's palace jelah the sun. Raja Kumar sun grandfather Nawab Siraj-ud-Daulah's rajakarmi prabhurama for any reason during the Battle of Plassey, the British aversion laksikole S. went into hiding. Dbigendra offered his son built the landlords in the region. His son, King sun welfare activities in 1885, Kumar received the title of king. In 1984, the district was declared on March 1. 15. As well as leader of the anti-British movement jelah Shariatpur Faraizi Shariatpur is named after Haji Ullah law. Shariatpur district inaugurated on March 1st 1984, the then Minister of Information, Mr. Nazim Uddin Hashim. 16. Sherpur jelah Nawab of Bengal during the last landlord, Sher Ali Gazi, Gazi ten kahaniya occupied territory ruled independently. This is the name of Sher Ali Gazi of the ten kahaniyara Sherpur. 17. There are different opinions about the name and bahujanasruti jelah Tangail Tangail. Rennell's map published in 1778 showed that the entire ancalakei atiya. Tangail before AD 1866, in the name of the identity of an individual is not available. In Tangail name came to be known on November 15, 1870, from the time of the transfer of the sub-divisional headquarters atiya from Tangail. According to the author of the history of the district Mr. Khandaker Abdur Rahim, the British people during the height of the country instead of the word 'tension' words were more accustomed to using. Tangail region is still 'pull' words are introduced. The attack was connected to the word pull the Isle of Wight. The tension has been converted ailati Tangail. Named after the district have expressed different opinions at different times of the bibhinnajane more. According to some, the center of British rule of the Mughal administration atiyake shelter when the region becomes autism-clot. At that time, the only horse to ride garichila, local people said that the current Tangail 'tonga'. Tonga in the region until the middle of the current century, the movement of the vehicle onto the ground everywhere. In this context, the word moves. Tangail region of the current can be added to the name of the al-term. Isle of local pronunciation guide which is likely to limit the meaning of the word. The border is tied to a place called the Isle of him. Tangaoyaladera housing constitutes the "Isle of Tonga +" has been added to the 'Tangail' ematati many harbor. Isle of land associated with the term. Locally the term widely used term. According to the natural topography of the land in the district and the ramp up. The tension is locally synonyms. So this is why landforms in the region before the "Isle of tension were called. Tangail, which has been changed.









Tamanna

Modarator Team

Total Post: 7639
From
Registered: 2011-12-11
 

Khulna bibhagah 1. Bagerhat jelah daratana tigers live in terrible side-by-turn took place in the Green River syamale full name of the bug hat hat. At one time or the representative of the city of Bagerhat was Khalifatabad. Khan Jahan Ali (R) as a representative of the region was ruled by the Sultans of Gaur. Some, Barisal, Bagerhat ruler Agha was named after Baker. Some said Khan Pathan jayagidara Bakir said after the Bagerhat. According to others, the tiger sound Bagerhat name. There are reportedly Khan Jahan Ali (R), a bug (garden, Persian word) or the gardens. Bug sound Bagerhat. Kao the turn of the river, which took place bamkerahata market. Bamkerahata hahate Bagerhat. II. Chuadanga district named jelah have spoken about that, in the name of the place names in Chuadanga Mallick Mallick has cungo progenitor. Cungo the Mallik 1740 AD, his wife, three sons and a daughter Nadia and Murshidabad district in the Indian territory itebari Maharajpur Mathabhanga river from the village come here the first settlement. In 1797, a record of the name of the place is mentioned in cungodanga. Translation from Persian to English pronunciation is distorted due to the name of the district. There are two possible reasons for naming Chuadanga. Chua <caya has Chuadanga. 3. Jessore Jessore jelah a separate district in 1781 and emerged as the country's first district. Bangladesh's war of independence from the Jessore district. Jessore, a ancient town Samatata. The name is too old. Jessore different opinions about the origin of the name is available. Jessore (jesinare), the Arabic word meaning Sacco. It is estimated that the village name Pir Khan Jahan Ali (1398 AD). Once across the river, canal district was full. Sacco was built on the river or canal. Khan Jahan Ali Sacco bamboo built across the river Bhairab muralite came to be known. The origin of the name of bamboo Sacco Jessore. However, this number is very low, according to supporters. Iran and the Arab name of a place on the border with the district of Jessore any relationship can not be established. Khan Jahan Ali was already the name of Jessore. Many expressed the opinion that, after the fall of pratapadityera camcarara was called the King of kings, Jessore. A portion of the property of the king of Jessore pratapaditya they won the crown. This seems like the right. J, oyestalyanda mentioned on page 193 of his report, Jessore, before Roy King Pratapaditya district including Kasba village. Bangaon 1866-1868 epoch-Jessore road surface is produced. Jessore-Khulna 76 pages of history are written, "pratapaditya written before the book is written in Jessore." Change the name of the normal course of time. 4. In ancient times, the north-west side of the jhinaidahera Jhenaidaha jelah Nabaganga workers settled in the river mussels were known to be picked up there. Kolkata traders to buy oyster pearl oysters used to come here for sanagraharera. He points to the availability of oysters was called jhinukadaha. According to many jhinukake jhinei regional languages ​​or Jhinai said. This means a large body of water, which the body Farsi word arta village. In that sense, oyster or mussel village pond mussel that body. Which has been transformed into the body mussels and jhinukadaha or jhineidaha jhenaidah today. 5. Hazrat Pir Khan Jahan Ali, Khulna jelah (s.) Drained by memories and Bhairab-Rupsha in Khulna city municipal heritage distinguished history in many ways. There are different opinions about the origin of the name in Khulna. One of the most discussed matagulo: village 'Kismat Khulna Khulna Khulna; Dhanapati saodagarera created in the name of his second wife Khullana 'khullanesbari Kali temple from the country; In 1766, phalamautha 'Culnea written record of the ship's crew rescued from the word Khulna. Khulna from Jessore-Culna words written on the map of British rule - which researchers will determine what is true. 6. There are various stories about the naming of jelah Kushtia Kushtia district, Kushtia one-time coaster (jute) was cultivated in the district of origin of the sound Coast. Hamilton's Gazetteer Note that the local people called it kusti. Kusti has been named to the Kushtia. Kushtia district was formed in 1984 with 6 stations. 7. Jelah Magura Magura town developed from ancient times to today, where the emphasis was too much. When joining an accurate count of how difficult it has been named Magura. An ancient village of Magura. Magura was divided into two parts. The east and west Magura Magura Sadar sub-division of the ravine. Meaning ravine or shataranji weaving mats. The name of the community that lived in the ravine mats Magura Magura was a ravine. A mug of Arakan town agura Dharmadas come from any corner of purbha directly on the banks of the river Gorai village prabhuti khulumabari occupied. They called him the fief mug. According to some audacious Magura from the origin of the name. Once upon a time people can be heard in the face of the bill was Magura in the bill would be a lot of catfish. Catfish fish from the name of the origin of the name can be Magura. Historians differ about the origin of the name am in Magura. Magura district on March 1, 1984, is to promote subdivision. 8. Meherpur Meherpur jelah estimates based on the data received so far about the name. The first Islamic preacher named marabesa Meher Ali Nadia is in keeping with the name of one person. Mihir and his daughter-in-khana second bacanakara lived in this city that are prevalent. Mihirapura and later from mihirera name is Nadia. 4 February 1984, received the status of Meherpur district. 9. Jelah of Narail Narail named aitihasikabidara expressed different opinions. Legend nariyala Fakir blessed to stick nariyala origin of the name. So blessed is the name of the nariyala nariyala Fakir. Nariyala garbled Narail from the elders. 10. The original name was sataghariya jelah Satkhira district. Bishnu Chakraborty, Nadia King Krishnachandra time permanent settlement in 1772 as an employee of the auction and buy this Parganas village was established. Kulin Brahmin brought his son Pran Nath Chakraborty sataghara sataghariya name from the established Parganas.









Tamanna

Modarator Team

Total Post: 7639
From
Registered: 2011-12-11
 

Rajshahi bibhagah 1. BMW AD 12811290 jelah dillari ghiyasuddin balban II, the son of Sultan Sultan Nasiruddin bagara Khan was appointed governor of Bengal. Bogra district have been named after him. II. Jelah Joypurhat district could not find the true history of naming, if you know, please tell us. 3. Jelah Naogaon Naogaon has been the origin of the word 'art' (the New) and village (g) the French word by word. Naogaon means the New Village. Upazila of Naogaon district on March 1, 1984, 11 became. 4. Jelah Natore Natore district, passing the name of the river that flows from the so-called Narada river in Natore 'origin of the word. According to the researchers, neither the sound of the original language. Natore due to pronunciation. Natore region to move down because it was almost impossible. Neither was called to convey the depth habitation. Neither money inaccessible. Another play-sponsorship for the landlords have reportedly developed baijibari, natipara national culture. Natore word from the nine neighborhood is expected to utpaddi. Natore in 1984 became a full-fledged district. 5. Nawabganj jelah 'Chapainawabgonj the name sampratikaleraei area "was known as Nawabganj. Campaiganja named to know about the pre-British period was in the region of Murshidabad was the royal promenade and the daudapura village in Sadar upazila. Nababara them to a pot-ally and the Council to come here with the name Nawabganj. Maheshpur village in the district during the period of the history of Nawab campabati some say 'camparani or campabai called lived in a beautiful baiji. Dance around his fame spread widely, and he became the Nawab's favorite person. The name of this place after him, "Chapai". The region was home to King lakhindarera. Champak lakhindarera city was named. Champak Chapai from the name. Linguists said. I shahidullah (1885-1969 AD) of Bangla literature, the book described in the first part of the gaur entered jamutinagara lausenera enemies. Jamutinagara was formerly known as the Bholahat jamabariya district. Based on them, some researchers have determined that campaike Behular campakanagara laws, and the like, that the origin of the name Chapai Champak name. 6. Pabna Dist - Pabna "is named after the end of the legend. According to one legend, the Ganges 'used to' is the origin of the name would be purbagamini section. According to another 'purification' or 'would' name would one day be known as a robber addasthalai. On the other hand, some historians think, "would" have been named 'padumba from. Eventually padumbai defending or minor chord would become proficient is another. "Padumba 'first meeting of the Christian community in the eleventh century, during the reign of the Pala king Rampal. 7. There are a lot of differences jelah naming of Rajshahi district. However, according to historical Akshay Kumar Maitreya is the name of the queen Vabani country. Mr. Grant writes, however, that the country was known as the queen Vabani jemindari chakla during the settlement of the country's name is mentioned. Pabna across vast areas north of the river, even to Dhaka Nadia, Jessore, Burdhaman, Birbhum district of the country in this area is called. It is estimated that, in Rampur "and" boalia called Rajshahi city gare was a combination of the two villages. In the initial stage, Rampur-boalia called the name of the country was known to the commoners. Now that we are familiar with the country, since its 1825 launch. What is the name of the country Rampur-boalia many opinions about what is. Rajasahi term analysis of the meaning of the two words in two different languages ​​are added smacks. Sanskrit 'Raj' and the Persian Shah of the adjective 'Shahi' vigilance 'country', the origin of the word, which means the king or the king or the king or the king or royal. However, we have the same meaning in Bengali pronunciation of many words do twice. For example, vegetable, clever-clever, errors, mistakes or errors "T, harvest, land-jirata, debt, education, religion, helpless, scouring, honor, dana charity, mountains, ratifying, etc. adversity. So strange that the origins of the word may have happened in this country, it can not be ruled out at all. There are many myths about the name. The district is commonly called multi-mansion he lived, hence the name of the district of Rajshahi. When someone says Raja Ganesha (1414-1418) originated the name of Rajshahi. In 1984, subdivision 4 of Rajshahi Rajshahi, Naogaon, Natore and nababaganja four distinct districts to be developed. 8. Jelah Belkuchi in Sirajganj police Sirajuddin Chowdhury, a landlord (landlord) was. His own mahale a 'fort', was set up. It was named after him in Sirajganj. But it did not gain much fame. It is gradually disappearing as a result of erosion of the Jamuna river and gradually moved northward. During that time, Sirajuddin Chowdhury Charitable quarter of 1809 as landlords serestaya the ghost village Deir was purchased at auction. He is the head of the local business and commerce sthanarupe feel special. Bilina nadibhangane who was re-named after him in Sirajganj place. As the ghost Deir maujakei "Sirajganj" was named. As a result, Deir maujai ghost "Sirajganj" was the name of the permanent shape.









Tamanna

Modarator Team

Total Post: 7639
From
Registered: 2011-12-11
 

Bibhagah Rangpur Bangladesh Government punarbinyasasankranta National Implementation Committee (National Implementation Committee for Administrative Reform: NICAR) on January 5, Rangpur 010 AD, as well as the country's seventh division was approved. Earlier, the Cabinet meeting on July 13, 009 AD, the decision was taken to Rangpur Division. It is made up of a committee and the committee submitted a report on 1 July. 1. Members of the royal family have reportedly dinaraja jelah district or the founder of a dinaja. The village was named after him in the palace district. Later, the government canceled the British rulers Ghoraghat form a new district, and the district is named in honor of the king. II. Jelah Gaibandha district are named after the legend of the nearly five thousand years ago, the king of the great fisheries gobindagaja district police station in the capital. There was no comparison cow's enormous wealth. Her number was sixty thousand cows. Sometimes robbers came and took great king, the cow would spoil. He is a great king for a huge fall in the wilderness, established cowshed. Cowshed food and water resources to ensure safe and cows. The land is placed on grassy river banks. Gabhiguloke that particular place had to be chained. According to legend, a cow tied to the common spoken language from the region, according to the names of the gaibamdha and gradually it came to be known as Gaibandha. 3. Jelah ancient town of Kurigram Kurigram. Kurigram the history of Karan's name is not known. Many people think that the number of counts from the twenties had been Kurigram. Some twenty oilman's family was originally from. So the name of Kurigram. Some think rangapura was the vacation place in Kurigram. Was full of forests and plenty of fruit at the heart of this area, so the flower its name from twenty Kurigram. Bukalana In 1809, Dr. Hamilton said in his statement Kuriganj of which the market place is called Balabari in a place of considerable trade (martins Eastern India). Mr. glow of his kuriganja Rangpur region said that in the statement. But no one said nothing about the origin of the name kuriganja. January 3, 1984, '' Kurigram 'sub-division of the district was upgraded. 4. Lalmonirhat Lalmonirhat jelah tradition of naming that, the British government referred to the current time zone setting in Lalmonirhat town with the railway, the railway workers of the forests to cut a man 'Lalmoni' was. Lalmoni from the origin of the name has gradually Lalmonirhat. According to another source, the name of the revolutionary peasant leader nuruladinera Lalmoni close pal was a wealthy woman. Lalmonirhat, which has been named after. 5. Nilphamari jelah more than two hundred years ago, the British planters in the region to establish farms for cultivation of indigo. Fertile land in the region compared to other areas of the country was favorable for cultivation of blue indigo and blue farm built in large numbers in Nilphamari. Unabinsa durakuti the beginning of the century, Dimla, Kishoreganj, tenganamari indigo and other areas were established. At that time, the amount of grain produced in greater Rangpur region nilaphamaritei in the ground due to urbaratara. Therefore, the planters came etadaancale widespread. Develops numerous blue farm. Three kilometers north of the current district of the city near the old railway station was a large indigo. Moreover, the old Officers' Club building was used as an indigo. The idea is that, in the face of local farmers' Blue farm "was transformed into" blue khamarite. The nilakhamarira corruption emerged as the name of the district. 6. Panchagarh jelah "five" (five) mean a combination of "respect" the name apabhramansa "pamcagara" was in vogue for a long time in this town. But the root of the name of this region, "pancagarai" There was no doubt about that. In fact, the Indian sub-continent, "five" in the name has been associated with a variety of places. For example pancanada, Panchavati, pancanagari, etc. pancagaura. "Pancanagarira" in respect of distance is not far away from the region. Panchagarh district, there are several of them referring to the average of the average Bhitargarh, miragara, rajanagara, hosenagara, debanagara. 'Pancha means five, and "average" means the forest. "BSS" That is the name. 7. Rangpur, Rangpur jelah common nomenclature that before the elders 'Rangpur' name comes from the passage of time. According to the history of the subcontinent, the British began to cultivate indigo. The fertile soil in this region due to the large indigo were cultivated. The local people knew hue as the blues. An evolution of the dye from Rangpur and Rajshahi today. Another common idea that the name of the district of Rangpur, Rangpur. Prague jyotisbara Knorr's son named bhagadattera rangamahala comes from the name of the Rangpur. Jangapura the name of Rangpur district. Some of this was due to the prevalence of malaria called yamapura district. However, the main base of the resistance movement in Rangpur district was foreseeable from the past. So is the original name of Rangpur jangapura namakei. Jang means war, Pur means city or town. People often the English oppression from the village have been killed or died of malaria. So the people were afraid to come to the city. Rangpur district in the past that it was foreseeable ranabhumi is unmistakable way. The peasant movement in the late thirties that way because it was developed as Rangpur, Rangpur was red. 8. The original name was Nishchintapur jelah Thakurgaon Thakurgaon. Thakurgaon naming a common history and found that, currently, the district headquarters of the district offices, where there is a village 8 km north of the mutual union and Satish Narayan Chakraborty Chakraborty lived two brothers. Of wealth and influence in the area, they were very familiar. People used to say that there Chakravarti Thakur Bari house. Local people started to Thakurgaon from this place Thakur Bari. February 5, 1984 AD 1 of Thakurgaon district emerged as police.









Tamanna

Modarator Team

Total Post: 7639
From
Registered: 2011-12-11
 

Sylhet Sylhet bibhagah August 1, 1995 AD, as the country became the sixth Division. 1. Habiganj jelah saint Hazrat Shahjalal (R) of the followers of Hazrat Syed Nasir Uddin (R) purnasmrti bijari of Khowai, karangi, bijana, Ratna, and drained by the river in a historic old town of Habiganj. Syed Sultan, founder of historical sulatanasi habelira subordinate male Syed Syed Habib Ullah son of Khowai River Hedayetullah established a fort. He was named namanusare Habiganj. Habiganj district on March 1, 1984, was promoted to AD. II. Meilabhibajara jelah hayarata Shah Mostafa (R), a descendant of the Manu River on the north bank of Maulvi Syed Qudratullah the middle of the eighteenth century, a number of opportunities for buying and selling bhojyasamagri dokanaghara was established. Maulvi Syed Qudratullah established concourse of people gather every day in the market, increased naval and overland. Moulvibazar buyer-seller reputation spread by word of mouth through the spectator. For gratitude is the name of the region, Maulvi Maulvi Sahib. Twenty February 1984 AD, Maulvi Bazar subdivision was upgraded to a district. 3. Sunamganj jelah 'sunamadi called one district was named after the Mughal soldiers were reported. "Sunamadi '(reputation Uddin, regional representation), called the Mughal emperor by the army for a war hero achievement sunamadike some land was donated as prizes. His name was placed on the market in Sunamganj danasbarupa him to the ground. Thus, Sunamganj and the origin of the name is thought to have been. 4. The region has several names' of the ancient country jelah. According to the Hindu goddess Shiva's wife, lenders cut the hand (hand) were in the region, causing "Mr. hand" Hindus believe to be the origin of the name Sylhet. The name of the fourth century BC historian eriyana written statement in this region, "siriota" are referred to. In addition, in the second century AD alien (Ailien) record, "sirate", and the Periplus of the erithriyana Sea region in the name of the book "sirate" and "sisate" This has been written in two ways. 640 AD when the Chinese traveler Huen Tsang then visited the region. The story of his travels in the region, "silicatala" Din Muhammad Bakhtiyar authority specified by the commander of the Turkish conquest of the country, triggered when Muslim rulers in the Muslim society of their records, "Sylhet" instead of the name "silaheta", "silaheta" to be entered as evidence in history matching. That might be the time to convert from Sylhet Sylhet historians think that the name has become well-known. Also, according to one person at one time was the daughter of a wealthy district of Sylhet. His name was rock. Construction of a hat to protect his daughter's memory, and was named rock market. The rocks, which are in many ways become distorted name is the origin of the name of the country. Source: jela Information Portal, Bengali pidiya, Wikipedia, Jessore Info, Netrokona light and from a variety of sources.