|
|
|
Tamanna
|
Modarator Team
Total Post: 7639
From:
Registered: 2011-12-11
|
|
|
by fb link:
https://www.facebook.com/alamin.banalota/posts/602592643164252
১৬ ডিসেম্বর ১৯৭১, শেষ
হলো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের
সর্বাধিনায়ক জেনারেল আতাউল
গনি ওসমানীকে আগেই
চলে যেতে বাধ্য করা হলো ভারতে।
ভারত থেকে এলেন জেনারেল অরোরা,
১৬ ডিসেম্বরের বাংলাদেশের
বিজয়টি অরোরার মাধ্যমে ভারতের
হাতে তুলে দিলেন মুক্তিযোদ্ধারা।
কি ঘটলো তা বাংলাদেশীরা বুঝলোই
না। বুঝবে কি করে? সব শিক্ষিত
বুদ্ধিজীবিদেরতো বিজয়ের আগেই
হত্যা করা হলো। কে হত্যা করল?
পালায়নরত পাকিস্থানীরা?
নাকি বিজয় ছিনিয়ে নেওয়ার
ষড়যন্ত্রে লিপ্ত ভারতীয়রা? ভাবুন,
ভাবতে থাকুন।
১৯৭২ এলো,
মুক্তিযুদ্ধে সাহায্যকারী(!) ভারত
পরীক্ষামূলক শব্দটি উচ্চারণ
করে আটকে দিল ফারাক্কা বাঁধ। ৪২
বছর পার হয়ে গেলো, আজ
অবধি পরীক্ষা আর শেষ হলো না।
আবার তিস্তা ব্যরেজ আটকানো হলো,
সোনারবাংলা শুকিয়ে হলো ধুধু বালুর
চর।
বিডিয়ার বিদ্রোহ হলো, হত্যাযজ্ঞ
হলো, অবশেষে খুজে পাওয়া যায়
ভারতের ষড়যন্ত্র। বাংলাদেশের
বাহিনীর উপর ভারতের আধিপত্য,
অথচ শাসক নিরব?
দেশে বিদ্যুৎ নেই,
আমদানী করতে হবে, কিনতে হবে,
ভাল কথা। কিন্তু তাই
বলে অবিশ্বাস্য উচ্চমূল্যে ভারত
থেকেই?
দেশে ক্রিকেটের ওয়ানডে বিশ্বকাপ
হলো, উদ্বোধনী অনুষ্ঠানের
আয়োজক বাংলাদেশ অথচ দায়িত্ব
পায় ভারতের কোম্পানী?
দেশে তাপ বিদ্যুৎকেন্দ্র স্থাপন
করতে হবে, বিদ্যুৎ প্রয়োজন, তাই
বলে ভারতের কথায় সুন্দরবন উজাড়
করে সেখানেই?
সমুদ্রে গ্যাসক্ষেত্র থেকে গ্যাস
উত্তলোন করতে হবে, পৃথিবীতে আর
কোন দেশ নেই, ভারতকেই
ছেড়ে দিতে হবে সমুদ্রিক গ্যাস
ব্লকগুলো?
দেশে শিশু শিক্ষার্থীদের
হাতে প্রতি বছর কোটি কোটি বই
তুলে দিতে হবে। অবশ্যই প্রয়োজন।
তাই বলে দেশের সব মুদ্রণ
কারখানা বাদ দিয়ে ভারতকে টেন্ডার
দিতে হবে? দেশের
ব্যবসায়ীরা কি ঘাস খেয়ে বাঁচবে?
দেশে জাতীয় নির্বাচন হবে, কখন
হবে, কিভাবে হবে, নির্বাচন কমিশন
কিভাবে কাজ করবে, তার
ট্রেনিং দিবে ভারত? এটা কি ভারতের
নির্বাচন নাকি বাংলাদেশের?
শিশুদের পোলিও, হাম-রুবেলা রোগের
টিকা খাওয়াতে হবে, ভাল কথা। কিন্তু
তাই বলে অখ্যাত ও দূর্নামযুক্ত
ভারতীয় কোম্পানীর ওষুধ
খাওয়াতে হবে আর ভবিষ্যতে শিশুদের
বিকলাঙ্গ করে দিয়ে ধ্বংস
করতে হবে?
ভারত ট্রানজিট চায়, তাই
বলে ভারতকে ট্রানজিট
দিতে হবে বিনামূল্যে, দেশ ধ্বংস
করে, দেশের নদী হত্যা করে?
বলতে বলতে মাথা গরম হয়ে যাচ্ছে।
অধৈর্য্য হয়ে যাচ্ছি।
ভারতের অমর্ত্য সেন নোবেল
পুরস্কার পায়,
তাকে বাংলাদেশে ডেকে এনে বিরল
সম্মান দেওয়া হয়। আর যখন
বাংলাদেশের মোহাম্মদ ইউনুস নোবেল
পুরস্কার পায়, তখন তার
নামে ঠুকে দেওয়া হয় মামলা?
কাকে খুশি করতে?
দেশের পোষাক শিল্পে চরম
অস্থিরতা, বাজার হাতছাড়া হচ্ছে,
বাজার চলে যাচ্ছে ভারতের হাতে, তবুও
অস্থিরতা নিরসনে কোন পদক্ষেপ
নেই। কার স্বার্থে দেশের বিরুদ্ধে এই
মীরজাফরী?
দেশে টি-২০ বিশ্বকাপ হবে,
উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক
বাংলাদেশ, অথচ মঞ্চ দখল
করে ভারত? গান গায় ভারতের
শিল্পীরা, নাচে ভারতের শিল্পীরা।
আর বাংলাদেশের শিল্পীরা হয়ে যায়
দর্শক। দেশে কি কোন শিল্পী নাই যে,
ভারত
থেকে শিল্পী ভাড়া করতে হবে কোটি কোটি টাকা দিয়ে?
কার স্বার্থে, কোন হীন
উদ্দেশ্যে দেশের সংস্কৃতিকে এই
অবহেলা, দেশের শিল্পীদের এমন
অপমান?
প্রতিটি পদে পদে,
প্রতি মূহুর্তে নিজ দেশের স্বার্থ
বিসর্জন দিয়ে ভারতের স্বার্থ
অক্ষুন্ন রাখতে কেন এই আয়োজন?
মনের এই কষ্টগুলি এখন যন্ত্রনায়
রূপ নিচ্ছে, আর মাথা ঠিক
রাখতে পারছিনা, মুখ
দিয়ে গালি বেরিয়ে আসছে, সবাই
একটু কান বন্ধ করুন। শু...রের
বাচ্চারা দালালী করতে করতে দেশের
সবকিছুই আজ ভারতের
হাতে তুলে দিয়েছে। আমাদের
জাতিস্বত্তার অস্তিত্তটুকুও আজ
ভারতের হাতে তুলে দেওয়ার সমস্ত
ব্যবস্থা করেছে।
একটা জাতিকে হীনম্মন্যতায়
ডুবিয়ে দেয়ার জন্যে যা যা করার
দরকার, তার সবই সম্পন্ন
করা হয়েছে। সবকিছুতেই
আমাদেরকে ভারতের উপর
নির্ভরশীল করে তোলা হচ্ছে। কেন
এই নির্ভরশীলতা,
আমরা কি ভারতের কোন অঙ্গরাজ্য?
কে করেছে এই হীন কাজ? কার
স্বার্থে করেছে? কারা এই শু...রের
বাচ্চাগুলো? দুখিঃত গালি দেওয়ার
জন্য, মাফ করবেন।
আমরা যারা কথায়, লেখায় দেশপ্রেম
দেখাই তাদেরও বা দোষ কম কিসের।
তা না হলে, এসব বুঝতে পেরেও এখনও
হাতে অস্ত্র তুলে নিয়ে রাস্তায় কেন
বেরিয়ে পড়িনি ঐসব মিরজাফর আর
নেন্দুপ দর্জিদের নির্বংশ করতে।
সেইসব লেখক, সাহিত্যিক,
শিল্পীদের উদ্দেশ্যে বলছি আজ
কিছু কিছু শিল্পী বুঝতে শুরু
করেছে যে, দেশের সংস্কৃতি ছিনতাই
হতে চলেছে। যারা এখনও
বুঝেননি তারা সঠিক পথে আসুন,
টাকার লোভে আর টাকা খেয়ে ভারতের
দালালি করবেন না। আর
আপনারা যারা বুঝতে শুরু করেছেন
তারা মিনমিন করবেন না, তারা দ্রুত
এর বিরুদ্ধে অবস্থান নিন, আওয়াজ
তুলুন, প্রতিবাদ করুন। সবকিছু
ছিনতাই হয়ে গেছে, বাকি আছে শুধু
সংস্কৃতি, এটিকে রক্ষা করুন, নয়ত
আমরা তরুণরা আপনাদের ক্ষমা করব
না।
ভেবে দেখুন, ১৬ ডিসেম্বরের
বাংলাদেশের বিজয়টি জেনারেল
অরোরার মাধ্যমে ভারত নিজের
হাতে তুলে নিয়েছিল নিজেদের বিজয়
হিসেবে। তাইতো আজ ৪৩ বছর
পরে ভারত
সিনেমা তৈরী করে সেখানে ঘোষনা করে "১৬
ডিসেম্বর ১৯৭১ সালে হিন্দুস্থান ও
পাকিস্থানের মধ্যে ৩য় যুদ্ধ শেষ
হয়েছিল, ৯০ হাজার
পাকিস্থানী সৈন্য ভারতীয় আর্মির
সামনে আত্নসমর্পন করেছিল, ২য়
বিশ্বযুদ্ধের পর কোন দেশের এত
সৈন্য আত্নসমর্পনের নজির আর
নেই। জন্ম হয় নতুন একটি দেশ, নাম
বাংলাদেশ"।
কি ভরসা আছে, ৩০ বছর পর
বলবে না যে, ১৬ ডিসেম্বর ১৯৭১
সালে ভারত-পাকিস্থানের ৩য় যুদ্ধ
শেষে জন্ম হয়েছিল ভারতের নতুন
একটি রাজ্যের, নাম বাংলাদেশ?
-------------- Jerin Sarker
|
|
|
|
|
|
|
Tamanna
|
Modarator Team
Total Post: 7639
From
Registered: 2011-12-11 |
|
|
December 16, 1971, the last
The war of liberation. Liberation
Chief of General Ataul
Before Ghani Osmani
India was forced to leave.
General Aurora came from India,
Bangladesh 16 December
India's victory Arora
Freedom and delivered.
What happened to bujhaloi Bangladeshis
No. Do you understand that? All educated
Before the conquest of buddhijibiderato
Was killed. Who killed him?
Palayanarata pakisthanira?
Or to snatch victory
Indians engaged in a conspiracy? Imagine,
Keep thinking.
197 came,
War supporters (!), India
Experimental sounds
Pharakka put them in the dam. 4
Years passed, today
Not until the last test.
Teesta again byareja is prevented,
Dhudhu materialize the dream of dry sand
Spy.
The BDR mutiny, killing
One, is finally found
Indian conspiracy. The
Force India's domination over,
The ruling silent?
There is no electricity in the country,
To import, to buy
well. But so
Incredible India is considerably higher
Since?
The Cricket World Cup
The opening ceremony
But the responsibility of the host Bangladesh
The company is India?
Thermal power plant set up in the country
Will make electricity, so
Opened to the words of the Sundarbans
There?
Gas from the gas fields in the sea
Uttalona to be, and the world
There is no country, India
Samudrika give up gas
Blocks?
Students in the Child
Every year, millions of books in the hands of
To give up. Of course requirement.
So all print
With the exception of eastern India tender
have to give? The
Traders will live to eat grass?
National elections will be held in the country, when
Will be how the Election Commission
How, then
India will be training? It's
Or the country?
Children, polio, measles-rubella disease
Vaccination should be fed, the better. But
So obscure and durnamayukta
Indian pharmaceutical companies
I have to feed the children in the future
With the destruction of deformed
have to do?
India wants to transit, so
The transit
Should be free, land
The killing of the river?
That is to say the head warm.
'm Impatient.
Amartya Sen, the Nobel India
Reward,
He called rare in Bangladesh
Respect is given. And when
Bangladesh's Muhammad Yunus, the Nobel
Gets the prize, he
Was launched in the name of the case?
Who is happy?
The dress is the ultimate industry
Unrest is missing out on the market,
The market is going to go to India, but
Any steps to reduce tensions
No. This is against the interests of the country
Mirajaphari?
-২0 To the World Cup in the country,
Host the opening ceremony
Bangladesh, grab the stage
India? Sing the
Artists, dance artists in India.
And the artists are
Visitors. There is no artist in the country,
India
With millions of artists to rent?
Whose interests, no shabby
This is the culture of the country
Neglect, the country's artists
Insult?
Every footstep,
Every moment of his country's interests
With the abandonment of India's interest
Why is maintained in this organized?
The pain, the pain of mind
Is taking shape, and the head
I can not keep, face
Slang with coming out, everyone
A little ears off. Of shoe ...
The children's treachery
Everything in India today
Handed over. Our
Today ethnic astittatukuo
India to hand over all
The system.
A nation hinammanyataya
To which drown
We need everything done
has been done. Everything
Us on the
Being dependent. Why
This dependence,
We have a state of India?
Who has done this shabby? Cars
For the sake of it? Who's the shoe ...
Children? Sorry to abuse
For, excuse me.
We are words, writing, patriotism
What they do is wrong.
Otherwise, it is still perceived
Why take up arms in the street
He read out the mirajaphara
Nendupa darjidera to abortive.
The author, literary,
Today I say to artists
Some artists began to realize
That, stripped of the culture
Is going to be. Who are still
Bujhenani they come in the right direction,
And the money to make money to eat
Do not brokerage. and
You will begin to understand
Minamina they do not, they quickly
Take the location of the sound
Take Contest. Everything
I was robbed, the only thing left
Culture, save it, or
We will forgive you youngsters
No.
Consider, December 16
The victory Gen.
India's Arora
Took up their victory
As well. Now 43 years
After India
The movie made called "16
In December 1971, India and
3rd war in Pakistan
Was 90 thousand
Pakistani soldiers of the Indian Army
Submit themselves to the, II
After World War II, much of the country
The soldiers precedent atnasamarpanera
No. A new country is born, name
Bangladesh ".
There is hope, 30 years later
That is to say, 16 December 1971
India-Pakistan war in the 3rd
Was born at the end of the new
A state, the name of Bangladesh?
-------------- Jerin Sarker
|
|