বাঙালির বংশ পদবীর ইতিহাস !~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Blogs, Variety >>> বাঙালির বংশ পদবীর ইতিহাস !

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

বাঙালির বংশ পদবীর ইতিহাস !
মধ্যযুগে সামন্তবাদী সমাজ ব্যবস্থার ফলে পরবর্তীতে বৃটিশ আমলে চিরস্থায়ী বন্দোবস্তের সমান্তরালে বাঙালির পদবীর বিকাশ ঘটেছে বলে মনে করা হয়। অধিকাংশ ব্যক্তি নামের শেষে একটি পদবী নামক পুচ্ছ যুক্ত হয়ে আছে। যেমন উপাধি, উপনাম কিংবা বংশসূচক নামকে সাধারণ ভাবে পদবী বলা হয়।
বাঙালির জমি- জমা বিষয় সংক্রান্ত কিছু পদবী যেমন- হালদার, মজুমদার, তালুকদার, পোদ্দার, সরদার, প্রামাণিক, হাজরা, হাজারী, মন্ডল, মোড়ল, মল্লিক, সরকার, বিশ্বাস ইত্যাদি বংশ পদবীর রয়েছে হিন্দু -মুসলমান নির্বিশেষে সকল সম্প্রদায়ের একান্ত রূপ। বাঙালি মুসলমানের শিক্ষক পেশার পদবী হলো-খন্দকার, আকন্দ, নিয়াজী ইত্যাদি। আর বাঙালি হিন্দুর শিক্ষক পদবী হচ্ছে দ্বিবেদী, ত্রিবেদী, চর্তুবেদী ইত্যাদি।
এবার আপনাদের জানাবো বাঙালির কিছু বিখ্যাত বংশ পদবীর ইতিহাস। যেমন-শিকদার, সৈয়দ, শেখ, মীর, মিঞা, মোল্লা, দাস, খন্দকার, আকন্দ, চৌধুরী, ভুইয়া, মজুমদার, তরফদার, তালুকদার, সরকার, মল্লিক, মন্ডল, পন্নী, ফকির, আনসারী, দত্ত ইত্যাদি।
শিকদারঃ সুলতানি আমলে কয়েকটি মহাল নিয়ে গঠিত ছিল এক একটি শিক। আরবি শিক হলো একটি খন্ড এলাকা বা বিভাগ। এর সাথে ফারসি দার যুক্ত হয়ে শিকদার বা সিকদার শব্দের উদ্ভব হয়েছে। এরা ছিলেন রাজস্ব আদায়কারী রাজকর্মচারী। শব্দকোষে যাকে বলা হয়েছে শান্তিরক্ষক কর্মচারী। এরা শিক বন্দুক বা ছড়ি বন্দুক ব্যবহার করতো বলে শিকদার উপাধী পেয়েছিল; সেই থেকে বংশ পরমপরায় শিকদার পদবীর বিকাশ ঘটে।
সৈয়দঃ সৈয়দ পদবী মূলত এসেছে নবী নন্দিনী হযরত ফাতেমা ও হযরত আলীর বংশ ধর থেকে। প্রায় দেড় হাজার বছর আগের এই বংশের সাথে কোনা যোগসূত্র না থাকলেও বাংলাদেশের অনেক মুসলমান পরিবার সৈয়দ বংশ পদবী ব্যবহার করে নিজেদের সম্ভ্রান্ত ও কুলীন মুসলমান বলে দাবি করে থাকেন। বাঙালি মুসলমান সমাজে সৈয়দ পদবীর অপব্যবহার ও পক্ষেপণ ঘটেছে সবচেয়ে বেশি। প্রকৃত পক্ষে সৈয়দ নন এবং পারিবারিক কোন কুলীন পদবীও নেই, অথবা পূর্ব পদবী ঐতিহ্য পরিত্যাগ করতে ইচ্ছুক এমন অনেক বংশ গোষ্ঠী বা ব্যক্তি বিশেষে বাংলাদেশে সৈয়দ পদবী আরোপিতভাবে ব্যবহার শুরু করেছিলেন।
শেখঃ শেখ আরবি থেকে আগত পদবী। সম্ভ্রান্ত মুসলমানদের সম্মানসূচক বংশ পদবী শেখ। যিনি সম্মানিত বৃদ্ধ অথবা যিনি গোত্র প্রধান, তাকেই বলা হতো শেখ। হযরত মোহাম্মদ (সঃ) সরাসরি যাকে বা যাঁদের ইসলাম ধর্মে দীক্ষিত করেছিলেন, তিনি বা তার বংশ ধরও শেখ নামে অভিষিক্ত হতেন অথবা শেখ পদবী লাভ করতেন। বাঙালি মুসলমান সমাজে যারা শেখ পদবী ধারণ করেন, তারা এ রকম ধারণা পোষণ করেন না যে, তারা বা তাদের পূর্ব পুরুষরা এসেছিলেন সৌদী আরব থেকে। বাঙালি সৈয়দ পদবী ধারীদের থেকে শেখ পদবীধারীদের এখানে একটা মৌলিক তাৎপর্যগত পার্থক্য রয়েছে। শেখ পদবী গ্রহণের নেপথ্যে রয়েছে ঐ পূর্বোক্ত চেতনা। নবীর হাতে মুসলমান না হলেও বাংলায় ইসলাম ধর্ম আর্বিভাবের সাথে সাথে যারা নতুন ধর্মকে গ্রহণ করে নেন; নও মুসলমান’ হিসেবে প্রাচীন ও মধ্যযুগে তারাই শেখ পদবী ধারণ করেছিলেন। পরবর্তীকালে তাদের বংশের উত্তর সূরীরাই শেখ পদবী ব্যবহার করে এসেছেন। এমনিতে অন্য ধর্মের লোকের কাছে মুসলমান মানেই শেখ বা সেক। কেউ কেই শেখ কেউ সেক কিংবা কেউ বা শেখ এর রূপান্তর শাইখও ব্যবহার করে থাকেন।
মীরঃ মির বা মীর শব্দটি এসেছে আরবি থেকে। আরবি শব্দ আমীর’ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে মীর। সেই অর্থে মীর অর্থ দলপতি বা নেতা, প্রধান ব্যক্তি, সরদার ইত্যাদি। জিতে নেয়া বা জয়ী হওয়া অর্থে মীর শব্দের ব্যবহার হতো। তবে মীর বংশীয় লোককে সম্ভ্রান্ত এবং সৈয়দ বংশীয় পদবীধারীর একটি শাখা বলে গাবেষকরা মনে করেন।
মিঞাঃ মিঞা মুসলিম উচ্চ পদস্থ সামাজিক ব্যক্তিকে সম্বোধন করার জন্য ব্যবহৃত সম্ভ্রম সূচক শব্দ। এক অর্থে সকল মুসলমানের পদবীই হচ্ছে মিঞা। বাঙালি হিন্দুর মহাশয়’ এর পরিবর্তে বাঙালি মুসলমান মিয়া শব্দ ব্যবহার করে থাকে। মিঞা’ শব্দটি এসেছে ফারসি ভাষা থেকে। প্রভু বা প্রধান ব্যক্তি বুঝাতেও মিয়া শব্দের প্রয়োগ করা হয়ে থাকে। তবে গ্রামীন প্রধান বা সর্দার অর্থের মিঞা পদবী হিসেবে বাঙালি মুসলমান সমাজে ঠাঁই পেয়েছে।
পুরষদের শাররীক সক্ষমতা বাড়াতে হোম রেমেডি!! >
চিরতরে বাড়ি থেকে দূর করুন,ইদুর,তেলাপোকা,মাছি,ছারপোকা,টিকটিকি ও মশা!! >
মোল্লাঃ মোল্লা এবং মুন্সী বাঙালির দুটো জনপ্রিয় পদবী। তাদের প্রসার প্রায় দেশব্যাপী। বঙ্গীয় শব্দকোষ এ মোল্লা শব্দের অর্থ করা হয়েছে মুসলমান পুরোহিত। বস্তুত এভাবে মসজিদে নামাজ পরিচালনার কারনেও অনেকে মোল্লা উপাধি পেয়েছিল। প্রকৃত পক্ষে, মোল্লা হচ্ছে তুর্কি ও আরবি ভাষার মোল্লা থেকে আগত একটি শব্দ যার আভিধানিক অর্থ হচ্ছে পরিপূর্ণ জ্ঞান বিশিষ্ট মহাপন্ডিত ব্যক্তি। অন্য অর্থে মুসলিম পন্ডিত বা ব্যবস্থাপক বা অধ্যাপক হলেন মোল্লা। পরবর্তী কালে মসজিদে নামাজ পরিচারলনাকারী মাত্রই মোল্লা নামে অভিহিত হতে থাকে। এখান থেকেই সাধারণত বংশ পদবী হিসেবে তা ব্যবস্থার হওয়া শুরু হয়। তাঁরা সকল জ্ঞানের জ্ঞানী না হওয়া সত্ত্বেও মোল্লা পদবী ধারণ করে। যার ফলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত’ প্রবাদের উৎপত্তি হয়েছে।
দাসঃ বাঙালি হিন্দু সমাজে দাস বা দাশ বংশ পদবীর ব্যাপক ব্যবহার রয়েছে। যে সমস্ত হিন্দু সম্পদায়ের মানুষ পদবীতে দাশ লিখেন তাদের পেশা ধীবর থেকে এসেছে বলে গবেষকরা মনে করেন। আর যারা দাস লেখেন তাদের পদবী স্রষ্টার ভূত্য চেতনা থেকে এসেছেন।
খন্দকারঃ মুসলিম সমাজের ফারসি শিক্ষক হিসেবে খোন্দকার বা খন্দকারের পরিচয় পাওয়া যায় । অন্য দিকে খোন্দকারের ‘ পদবী এসেছে সামন্ত সমাজ থেকে পেশাজীবী হিসেবে। সাধারণ ভাবে খোন্দকার বা খন্দকার অর্থ হচ্ছে কৃষক বা চাষাবাদকারী । মনে করা হয় ফারসি কনদহ ‘ এর যার অর্থ কৃষি’সাথেকার যুক্ত হয়ে কনদহকার> খনদহকার>খন্দকার হয়েছে। ভিন্ন মতে, খন্দকারের মূল উৎপত্তি সংস্কৃত কন্দ> খন্দ যার অর্থ ফসল বলা হয়েছে। এই খন্দ এর সাথে কার যুক্ত হয়েও খন্দকার> খোন্দকার হতে পারে। এবং এতেও পূর্বের খন্দকার’ শব্দের উৎসের অর্থের তারতম্য ঘটছে না। আবার ফারসি ভাষায়, খোন্দকার বলে একটি শব্দ আছে যার অর্থ শিক্ষক। সেখান থেকেও খোন্দকার পদবী আসা বিচিত্র কিছু নয়। অথবা খোন্দকার শব্দের যে ভিন্নভিন্ন অর্থ তার সবগুলো মিলিত তাৎপর্য থেকেই বিভিন্নভাবে খন্দকার পদবীর উৎপত্তি হয়েছে।
আখন্দঃ খন্দকার ও আখন্দ বা আকন সমার্থক। আখন্দ ও আকন নামে যে সব পদবী তাও সম্ভবত খন্দকার পদবীরই রূপভেদ। খন্দকার>আখন্দ> আকন হয়ে থাকতে পারে। আবার ফারসি আখুন্দ থেকেও আখন্দ এসে থাকতে পারে। যার অর্থ শিক্ষক। তবে আকন্দ এসেছে আখন্দ থেকেই।
চৌধুরীঃ সংস্কৃত চতুধারী শব্দ থেকে এসেছে বাংলা চৌধুরী শব্দ। এর অর্থ চর্তুসীমানার অন্তগর্ত অঞ্চলের শাসক। বাংলাদেশের বেশির ভাগ জমিদারদের পদবী হচ্ছে চৌধুরী। আবার অনেকে মনে করেন চৌথহারী’ যার অর্থ এক চতুথাংশ রাজস্ব আদায়কারী, সেখান থেকে উচ্চারণ পরিবর্তনের মাধ্যমে এসেছে চৌধুরী’। সেদিক থেকে চৌথ আদায়কারী বা রাজস্ব আদায়কারী পদ সৃষ্টি হয়েছিল বাংলার রাষ্ট্র ব্যবস্থার। বঙ্গীয় শব্দকোষ বলছে, চতুর’ যার অর্থ তাকিয়া বা মসনদ, তার সাথে যুক্ত হয়েছে ধর’ (অর্থ ধারক) এবং এই দুয়ে মিলে হয়েছে চৌধরী’ আর তার থেকেই চৌধুরী’। তবে তা মূলত হিন্দী ও মারাঠি শব্দ। জাতি ধর্ম নির্বিশেষে চৌধুরী বংশ পদবী ব্যবহার করা হয় এদেশে। বৃটিশ-ভারতের প্রায় সর্বত্র এ পদবীর অস্তিত্ব ছিল। কারণ চৌধুরী ছিল সামন্ত রাজার পদবী।
ভূঁইয়াঃ এই বংশ পদবীটি এসেছে খোদ ভূমির মালিকানা অর্থ থেকে। বাঙালি হিন্দু-মুসলিম উভয় এর মধ্যে এ পদবীর প্রচলন আছে। বাঙালি হিন্দু সমাজে যাঁরাই ভৌমিক’ বাঙালি মুসলমান সমাজে তারা ভূঁইয়া’ হিসেবে পদবী ধারণ করেছেন। মূল সংস্কৃত শব্দ ভৌমিক > (প্রাকৃত) ভূমিকা > (বাংলা) ভূঁইয়া > থেকে ভূঁইয়া বা ভূঁঞা এসেছে। প্রাচীন বড় জমিদার বা সামন্ত রাজার উপাধিও ছিল ভূঁইয়া। প্রকৃত পক্ষে কুলীন বংশ পদবীই ছিল তা। আবার যে সব মানুষ আগে স্থান বিশেষে বনজঙ্গল পরিষ্কার করে বসতি ও চাষাবাদের পত্তন করেছে তারা স্থানীয় জমিদার রাজার কাছ থেকে ভূঁইয়া নামে অভিহিত হয়ে ঐসব জমি জমার স্বত্ব লাভ করেছে।
মজুমদারঃ মজুমদার’ পদবী মূল আসলে মজুনদার’। এর মূল ফারসি শব্দ হচ্ছে মজমু আনদার’। রাষ্ট্রের ও জমিদারির দলিল পত্রাদির রক্ষক রাজকর্মচারীর জন্যে এই পদবী সংরক্ষিত ছিল। হিন্দু-মুসলমান নির্বিশেষে সমগ্র বাংলাদেশে মজুমদার’ পদবীর ব্যবহার লক্ষনীয়।
তরফদারঃ আরবি তরফ’ এবং ফারসি দার’ মিলে তরফদার শব্দের সৃষ্টি। রাজ্যের খাজনা আদায়ের মহালে তদারককারী বা খাজনা
আদায়কারীর উপাধী ছিল তরফদার। এই পদবী ব্যবহারকারী গোষ্ঠীর পূর্ব পুরুষরা রাজকার্য পরিচালনার কাজে নিয়োজিত ছিলেন, সেখান থেকেই এই বংশ পদবী উৎপত্তি ও প্রচলন। অন্যমতে তরফদার তরফের রাজস্ব আদায়কারী লোক; তরফের মালিক; পদবী বিশেষ।
তালুকদারঃ আমাদের দেশে পরিচিত একটি বংশ পদবী। বাংলাদেশে জমিদারির পরই তালুক ভূ-সম্পত্তির একটি বিভাগ। মোগল ও বৃটিশ আমলে রাজস্ব ও ভুমি সংক্রান্ত বিষয়াদি থেকে যে সমস্ত পদবীর উৎপত্তি ও বিস্তার তার মধ্যে তালুকদার’ হচ্ছে অন্যতম পদবী। তালুক’ শব্দ থেকেও এই পদবীর মর্মাথ উপলব্ধি করা সম্ভব। আরবি শব্দ তা’ আল্লুক’ যার অর্থ ভূ-সম্পত্তি এবং এর সাথে ফারসি দার’ যুক্ত হয়ে (তা’আল্লুক+দার) তালুকদার’ শব্দের উৎপত্তি হয়েছে। প্রকৃত পক্ষে, যিনি তালুকদার, তিনি জমি ও ক্ষুদ্র ভূ-সম্পত্তি বন্দোবস্ত নিতেন সরকারের কাছ থেকেও যেমন, তেমনি জমিদারের কাছে থেকেও। ফলে তিনি হতেন উপজমিদার সেই অর্থেই এসেছে তালুকদার’।
সরকারঃ সরকার’ শব্দটি ফারসি থেকে আগত। এর অর্থ প্রভূ, মালিক, ভূস্বামী, শাসনকর্তা, রাজা। অর্থ আদায় ও ব্যয় সংক্রান্ত কর্মচারি ও সরকার। মোগল আমলে এদেশের স্থানীয় রাজকর্মচারিদের এ পদবী দেয়া হতো। মোট কথা প্রধান কর্মচারি এবং সম্পত্তি দেখাশুনার কাজে নিয়োজিত ব্যক্তিকে সরকার বলা হতো। বাঙালি হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যেই এ পদবীর ব্যবহার আছে।
মল্লিকঃ আরবি মালিক’ বা মলিক’ শব্দ থেকে এসেছে মল্লিক’ বংশ পদবী। ফারসি মালিক শব্দজাত মল্লিক ভূম্যাধিকারী বা জোতদারের উপাধি। গ্রাম প্রধান বা সমাজের প্রধান ব্যক্তি মালিক। আবার লিপিকুশল রাজকর্মচারিকে মোগল আমলে মল্লিক বা সুলেখক আখ্যা দেয়া হত বলেও আমরা জানতে পারি। হয়তোবা সেই থেকে মল্লিক বংশ পদবী এসেছে।
মন্ডলঃ বাঙালি হিন্দু-মুসলিম সমাজে সমান ভাবে ব্যবহৃত হয় মন্ডল পদবী। বাংলাদেশে অতীত কাল থেকে গ্রামের অনানুষ্ঠানিক এবং সাধারণ ভাবে গ্রাম- প্রধানকে বলা হয় মন্ডল। বাংলা মন্ডলরা আগে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন। মন্ডলীয় কাজ করে তারা অনেক অধিকার ভোগ করতেন। খাজনা আদায়কারী ও রায়তদের মধ্যস্থতা করা কিংবা গ্রামীন বিবাদ আপোস মীমাংসা করতে মন্ডলরা কার্যকরী ভূমিকা পালন করতেন। কোন কোন সময় তাদের অধীনে পাটোয়ারি, তহসিলদার, চৌকিদার ইত্যাদি কর্মচারী কাজ করতেন। সরকার ও রায়তদের মধ্যবর্তী মানুুষ হিসেবে মন্ডলরা অধিক পরিচিত ছিল।
ফকিরঃ মুসলমানদের মধ্যে সন্ন্যাসবৃত্তি’ থেকেই এসেছে ফকির’ পদবী। মরমী সাধকরা গ্রহণ করতেন ফকির’ পদবী। এটি আরবি শব্দ, যার মূল অর্থ নি:স্ব। আবার আরবি ফকর শব্দের অর্থ দারিদ্র। এ থেকে ফকির শব্দের উৎপত্তি। ফকির এবং পার্শি দরবেশ ব্যক্তিগণ সাধারণত এদেশে ফকির নামে পরিচিত। বিশেষ কোন ধর্ম মতের একান্ত অনুসারী না হয়ে যারা সকল ধর্মের মূলনীতি নিয়ে আত্মতত্ত্বের সন্ধান করেন তাদেরকেও ফকির বলা হয়। আবার সুফি বা বাউল তত্বের ধারকরাও ফকির।
ঠাকুরঃ বাংলা শব্দের বিশেষজ্ঞ হরিচরণ বন্দ্যোপধ্যায়ের মতে- ঠাকুর শব্দের মূল হচ্ছে (সংস্কৃত) ঠাক্কুর’ তার থেকে > (প্রকৃত) ঠকুর > (বাংলা) ঠাকুর এসেছে। পদবীগত দিক থেকে তা ব্রাক্ষণের পদবী বিশেষ, এমনকি ক্ষত্রিয়েরও উপাধি এটি। মধ্য যুগের কাব্য চৈতন্য ভাগবত’ উদ্ধৃত করে লেখক বলেছেন, তা বৈঞ্চবেরও উপাধি। যেমন, হরিদাস ঠাকুর। পাচক ব্রাক্ষণও এক প্রকার ঠাকুর বলে পরিচিত। তবে আহমদ শরীফ সম্পাদিত সংক্ষিপ্ত বাংলা অভিধান’ বলছে, সংস্কৃত ঠক্কুর থেকে ঠাকুর আসলেও এর মূলে ছিল তুর্কী শব্দ। বাঙালি হিন্দু-মুসলমান উভয়েই এই পদবী ব্যবহার করে।
এরকম শতাধিক বংশ পদবী রয়েছে আমাদের দেশে। বাঙালির পদবীর ইতিহাস বৈচিত্র পথ ও মতের এক অসাধারণ স্মারক হিসেবে চিহিৃত।
Bengalis surname history!
During the Middle Ages, feudal society as a result of the permanent settlement in the UK are thought to have been developed in parallel to the ranks of the Bengalis. The name of the person associated with the end of the tail is called a title. Such as title, name, surname or common way bansasucaka name is called.
Some, such as the designation of the subject's land Bengalis Haldar, Majumdar, Talukder, changer, Sardar, authoritative, Hazra, Hazari, Mandal, foreman, Mallick, government, faith communities, etc., regardless of the personal form of musalamana Hindu surname. The medical profession designation Kh-Bengali Muslims, Akhand, etc. Niazi. The Bengali Hindus in the name Dwivedi, Trivedi, etc. cartubedi.
I'll let some famous surname in the history of the Bengalis. For example, Sikder, Syed, Sheikh, Mir, Mian, Molla, Das, Dr, Akhand, Chowdhury, Bhuiyan, Majumdar, partisan, Talukder, government, Mallick, Mandal, Panni, Fakir, Ansari, etc. Dutta.
Sikadarah Sultanate was one of several mahals a teacher. Arabic teacher is a part of the area or department. Dar es connected with Persian origins of the word Sikder or Sikder said. They are officers of the revenue collector. Lexicon has been called the peacemakers employees. The teacher used a gun or guns to stick Sikder had the title; Paramaparaya seed from the ranks of the developed Sikder.
He was originally the title of saiyadah Nandini Syed Ali, Fatima, and to hold the family. Link to this corner of the house with a half thousand years ago, but much of the Muslim family of Bangladesh Syed using the surname of their claims have been honorable and generous Muslims. Syed Bengali Muslim community has the highest ranks of abuse and paksepana. In fact, Syed is a patrician family name, or the name you want to give up the tradition of the family group or from person to person, many began to use the aropitabhabe Syed title.
Sekhah designation from the finest Arabic. Respectable Muslim family of an honorary title Sheikh. He respected the elderly or the tribe, he was called Sheikh. Prophet Muhammad (peace be upon him) who directly or whom had converted to Islam, he was inducted in the name of his tribe, Sheikh dharao or received the finest title. The Sheikh, who held the title of Muslim society, so that they do not think that they or their ancestors came from Saudi Arabia. The title holders Syed Sheikh padabidharidera tatparyagata is a fundamental difference here. Behind the reception there is a consciousness of the aforesaid Sheikh designation. Prophet of the Muslims, but with the advent of Islam in Bengal who accept the new religion; Muslims are as ancient and medieval times, they had held the title of Sheikh. Later, the family has the surname of the finest surirai. Normally, a Muslim means to people of other religions or Sec finest. Who in the finest of the finest, or some s or using conversion Sheikh.
Mir Mir mirah or from the Arabic term. Arabic word Amir Mir is the short form. In that sense, meaning chief or leader Mir, head of the person, etc. Sardar. Mir sense of the word was used to win or win. However, Syed Mir and respectable family man, as a branch of the tribe gabesakara feel posts.
Mia minah person to address the high level of social indicators used for the word honor. In a sense, all Muslims are padabii Mia. Sir Bengali Hindus' instead of using the word Mia Bengali Muslims. Mia: "The term came from Persian language. Mia, the person or say the words the Lord has been applied. However, in rural as well as the title of chief or leader Mian money has a place in the Bengali Muslim society.
Purasadera sararika capacity building homes remedi !! >
Once away from home করুন,ইদুর,তেলাপোকা,মাছি,ছারপোকা,টিকটিকি And mosquito !! >
Mollah mullahs and two popular surname Munshi Bengalis. They spread around the country. This glossary is the Bengal Muslim priest Mullah meaning. In fact, many mullahs title was the consequence of conducting prayers in the mosque. In fact, the Turkish and Arabic language Mulla Mulla from the meaning of a word with the full knowledge of the person mahapandita. In other words, the Muslim scholar, professor or administrator or mullahs. Later mosque is named Mullah paricaralanakari soon. From here it's the system usually begins as a surname. Despite all the knowledge they have learned not to hold the title of mullah. Molla Mosque in the race so far, has been the origin of the proverb.
Dasah Hindu society is the widespread use of slave or servant surname. The Hindu community people padabite Das wrote the researchers say that their job is to fisherman. And those who wrote the slaves came from their ranks creator bhutya consciousness.
Khandakarah Persian Muslim society in general or the identity of the said minister. On the other hand Khondakar 'title as well as professionals from the feudal society. In general, Dr Khandaker or means farmers or peasants. It is believed the Persian kanadaha's meaning is associated krsisathekara kanadahakara> khanadahakara> minister said. According to another, the origin of the Sanskrit original bulb Khandaker> pit, meaning harvest has been called. The pit is connected with Kh> Khandaker may be. But the previous minister, "meaning the source of the word varies not happening. Again Persian, meaning there is a word to say in general. There is nothing strange to come from the ranks of general. Or all combined in his interpretation of the meaning of general words that bhinnabhinna the minister along with a variety of origin.
Akhandah minister and Akhand or synonymous with Akon. Akon's name and possibly also the title of minister Akhand padabirai variation. Dr> Akhand> Akon might have been. Akhand may have come from the Persian akhunda. Which means teacher. However, the Akhand Akhand since.
Chowdhury Bengali word derived from the Sanskrit word caudhurih catudhari. This means that the ruler of cartusimanara antagarta. Most landlords are being surname Chowdhury of Bangladesh. Some people think cauthahari 'meaning one catuthansa revenue collectors, from the pronunciation changes come Chowdhury. Accompaind collectors or collectors in terms of revenue was the sense of the state. Glossary Bengal, saying, cute, 'which means to bolster or the throne, has been added to the Hold' (meaning container) and this has been matching Duye Choudhari, and from Chowdhury. However, the word in Hindi and Marathi. Chowdhury, regardless of race, religion surname is used in this country. British-India existed almost everywhere in the ranks. Chowdhury was the last feudal king.
This is the land ownership bhumiyah surname meaning. Hindu-Muslim ranks in both the circulation of information. Landowner upon Hindu society, "Bhuiyan said they Bengali Muslim society as a recorded title. The Sanskrit word landowner> (Pvt) Introduction> (Bengali) Bhuiyan> or Bhuiyan Bhuiyan came from. Was the title of king of the ancient feudal landlord or Bhuiyan. In fact, it was padabii patrician lineage. Depending on the place before the people to clear forests for settlement and agriculture, has been built from the king of the local landlord Bhuiyan termed the land ownership has been deposited.
Majumadarah Majumder 'designation of origin is actually majunadara. The Persian word of the majamu anadara. Leaves guard official document of the state and the estate was reserved for the designation. Majumdar entire country regardless of Hindu-Muslim 'surname noted.
Taraphadarah from Arabic and Persian Dar "is the word partisan. Mahale overseeing the collection of state taxes or rent
Was the title of partisan collector. Designation of the user group was engaged in the management of state affairs ancestors, from the origin of the surname, and circulation. In other stories parties' revenue collectors were partisan; Parties' owner; Special Designation.
Talukadarah a surname is known in our country. A division of the estate after estate to estate. Mughal and British period that all matters relating to land revenue and ranks in the origin and spread Talukder 'of the title. Taluk 'words to be understood from the ranks marmatha. Arabic word 'alluka' meaning the estate and with the Persian dar "is added (taalluka + Dar es) Talukder, was the origin of the word. In fact, the Talukdar, the land and the small estate settlement favors from the government as well as from the landlord. As a result, in the sense that he has been upajamidara Talukder.
Government: The Government, the term came from Persian. Lord's money, the owner, landlord, ruler, King. Earning money and spending and government employees. Mughal period was the title of the country's local rajakarmacaridera. Of the total persons engaged in looking after the head of the government staff, and the property was called. Hindu-Muslim in the ranks of both communities have to use.
Arabic mallikah owner or Mallick 'is derived from the word Mallick' surname. Persian owners or landlords title sabdajata Mallick landholders. The owner or the head of the village community. The pen-rajakarmacarike Mughal era were called Mallik or writer that we know. Maybe that is the surname Mallick.
Hindu-Muslim society is used in the same way mandalah Zone Designation. The past tense of the informal village chief and the village in general is called the Zone. Bengali mandalara ago was highly influential. They enjoyed a lot of work in tropical rights. Raiyats tax collectors and negotiate a compromise to resolve the dispute or rural mandalara effective role. Under no time Patwari, tahsildar, etc. choukidar employee worked. Raiyats manuusa between the government and was known as the mandalara.
Phakirah sannyasabrtti among Muslims, "came from the poor 'title. Fakir took mystic saints' title. This Arabic word, which means the poor. Phakara the Arabic meaning of the word poverty. The origin of the word fakir. People generally poor in the country known as the saint of the poor and the parsi. An ardent follower of any particular religion does not agree with the principles of all religions atmatattbera search for those who are called poor. The Sufi Fakir or Baul theory holders.
According the words of Tagore, the Bengali word thakurah expert Haricharan bandyopadhyayera the (Sanskrit) thakkura 'from> (actual) thakura> (Bengali), Thakur said. Padabigata braksanera the title of the special, it even ksatriyerao title. Chaitanya Bhagavata medieval poetry, "says the author, citing the baincaberao title. For example, Haridas Thakur. Tagore is known as one type of gastric braksanao. However, a Bengali dictionary edited by Sharif Ahmed, "says Thakur really at the root of the Turkish word from Sanskrit thakkura. Hindu-Muslim use both the title.
In our country, there are hundreds of such surname. Bengalis along the path of history and diversity of opinion as to identify unusual memorial.