লটকনের চাষ প্রণালীঃ লটকন বাংলাদেশের অতি সুপরিচিত ফল. ফল গোলাকার ও পাকা অবস্থায় হলুদ. ফলের খোসা নরম ও পুরু. প্রতি ফলে তিনটি করে বীজ থাকে. উৎপাদনের পরিমাণ বেশি না হলেও দেশের সব এলাকাতেই এর চাষ হয়. নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর নেত্রকোণা ও সিলেট এলাকায় লটকন চাষ বেশি হয়. বাজার চাহিদা ব্যাপক হওয়ায় দিনে দিনে এর বানিজ্যিক চাষ বৃদ্ধি পাচ্ছে। এবং এর আর একটি ভালো দিক হলো প্রচুর ফল ধরে। লটকনের ওষুধিগুণঃ ১. লটকন অম্লমধুর ফল. ২. লটকন খাদ্যমানেও সমৃদ্ধ. ৩. ফল খেলে বমি বমি ভাব দূর হয় ও নিবারন হয়. ৪. শুকনো গুঁড়ো পাতা খেলে ডায়রিয়া ও মানসিক চাপ কমায়. চাষ পদ্ধতিঃ মাটি ১. শুনিকাশযুক্ত প্রায় সব ধরণের মাটিতেই লটকনের চাষ করা যায়. ২. তবে বেলে দো-আঁশ মাটি সবচেয়ে উপযোগী. ৩. উঁচু ও মাঝারি উঁচু জমি এবং উন্মুক্ত বা আংশিক ছায়া চাষ করা যায়. চারা রোপণের সময়ঃ ১. বৈশাখ-জ্যৈষ্ঠ মাস গাছ রোপণের উপযুক্ত সময় ২. তবে বর্ষার শেষের দিকে অর্থাৎ ভাদ্র-আশ্বিন মাসেও গাছ লাগানো যায়. রোপণের দূরত্বঃ ১. সারি থেকে সারির দূরত্ব ৬ মিটার ২. চারা থেকে চারার দূরত্ব ৬ মিটার গর্ত তৈরিঃ ১. গর্তের আকার হবে ৯০ সেমি ২. গর্ত করার ১০ - ১৫ দিন পর প্রতি গর্তে নিম্নরূপ হারে সার প্রয়োগ করে মাটির সঙ্গে ভালভাবে মিশিয়ে গর্ত ভরাট করতে হবে. সার সারের পরিমাণ / গর্তঃ ১) গোবর / জৈব সার ১৫ -২০ কেজি ২) টিএসপি ৫০০ গ্রাম ৩) এমপি ২৫০ গ্রাম ৩. গর্ত ভর্তি করার সময় মাটি শুকনা হলে গর্তে পানি দিয়ে মাটি ভিজিয়ে দিতে হবে. চারা রোপণ ও পরিচর্যা ১. সাধারণত বীজ দিয়ে লটকনের বংশ বিস্তার করা যায়. ২. সমতল জমিতে বর্গাকার বা আয়তাকার পদ্ধতিতে লটকনের চার লাগানো যেতে পারে. ৩. গর্ত ভর্তি করার ১৫ - ২০ দিন পর গর্তের মাঝখানে নির্বাচিত চারা সোজাভাবে লাগিয়ে চারদিকে মাটি দিয়ে চেপে দিতে হবে. ৪. চারা লাগানোর পর পর পানি দিতে হবে. ৫. প্রতি ১ -২ দিন অন্তর পানি দিতে হবে. ৬ . প্রয়োজনবোধে বাঁমের খুঁটি ও বেড়ার ব্যবস্থা করতে হবে. সার প্রয়োগঃ প্রতি বছর পূর্ণবয়স্ক গাছে নিম্নরূপ হারে সার প্রয়োগ করতে হবে. সারের নাম সারের পরিমাণ / গাছ ১) গোবর / জৈব সার ১৫-২০ কেজি ২) ইউরিয়া ১ কেজি ৩) টিএসপি ০ . ৫ কেজি ৪) এমপি ০ . ৫ কেজি অথবা, মিশ্রসার প্রয়োগ করলে নিম্নরূপ হারে সার প্রয়োগ করতে হবে. সারের নাম সারের পরিমাণ / গাছঃ ১) গোবর / জৈব সার ১৫-২০ কেজি ২) এনপিকেএস মিশ্র সার (১২-১৫-২০-৬) ১ কেজি উপরোক্ত সার গাছের গোড়া থেকে 1 মিটার দূরে যতটুকু জায়গায় দুপুুর বেলা ছায়াপড়ে ততটুকু জায়গায় ছিটিয়ে কোঁদাল দিয়ে কুপিয়ে মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে. সেচ : ১. চারা রোপণের প্রথম দিকে ঘন ঘন সেচ দেয়া দরকার ২. ফল ধরার পর দু'একটা সেচ দিতে পারলে উপকার পাওয়া যায়. ডাল ছাঁটাইঃ ১ . গাছের মরা, রোগাক্রান্ত ও কীটাক্রান্ত ডাল ছাঁটাই করে দিতে হবে. ফল সংগ্রহঃ শীতের শেষে গাছে ফুল আসে. আষাঢ়-শ্রাবণ মাসে ফল পাকে. তথ্য : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। * সকল কৃষক ভাই ও বোনদের জন্য শুভ কামনায়--
The most well-known fruit cultivation Method Annatto Annatto. Round and ripe yellow fruit. Soft and thick skin. As a result, there is the three seed. The amount of production is grown in all the areas of the country, if not more. Narsingdi, Manikganj, Gazipur Netrakona and Sylhet areas are cultivated more Annatto. Due to widespread market demand for commercial cultivation is increasing day by day. And it is a good thing and a lot of fruit. Annatto osudhigunah 1. Annatto amlamadhura fruit. II. Annatto khadyamaneo rich. 3. Eating fruit is sedated and eliminating nausea. 4. Crushed dried leaves playing diarrhea and reduces stress. 1. soil cultivation methods. Almost all kinds of soil can be cultivated sunikasayukta Annatto. II. However, the most useful sandy loamy soil. 3. Or partial shade and exposed to high and medium high land can be cultivated. Time: 1 planting. April is a good time to plant two-Jaistha month. However, the rainy season can be planted at the end of the month of Bhadra-Ashwin. Duratbah planting 1. The row to row distance of 6 meters. 1 hole tairih plant to plant distance of 6 meters. The size of the hole should be 90 cm. Holes 10 - 15 days after fertilization at which the holes are well mixed with the soil to fill the hole. The amount of fertilizer fertilizer / gartah 1) of dung / manure, 15 kg -২0 ii) 500 g 3 TSP) MP 3 and 50 grams. While filling the hole with water in the pit when the soil is dry to wet soil. Planting and Care 1. Annatto seeds are usually propagate. II. Annatto square or rectangular four-way flat land can be fitted. 3. Filling holes 15 - 0 days in the middle of the hole with soil down around the plant should be set straight. 4. After planting, the water will be. 5. II days will give water to the 1. 6. Left poles and fences can be arranged if necessary. Prayogah fertilizer plants are grown each year at the rate of fertilizer should be applied. The name of the amount of fertilizer fertilizer / tree 1) dung / manure 1520 kg) of urea 1 kg 3) 0 TSP. 5 kg 4) 0 MP. 5 kg, or, if they are applied at the rate of compost fertilizer should be applied. The name of the amount of fertilizer fertilizer / gachah 1) dung / manure 1520 kg) enapikeesa compound fertilizer (1215206) 1 kg in the above extract from the root of the tree as far as 1 meter away dupuura place in the sun as much as chayapare sprinkle with komdala hacked to the ground should be well mixed. Irrigation: 1. The early planting should be irrigated frequently. If a few of the benefits available to irrigate fruit. Chamtaih 1 pulse. Dead trees, pruning diseased branches, and should be kitakranta. Getting fruit trees bloom in the winter. Ashar-fruit is harvested in the month of Shravan. Information: Department of Agricultural Extension. * Good for your brothers and sisters of all farmers kamanaya
|