সফল ট্রেডার/বিনিয়োগকারীরা টাকায় টাকা আনে এই প্রবাদ বাক্যের বাস্তব জীবনের প্রয়োগ দেখান সময়ের সাথে উপযুক্ত পোর্টফলিও ম্যানেজমেন্ট করে।
তাঁরা পোর্টফলিও ম্যানেজমেন্টকে কতটুকু গুরুত্ব দিয়ে থাকেন তা কাছ থেকে না দেখলে বুঝতে পারা একটু কষ্ট বৈকি। তবে, আপনি যদি শেয়ার মার্কেট থেকে ২ টাকা লাভ করে ১০ টাকা লস করেন তাহলে দেরিতে হলেও আপনি নিজেও পোর্টফলিও ম্যানেজমেন্টের গুরুত্ব বুঝে যাবেন।
এর আগের পর্বে আপনারা শেয়ার ব্যবসা থেকে কিভাবে লাভ পাওয়া সম্ভব তা জানতে পেরেছেন। আজকে আমরা আপনাদের জানাতে চাই পুঁজিভেদে পোর্টফলিওতে কয়টা শেয়ার থাকা উচিত।
আপনার পোর্টফলিওতে আপনি কয়টি শেয়ার রাখবেন সেটার মূল চাবিকাঠি হচ্ছে আপনার পুঁজি। আপনার পুঁজি যত বেশি হবে আপনার শেয়ার ক্রয় করার সুযোগও তত বেশি বাড়বে। আর সুযোগ যত বেশি বাড়বে তত বেশি শেয়ারে আপনার পোর্টফলিও ভরপুর হয়ে আপনার লক্ষ্য লাভ করার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। কেন করবে?
আচ্ছা, আপনি ভাবুন আপনার ১ কোটি টাকা বিনিয়োগ আছে আপনি যদি ট্রেডার হন তাহলে একসাথে কয়টা শেয়ারে বিনিয়োগ করে সেসবের মুভমেন্ট ফলো করতে পারবেন? ১৫-২০ টা যদি আপনার উত্তর হয় তাহলে বলতে হচ্ছে আদৌ কি আপনি এতো শেয়ারের ট্রেড একসাথে ম্যানেজ করতে পারবেন?
আবার, যাদের বিনিয়োগ কম তাদেরকেও বলতে হচ্ছে যে, আপনাদের অনেকেই পুঁজি অল্প থাকার দরুন অল্প পরিমাণে অনেক কোম্পানির শেয়ার কিনেন। এতো কোম্পানির শেয়ার কিনে আপনাদেরও কি আদৌ কোন উপকার হচ্ছে?
আপনি ততটুকুই খেতে পারেন যতটুকু আপনার ক্ষমতা আছে। লোভে পড়ে মুখরোচক খাবার অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেললে কি হয় তা তো আপনাদের সবারই আছে। স্টক মার্কেটের স্টকগুলো আপনার পোর্টফলিও এর জন্য মুখরোচক খাবার। বুঝে শুনে খেতে হবে।
আসুন, পুঁজির রকমফেরে একটা অতি সাধারণ হিসেব দেখি পোর্টফলিওকে খুব সহজেই নিজের আয়ত্তে রাখার জন্য।
১। পুঁজি ৫০,০০০ টাকা = ১ টা কোম্পানির শেয়ার
২। পুঁজি ৫০,০০০ – ১,০০,০০০ টাকা = ১-২ টা কোম্পানির শেয়ার
৩। পুঁজি ১,০০,০০০ – ৫,০০,০০০ টাকা = ১-৪ টা কোম্পানির শেয়ার
৪। পুঁজি ৫,০০,০০০ – ২০,০০,০০০ টাকা = ১-৫ টা কোম্পানির শেয়ার
৫। পুঁজি ২০,০০,০০০ – ৫০,০০,০০০ টাকা =৫-৬ টা কোম্পানির শেয়ার
৬। পুঁজি ৫০,০০,০০ – ১,০০,০০,০০০ টাকা = ৬-৮ টা কোম্পানির শেয়ার
৭। পুঁজি ১,০০,০০,০০০ – ১০,০০,০০,০০০ টাকা = ৬-১০ টা কোম্পানির শেয়ার
৮। পুঁজি ১০,০০,০০,০০০ টাকার অধিক = ১০-২০ টা কোম্পানির শেয়ার
এখানে উল্লেখ্য যে, পুঁজির সমস্ত টাকা একবারে বিনিয়োগ না করে ধাপে ধাপে বিনিয়োগ করা উচিত এবং পুঁজির ২০-৩০% টাকা সব সময় হাতে রাখা ভালো।
উপরের এই সাদামাটা হিসেব দেখে অল্প পুঁজির সাধারণ বিনিয়োগকারীরা হতাশ হতে পারেন। কিন্তু তাঁদের বলতে চাই আপনারা একটু চিন্তা করুন এই কোম্পানির শেয়ার একটু ঐ কোম্পানির শেয়ার একটু এইরকম করে ক্রয় করে পোর্টফলিও শেয়ারে ভরিয়ে মাস শেষে বা বছর শেষে কতটুকু লাভ আপনারা করতে পারেন?
=
Successful traders / investors who paid money to see this proverb applies to real life, the time is appropriate portfolio management.
What is the importance of portfolio management that they've never seen from him laugh a little hard to understand. However, if you got the money from the stock market loss of Rs 10, but if you are late, you will also understand the importance of portfolio management.
In the previous episode, you have to know it is possible to learn how to trade shares. Today we want to tell you how many shares should be pumjibhede portfolio.
Remember how many shares you have in your portfolio is the key to your capital. The more capital you have, the more you will be able to purchase shares. The more you share, the more chance they will be filled with your portfolio to gain your goals will create a problem. Why is that?
Well, if you think you have to invest 1 billion if traders are able to follow up the movement of their bets by investing in shares? If your answer is 1520, if at all, to say what you are able to manage so many shares to trade up?
Again, that is to say, those whose investment is less, due to a small amount of capital Many of you are buying a lot of shares of the company. The company's shares so purchased apanaderao any benefit at all what's going on?
As much as you can eat as much as you have the ability. Yummy food I had eaten too much greed is what it is all you have. Yummy food for your portfolio of stocks in the stock market. Carelessly to eat.
Come on, let's portfolio capital rakamaphere a common estimate is very easy to master.
1. The company's share capital 50,000 = 1 am
II. Funding 50,000 - 100,000 shares at Rs =: 1
3. Capital 100,000 - 500,000 shares at Rs = 1-4
4. Capital 500,000 - 2000000 shares at Rs = 1-5
5. 2000000 Capital - Rs 50,00,000 shares = 5-6
6. 50,00,00 capital - Rs 1,00,00,000 shares = 6-8 pm
7. 1,00,00,000 capital - 100,000,000 shares at Rs 6-10 =
8. Funding worth more than 100,000,000 shares = 10-0 pm
Note here that the capital invested at a time, not all the money should be invested step by step, and 0-30% of capital in the hands of the money is good all the time.
This simple calculation at the top of a small capital investors may be disappointed. But I want to tell them that you think the stock is a little bit like the company's shares in the portfolio of shares purchased to fill the end of the month or at the end of the year, how much can you gain?