পেয়ারার জেলি
কিছু কিছু খাবার আছে যা ছোটবড় সবার কাছেই প্রিয়। এসব খাবারের মধ্যে পেয়ারার জেলি অন্যতম। পেয়ারার জেলি সুস্বাদু ও পুষ্টিকর। আমাদের দেশে সারাবছরই নানান সুস্বাদু ফল জন্মে। ফল ছোটবড় সবার কাছেই বেশ প্রিয়। এসব কাঁচাপাকা ফল খাওয়ার পাশাপাশি এগুলো দিয়ে নানা ধরনের জেলি বানানো যায়, যা সবাই পছন্দ করে। আম, কমলা, আনারস, পেয়ারা, লিচু প্রভৃতি ফল দিয়ে জেলি তৈরি করা হয়। সাধারণত পাকা ফল দিয়ে জেলি তৈরি করা হয়। জেলি সাধারণত পাউরুটি, বিস্কুট ইত্যাদির সাথে মিশিয়ে খাওয়া হয়।
Guava Jelly
Some of the smallest to the greatest food that everyone loved. The food is one of the guava jelly. Guava Jelly delicious and nutritious. Many delicious fruits grown in our country throughout the year. The smallest to the greatest everyone is quite dear. The grizzled with them, as well as various types of fruit jelly can be made, which everyone likes. Mango, orange, pineapple, guava, litchi, etc. are made with fruit jelly. Usually jelly is made with ripe fruit. Jelly is usually bread, cookies, etc. are mixed with eating.
|