একশত ভাগ রপ্তানিমুখী হলে আপনি শুল্ক বিভাগ হতে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স সুবিধা নিয়ে শুল্কমুক্ত কাঁচামাল আমদানি করে খরচ কমাতে পারেন। অবশ্যই এক্ষেত্রে আপনাকে পণ্য ১০০ ভাগ রপ্তানি করতে হবে। নতুবা শুল্কমুক্ত কাঁচামাল আমদানি না করে আপনি শুল্ক, কর ইত্যাদি প্রদান করে কাঁচামাল আমদানি বা স্থানীয়ভাবে ক্রয় করে পণ্য উৎপাদন করতে পারেন। সেই ক্ষেত্রে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সের প্রয়োজন হবে না। রপ্তানির পর আপনি ডিউটি ড্রব্যাক বা বর্তমান নিয়ম অনুযায়ী ২৫ শতাংশ ক্যাশ বেনিফিট পেতে পারেন। ডিউটি ড্র ব্যাক DEDO অফিস থেকে নিয়ম অনুযায়ী দাবি করতে হবে। আর ক্যাশ বেনিফিট ২৫ শতাংশ আপনার ব্যাংক -এর মাধ্যমে আবেদন করে সংগ্রহ করতে হবে।
শুল্ক কর্তৃপক্ষের নিকট হতে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স -এর আবেদনের সঙ্গে প্রয়োজনীয় দলিলাদি পেশ করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
১. নির্ধারিত ফরমে আবেদনপত্র
২. ১০০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে তিন কোটি টাকার বন্ড
৩. ট্রেড লাইসেন্স
৪. আমদানি নিবন্ধন প্রত্যয়নপত্র (আইআরসি) শিল্পখাতভূক্ত
৫. রপ্তানি নিবন্ধন প্রত্যয়নপত্র (ইআরসি)
৬. লিমিটেড কোম্পানি হলে মেমোরেন্ডাম ও আর্টিক্যালস অব এসোসিয়েশন এবং সার্টিফিকেট অব ইনকর্পোরেশন
৭. টিআইএন (টিন)
৮. ভ্যাট নিবন্ধনপত্র
৯. ব্যাংক সচ্ছলতার সনদপত্র
১০. বিজিএমইএ/বিএনটিএমইএ/বিসিসিএমএ/বিটিএমএ বা সংশ্লিষ্ট সমিতি -এর সদস্য সনদপত্র
১১. বাড়ি ভাড়ার চুক্তি অথবা মালিকানার দলিল
১২. পরিবেশ অধিদপ্তরের অনাপত্তিপত্র
১৩. পিডিবি -এর ছাড়পত্র
১৪. বিনিয়োগ বোর্ড কর্তৃক নিবন্ধনপত্র
১৫. বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স জারির জন্য বিনিয়োগ বোর্ডের সুপারিশপত্র
১৬. লাইসেন্স ফি ১০০০ টাকার ট্রেজারি চালান
১৭. জাতীয়তার সনদপত্র
১৮. পরিচালকবৃন্দ/মালিকের পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত ছবি।
১৯. মেশিনারিজ আমদানির দলিলাদি
২০. কারখানার নীল-নকশা ২ সেট
২১. ফায়ার সার্ভিসের সনদপত্র
২২. ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ঘোষণাপত্র।
ইদানিং বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তর, শুল্ক ও আবগারি বিভাগের ভ্যাট রেজিষ্ট্রেশন, ফায়ার বিভাগ থেকে লাইসেন্স, আমদানি-রপ্তানি অধিদপ্তর থেকে ERC, IRC সংগ্রহ করতে হয়।
বিস্তারিত তথ্যের জন্য:
কাস্টমস বন্ড কমিশনারেট
৩৪২/১ সেগুনবাগিচা, ঢাকা-১০০০
রপ্তানী সম্পর্কিত পোষ্ট সমূহ ধারাবাহিক ভাবে পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে রাখতে ভুল করবেন না।
তথ্যসুত্র:এসএমই বিজনেস ম্যানুয়াল, ১ম এডিশন
If you are one hundred percent export customs bonded warehouse license to take advantage of duty-free imported raw materials can reduce costs. In this case you will have to export 100 percent of the product. Otherwise, you are not duty-free imported raw materials, tariffs, taxes, etc. that provides raw materials imported or locally produced products that you can purchase. In that case, bonded warehouse license will not be required. After the export duty or drabyaka 5 percent under current rules can get cash benefits. Duty Draw Back DEDO claim to be from the office according to the rules. 5 per cent of the cash benefits through the application will need to collect your bank.
Customs bonded warehouse license from the authorities of the required documents to be presented with the application.
Required documents
1. Application in the prescribed form
II. Non-judicial stamp of Rs 1,000 crore in three Bond
3. Trade License
4. Import registration certificate (IRC) silpakhatabhukta
5. Export registration certificate (ERC)
6. Limited company and the memorandum of association and certificate of incorporation artikyalasa
7. TIN (Tin)
8. VAT registration
9. Bank Solvency Certificate
10. বিজিএমইএ/বিএনটিএমইএ/বিসিসিএমএ/বিটিএমএ Certificate or a member of the association
11. Home ownership deed or rental agreement
1. DoE no objection certificate
13. Clearance of PDB
14. Registration by the Board of Investment
15. Bonded warehouse license issued recommendation to the Board of Investment
16. 1000 Treasury license fee invoice
17. Certificate of nationality
18. Directors / owners of two copies of passport size photos.
19. Documents to import machineries
0. Two sets of blue-design factory
1. Fire Certificate
Twenty. Declaration of non-judicial stamp of Rs 100.
Today, bonded warehouse license for the Department of Environment, Department of Customs and Excise, VAT registration, a license from the fire department, import-export department of the ERC, IRC is collected.
For more information:
Customs Bond Commissionerate
3421 Segunbagicha, Dhaka-1000
Get in the way of exports posted a series of activities like our Facebook page to keep up with, do not make a mistake.
Tathyasutra: SME Business Manual, 1st Edition
|