বর্তমান সময়ে ওষুধের দোকান বা ফার্মেসীর ব্যবসা খুবই লাভজনক একটি ব্যবসা। এ ব্যবসায় করতে হলে প্রয়োজন হয় লাইসেন্স করার। আর এ সস্পর্কিত বিস্তারিত জানানোর চেষ্টা করব আপনাদের…
ওষুধের দোকান বা ফার্মেসী খুলে বৈধভাবে ওষুধের ব্যবসা করতে চাইলে ড্রাগ লাইসেন্স নেয়া জরুরি। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ ঔষধ প্রশাসনের কাছ থেকে ড্রাগ লাইসেন্স নিতে হয়।
ঔষধ প্রশাসনের নির্ধারিত ফরম-৭ এর মাধ্যমে আবেদন করতে হয় ড্রাগ লাইসেন্স এর জন্য। আর সাথে জমা দিতে হয় কিছু কাগজপত্র। চলুন জেনে নিই কি কি কাগজপত্র আপনাকে জমা দিতে হবে সে সম্পর্কে।
১. ব্যাংক স্বচ্ছলতার সনদপত্র।
২. লাইসেন্স ফি জমা দেয়ার ট্রেজারী চালান।
৩. দোকান ভাড়ার রসিদ বা চুক্তিপত্রের সত্যায়িত ফটোকপি। নিজস্ব দোকান হলে দলিলের ফটোকপি।
৪. ফার্মাসিস্টের অঙ্গীকারপত্র।
৫. পৌর এলাকার ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের কপি।
ফার্মাসিস্টের সনদের জন্য ফার্মেসী কাউন্সিল থেকে আপনাকে ছয় মাস মেয়াদী একটি কোর্স করতে হবে। প্রতি তিন মাস পর পর ঔষধ প্রশাসনের সভা হয়, যেখানে তথ্যগুলো যাচাই বাছাই সাপেক্ষে লাইসেন্স প্রদান করা হয়।
লাইসেন্স ফি ট্রেজারী চালানের মাধ্যমে জমা দিতে হয়। পৌর এলাকার জন্য এই ফি ৩,০০০ টাকা এবং পৌর এলাকার বাইরে ১,৫০০ টাকা।
দুই বছর পর পর লাইসেন্স নবায়ন করতে হয়। পৌর এলাকার জন্য নবায়ন ফি ২,০০০ টাকা এবং পৌর এলাকার বাইরে এটি ১,০০০ টাকা।
নতুন লাইসেন্স নিতে হলে দুই থেকে তিন মাস সময় লাগে যাচাই বাছাইয়ের জন্য। আর লাইসেন্স নবায়নের জন্য পাঁচ থেকে সাত কর্ম দিবস অপেক্ষা করতে হয়।
এ সম্পর্কিত তথ্যের জন্য আপনি যোগাযোগ করতে পারেন। ঔষধ প্রশাসন, ১০৫-১০৬, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। টেলিফোন: ৮৮০-২-৯৫৫৬১২৬, ৯৫৫৩৪৫৬ ফ্যাক্স: ৮৮০-২-৯৫৬৮১৬৬
ই-মেইল:drugs@citech.net
At the present time a drugstore or pharmacy business is a very profitable business. If you are required to be licensed to do business. And I'll try sasparkita details ...
If you want to do business in a drugstore or pharmacy drugs, drug license needed to be legally opened. Ministry of Health and Family Welfare, Government of Bangladesh under the administration of medication from the drug required to be licensed.
7 Drug Administration in the prescribed form to apply for a drug license. And some of the documents are submitted. Let's assume that you need to submit documents about what.
1. Bank solvency certificate.
II. License fees to run the Treasury.
3. Rent receipt or contract attested photocopy shop. Photocopy of the document's own store.
4. Bond pharmacist.
5. Trade License copy of the municipal areas.
Charter pharmacist pharmacy council for a term from six months to take a course. Drug administration is meeting every three months, where information is provided to you subject to scrutiny.
Treasury shipment are required to submit the license fee. The fees for the municipal area of 3,000 rupees and 1,500 rupees outside the municipal area.
Two years after the license is renewed. Pay the renewal fee for the 2000 municipal areas and 1,000 in urban areas outside.
It takes two to three months to get a new license for the new sorting. The license renewal process for five to seven days to wait.
For related information, you can contact. Drug Administration, 105-106, Motijheel Commercial Area, Dhaka-1000. Telephone: 88029556126, 9553456 Fax: 88029568166
E-mail: drugs@citech.net
|