Online result:
http://www.educationboard.gov.bd/
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তার সরকারি বাসভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সব বোর্ড চেয়ারম্যানদের সাথে নিয়ে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন। বেলা ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। এরপরই ইন্টারনেট ও মোবাইল ফোনে এসএমএসর মাধ্যমে ফলাফল জানা যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠান ও তাদের ওয়েবসাইট ছাড়াও মোবাইল ফোনের এসএমএসর মাধ্যমে ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে।
মোবাইল ফোনে এসএসসির ফল পেতে SSC লিখে স্পেস দিয়ে বের্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে। (উদাহরণ : SSS DHA 123456 2015)
আর মাদরাসা বোর্ডের জন্য DAKHIL স্পেস MAD স্পেস 2015 লিখে ১৬২২২ ও কারিগরি বোর্ডের জন্য SSC স্পেস TEC স্পেস ২০১৫ লিখে ১৬২২২ পাঠালে ফল জানা যাবে।
এবারের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা গত ১ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ শেষ হয়েছে এবং ব্যবহারিক পরীক্ষা ৯ মার্চ শুরু হয়ে ১৪ মার্চ শেষ হয়েছে। শিক্ষা বোর্ডগুলোর দেয়া তথ্যানুসারে, এসএসসি ও সমমানের পরীক্ষায় তিন ধারায় (স্কুল-মাদরাসা-কারিগরি) এ বছর দেশের ২৮ হাজার ১১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন শিক্ষর্থী অংশ নিয়েছিল।
=
According to the Ministry of Education, at 10 am in the hands of Prime Minister Sheikh Hasina at her official residence, Education Minister Nurul Islam Nahid will be presented the summary of all the results, along with the chairmen of the board. 1 pm press conference at the Secretariat will be officially announced the results. Then the results will be known on the internet and mobile phones via SMS.
In addition to their educational institutions and educational boards in mobile phones through SMS (www.educationboardresults.gov.bd) Students will learn the results.
SSC SSC results on mobile phones to write the first three letters of berdera space space space roll number and send to 16222, type 015. SMS will return results. (Example: SSS DHA 123456 2015)
MAD DAKHIL space and space for Madrasa Board and Technical Board SSC 2015 by entering 16222 16222 Property type TEC 015 spaces will be sending the results.
The SSC starts on March 8, February 1 written test and practical test ended ended March 14 March 9 starts. According to the education boards, the SSC and equivalent examinations in three sections (school-Madrasa-tech) in the year 119 of the country's 8 million 51 thousand 523 people in 16 educational institutions took part in pupil.
|