লোকালহোষ্ট ইনষ্টল করা
. যদি আপনার কাছে wamp সফটঅয়্যারটি না থাকে তাহলে (www.wampserver.com) সাইট থেকে ডাউনলোড করে নিনএবং ইনষ্টল করুন।
. টাস্কবার থেকে সফটঅয়্যারটির আইকন রাইট-ক্লিক করে সবগুলি সার্ভিস চালু করুন।
. আপনার ব্রাউজার (ইন্টারনেট এক্সপ্লোরার অথবা ফায়ারফক্স ইত্যাদি) ওপেন করুন এবং এড্রেসবারে টাইপ করুন http://localhost
Howdy, folk! লেখা একটি পেজ ওপেন করে। এইনামে একটি ফাইল রয়েছে আপনার লোকালহোষ্ট নামের ফোল্ডারে। ফাইলটি রয়েছে index.php নামে আপনার হার্ডডিস্কের C:\wamp\www ফোল্ডারে। এখানে যে ফাইল রাখবেন সেটা ব্রাউজারে ব্যবহার করা যাবে ইন্টারনেটে থাকা ফাইলের মত। এর অর্থ আপনার লোকাল সার্ভার ইনষ্টলেশন ঠিক আছে এবং PHP ঠিকভাবে কাজ করছে। এটা আপনার root ফোল্ডার। ওয়ার্ডপ্রেস সফটঅয়্যার ইনষ্টল করতে হবে এই ফোল্ডারে।
. যদি ঠিক না থাকে তাহলে কোথায় সমস্যা খুজে বের করুন এবং আবার চেষ্টা করুন
|