জাভা
জাভা একটি প্রোগ্রামিং ভাষা। সান মাইক্রোসিস্টেম ৯০ এর দশকের গোড়ার দিকে জাভা ডিজাইন করার পরে এটি অতি দ্রুত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষার একটিতে পরিণত হয়। জাভা’র এই জনপ্রিয়তার মুল কারণ এর বহনযোগ্যতা অর্থাৎ বিভিন্ন প্লাটফর্মে ব্যবহার করা যায়, নিরাপত্তা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং ওয়েব প্রোগ্রামিংয়ের পরিপূর্ণ সমর্থন। স্যাম’স ক্লাব, অ্যামাজন, অ্যাপল অ্যাপ স্টোরসহ অধিক ট্রাফিকের ওয়েবসাইটে এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়।
|