কিভাবে কম্পিউটারকে রাখবেন ভাইরাস মূক্ত: এন্টিভাইরাস ছাড়া
কিভাবে কম্পিউটারকে রাখবেন ভাইরাস মূক্ত: এন্টিভাইরাস ছাড়া
ভাইরাস কীভাবে কম্পিউটারে প্রবেশ করে
১) পেনড্রাইভ,ডিস্ক,মেমরী কার্ড বা অন্য যেকোনো এক্সটারনাল ডিভাইসের মাধ্যমেঃ্ভাইরাস আছে, এমন ডিভাইস কম্পিউটারে কানেকশান পাওয়ার পরে যখন আপনি তা ওপেন করবেন, তখন।
২) ইন্টারনেট থেকেঃযখন আপনি ভাইরাস আছে,এমন কোনো সাইটে প্রবেশ করবেন।
এক্সটারনাল ডিভাইসের ভাইরাস থেকে কিভাবে পিসি কে মুক্ত রাখতে পারি।।
১) যেহেতু,ভাইরাস ইনফেক্টেড এক্সটারনাল ডিভাইস(যেমন পেনড্রাইভ)ওপেন করার পরেই ভাইরাস পিসিতে প্রবেশ করে,তাই এগুলো পিসিতে কানেকশান দেয়ার পরে তা ওপেন করা থেকে বিরত থাকতে হবে।ভাবছেন,তাহলে ডাটা ট্রান্সফার করবেন কীভাবে?এই ব্যাপারে একটু পরেই বলবো।
২) কখনো কখনো এক্সটারনাল ডিভাইস পিসিতে কানেকশান পাওয়ার সাথে সাথে তা নিজে থেকেই ওপেন হয়।ফলে,ভাইরাস পিসিতে প্রবেশ করে ফেলে।তাই,ডিভাইস যেনো অটোম্যাটিকেলী ওপেন না হয় তাই নিচের পন্থা অনুসরন করতে পারেন।
ক) start থেকে run এ গিয়ে টাইপ করুন, gpedit.msc । এরপর ok বাটনে ক্লিক করুন।
খ) এর ফলে নিচের মত একটি উইন্ডো দেখতে পাবেন।এই উইন্ডো থেকে computer configuration সিলেক্ট করুন।
গ) এখান থেকে administrative tamplates->system এ যান।এখানে নিচের মত উইন্ডো পাবেন।এখান থেকে turn off autoplay তে ডাবল ক্লিক করুন।
ঘ) নিচের মত উইন্ডো পাবেন।এখান থেকে “turn off autoplay” enable করুন এবং এর নিচে লেখা “turn off autoplay on” ড্রপ-ডাউন বক্স থেকে “All drives” সিলেক্ট করুন,এরপর ok বাটনে ক্লিক করুন।
এখন কোনো পেনড্রাইভ পিসিতে প্রবেশ করালেও তা আর নিজে থেকে খুলবে না।
২) এখন ডাটা ট্রান্সফার করবেন কীভাবে?এর জন্য আপনাকে এমন কিছু করতে হবে যেনো,পেনড্রাইভ বা অন্য যে কোনো ডিভাইস যা আপনি পিসিতে লাগিয়েছেন তা যেনো না খুলেই তা থেকে ডাটা নিতে পারেন।এজন্য আপনাকে ছোট্ট একটি সফটওয়্যার ইন্সটল করতে হবে।
http://www.explorerxp.com/explorerxpsetup.exe
সফটয়্যারটি ইন্সটল করার পরে রান করলে নিচের মত উইন্ডো পাবেন যার বামপাশে আপনার পিসির সব ড্রাইভগুলো দেখা যাবে।যেকোনো ড্রাইভে ক্লিক করলে এর ডানপাশে ঐ ড্রাইভের কন্টেন্ট দেখতে পাবেন।এখন বামপাশ থেকে পেনড্রাইভটি সিলেক্ট করলে ডানে এর ডাটা দেখতে পাবেন।যদি এতে ভাইরাস থাকে,তবে তাও দেখতে পাবেন(এমনকি hidden ফাইলও)।এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় ফাইলগুলো নিয়ে নিন,আর পেনড্রাইভের ভাইরাসকে পেনড্রাইভেই রেখে দিন।(উল্লেখ্য,কোনো ফোল্ডারের নামের সাথে .exe এক্সটেনশান থাকলে তা অবশ্যই ভাইরাস,এগুলো কপি করা থেকে বিরত থাকুন।)
লক্ষ্য করুন উপরে বামে পেনড্রাইভে ক্লিক করার ফলে ডানপাশে এর কন্টেন্টগুলো দেখা যাচ্ছে।এগুলোর মধ্যে .exe এক্সটেনশানযুক্ত একটি ফোল্ডার(hasjfdh.exe) আছে।এটি একটি ভাইরাস।
৩)যারা ভাইরাস সনাক্ত করতে পারেন না,তারা এমন কোনো থিম ব্যবহার করতে পারেন যা ফোল্ডারের কালার বা চেহারা/আইকন change করে,ফলে আপনার পেনড্রাইভের এবং পিসির ফোল্ডারের কালার বা চেহারা/আইকন change হবে(উদাহরনস্বরূপ,আপনি universal vista inspirat Brico Pack Ultimate 2 1.0 ব্যবহার করতে পারেন। কিন্তু যেসব ফোল্ডারের চেহারা/আইকন পরিবর্তিত হবে না,সেগুলোই হলো ভাইরাস,এছাড়াও পেনড্রাইভে অনাকাঙ্খিত বা উদ্ভট টাইপের কন্টেন্ট থাকলে সেগুলোও ভাইরাস হিসেবে আপনি ধরে নিতে পারেন।
ডাউনলোড করুন এখান থেকে।)
http://www.softpedia.com/get/Desktop-Enhancements/Themes/Universal-Vista-Inspirat-Brico-Pack.shtml
৪) কাজ শেষে পেনড্রাইভটি খুলে ফেলুন ভাইরাসসহ অথবা যদি চান তবে ফরম্যাটও করে আপনার পিসির ডাটা এতে ট্রান্সফার করতে পারেন।
উপরোল্লিখিত উপায়ে আপনি ভাইরাস থেকে পিসিকে মুক্ত রাখলেও আপনার পিসিতে যদি আগে থেকেই ভাইরাস থাকে সেক্ষেত্রে কি করবেন?তার জন্য আপনি কয়েকটি এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করে(যেহেতু একটা এন্টিভাইরাস সব ভাইরাস নাও ধরতে পারে) নিশ্চিত করুন যে,আপনার পিসিতে আর কোনো ভাইরাস নেই।তারপর উপরের পদ্ধতি apply করতে পারেন।
ভাইরাস যদি সিষ্টেম ড্রাইভে না থেকে অন্য ড্রাইভে থাকে তবে ত এক্সপি সেটআপে কাজ হবে না, কারণ এতে শুধু সিস্টেম ড্রাইভই ফরম্যাট হবে,অন্য ড্রাইভের ভাইরাস অন্য ড্রাইভেই থাকবে।
|