ভাইরাসের বিড়ম্বনা আর না
স্বয়ংক্রিয়ভাবে যাতে এটি না ছড়ায়, সে জন্য পেনড্রাইভের অটো-প্লেকে বন্ধ করে দিতে হবে। উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমের জন্য রানে গিয়ে gpedit.msc লিখে এন্টার চাপুন। এখানে Computer Configuration > Administrative Templates > Windows Components > AutoPlay Policy-এ ঢুকে যান। এখানে Turn off Autoplay দুই ক্লিক করে খুলে এখান থেকে Enabled নির্বাচন করে Turn off Autoplay on: থেকে All drives নির্ধারণ করে ওকে চাপুন। Default behavior for Autorun-এ গিয়ে Do not commands নির্বাচন করে OK চেপে বের হয়ে আসুন। আবার রানে গিয়ে services.msc লিখে এন্টার চাপুন। এখান থেকে Shell Hardware Detection খুঁজে নিয়ে সেটি খুলুন। Starup type থেকে Disabled বেছে নিয়ে নিচের Stop বোতাম চাপুন। কিছুক্ষণ অপেক্ষার পর Service status-এ Stopped দেখালে Apply করে বের হয়ে আসুন। তাহলে পেনড্রাইভ আর স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হবে না।
এবার নোটপ্যাড চালু করে তাতে attrib -h -r -s *.* লিখে File > Save as-এ গিয়ে UnHide.bat নামে তা সংরক্ষণ (সেভ) করে পেনড্রাইভে রাখুন। এখন এটিতে দুই ক্লিক করলে কোনো ফাইল যদি অদৃশ্য (হাইড) হয়ে যায় তখন সেটি দেখাবে। যেকোনো ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে ড্রাইভ লেটার (যেমন M লিখে এন্টার চাপলে পেনড্রাইভের সব ফাইল দেখা যাবে। এবং প্রয়োজনে সেখান থেকে ফাইল নেওয়া যাবে।
|