ছেলেঃ তুমি আমাকে কতটা ভালোবাসো?~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Blogs, Variety >>> ছেলেঃ তুমি আমাকে কতটা ভালোবাসো?

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

ছেলেঃ তুমি আমাকে কতটা ভালোবাসো।
মেয়েঃ যতটা আমার মনের
ভান্ডারে আছে ঠিক ততটা ।
ছেলেঃ তোমার পরিবার আর আমার
মাঝে কাকে বেশী ভালোবাসো ?
মেয়েঃআমি যখন হাঁটতে শিখি তখন
বার বার হোঁচট খেয়ে পড়ে গেছি ।
সে সময় আমাকে তুলে দেওয়ার জন্য
তুমি পাশে ছিলে না । যে ছিল
সে আমার মা । আমি যখন প্রথম
বাহিরে যাই তখন আমার আঙ্গুল ধরার
জন্য তুমি ছিলে না । তখন আমার
বাবা আমার আঙ্গুল ধরে বাহিরের
দুনিয়া দেখিয়েছে । ছোট বেলায়
তুমি বারান্দায় বসে লুডু খেলতে ।
আমাকে খেলায় নিতে না । কিন্তু
আমার ভাই বোন সবসময় আমার
সাথে তাদের খেলনা ভাগ
করে খেলতো । এতো বড় হয়েছি ,
এপর্যন্ত তারা আমাকে ঠিক ছোট
বেলার মতো দেখাশুনা করে আসছে ।
তোমার প্রতি আমার
ভালোবাসা এক রকম । আর আমার
পরিবারের
প্রতি ভালোবাসা আরেক রকম । কখনও
পরিবারের সাথে নিজের
ভালোবাসার তুলনা করবে না । এর মত
বোকামি ও ভুল কাজ আর হয়না ।
[ ভালোবাসার মানুষের
প্রতি ভালোবাসা ও পরিবারের
প্রতি ভালোবাসা কখনও এক
হতে পারে না । যারা পরিবারের
সাথে ভালোবাসার
তুলনা করে তারা প্রকৃতপক্ষে জানে না যে সত্যিকারের
ভালোবাসার অর্থ কি ।]
বিঃদ্রঃ লেখাটি যে ভালো লাগতেই
হবে এমন কোন কথা নেই । ভাল
বা খারাপ মন্তব্য করার অধিকার
সকলেরই আছে । কিন্তু
কটুউক্তি না করাটাই ভালো মানুষের
পরিচয় দেয় ।
লেখা ঃ Fariha Tabassum