কেন ডিভাইস রুট করবেন? রুট করার সুবিধা ও অসুবিধা / Why not root? The advantages and disadvantages of the route~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Mobile Utilities >>> কেন ডিভাইস রুট করবেন? রুট করার সুবিধা ও অসুবিধা / Why not root? The advantages and disadvantages of the route

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

কেন ডিভাইস রুট করবেন?
ডিভাইস রুট করার কারণ একেক জনের একেক রকম হয়ে থাকে। কেউ ডিভাইসের পারফরম্যান্স বাড়ানোর জন্য বা ইন্টারনাল মেমোরি ফাঁকা করার জন্য রুট করে থাকেন, কেউ ওভারক্লকিং করার মাধ্যমে ডিভাইসের গতি বাড়ানোর জন্য রুট
করেন, কেউ স্বাধীনভাবে কাজ করা ডেভেলপারদের তৈরি বিভিন্ন কাস্টম রম ব্যবহার করার জন্য, কেউ বা আবার রুট করার জন্য রুট করে থাকেন। প্রথম রুট করেছিলাম কোনো কারণ ছাড়াই। লিনাক্স ব্যবহার করি বলে বিভিন্ন সময় রুট হিসেবে অনেক কাজ করেছি কম্পিউটারে। কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে রুট পারমিশন
না থাকায় একটু কেমন যেন লাগছিল। তাই রুট হওয়ার জন্য রুট করেছিলাম। পরে অবশ্য পারফরম্যান্স বাড়ানোর জন্য বিভিন্ন সিস্টেম অ্যাপ্লিকেশন ব্যবহার করতে শুরু করেছি যেগুলো রুট করা ডিভাইস ছাড়া কাজ করে না। তবে সেসব নিয়ে পড়ে কথা হবে। চলুন আগে এক নজর দেখে নিই রুট করার সুবিধা ও অসুবিধা।
রুট করার সুবিধা পারফরমেন্স বাড়ানোঃবিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে ডিভাইসের অব্যবহৃত ফাইল, টেমপোরারি ফাইল ইত্যাদি নিয়মিত মুছে ফোনের গতি ঠিক রাখা।
ওভারক্লকিং করাঃ সিপিইউ স্পিড স্বাভাবিক অবস্থায় যতটা থাকে তারচেয়ে বেশি দ্রুত কাজ করানো। এর মাধ্যমে কোনো বিশেষ
কাজে প্রসেসরের গতি বাড়ানোর প্রয়োজন পড়লে তা করা যায়।
আন্ডারক্লকিং করাঃ যখন ডিভাইস এমনিতেই পড়ে থাকে, তখন সিপিইউ যেন অযথা কাজ না করে যে জন্য এর কাজের ক্ষমতা কমিয়ে আনা। এতে করে ব্যাটারি ব্যাকআপ বাড়ানো সম্ভব।
কাস্টম ইউআই : আপনার ডিভাইসের হোমস্ক্রিন, লক স্ক্রিন, মেনু ইত্যাদি বিভিন্ন ইউজার ইন্টারফেসের ডিজাইন একটা সময় পর আর ভালো নাও লাগতে পারে।
তখন আপনি ডিভাইসে নতুনত্ব আনতে পারবেন নতুন সব কাস্টম ইউজার
ইন্টারফেসের মাধ্যমে। এগুলোকে অন্যভাবে রমও বলা হয়।
কাস্টম রম: ইন্সটল করার সুবিধা। অনেক ডেভেলপার বিভিন্ন জনপ্রিয় ডিভাইসের
জন্য কাস্টম রম তৈরি করে থাকেন। এসব রম ইন্সটল করে আপনি আপনার
সেটকে সম্পূর্ণ নতুন একটি সেটের রূপ দিতে পারবেন। বাইরে থেকে অবশ্যই এর
ডানা-পাখনা গজাবে না বা ক্যামেরা ৫ মেগাপিক্সেল থেকে ৮
মেগাপিক্সেল হবে না, কিন্তু ভেতরের ডিজাইন ও ক্ষেত্রবিশেষে পারফরম্যান্সেও
আসবে আমূল পরিবর্তন।
রুট করার অসুবিধা
ওয়ারেন্টি হারানোঃ ডিভাইস রুট করার মাধ্যমে আপনার ওয়ারেন্টি বাতিল
হয়ে যাবে। তাই রুট করার আগে সাবধান। অবশ্য অনেক সেট আবার আনরুট
করা যায়। আর সেট আনরুট করা হলে তা সার্ভিস
সেন্টারে থাকা টেকনিশিয়ানরা অনেক সময়ই ধরতে পারেন না যে সেটটি রুট
করা হয়েছিল। তবে কাস্টম রম থাকলে ধরা খাওয়া এড়ানোর উপায় নেই।
ফোন ব্রিক করাঃ ব্রিক অর্থ ইট। আর ফোন ব্রিক মানে আপনার
ডিভাইসকে ইটে রূপান্তরিত করা। অর্থাৎ, এর কাজ করার ক্ষমতা হারানো। রুট
করা ও এর পরবর্তী বিভিন্ন কাজের সময় একটু এদিক-সেদিক হলেই
ফোনে স্থায়ী বা অস্থায়ী সমস্যা হতে পারে। আপনার ফোনের প্রস্তুতকারক
কোম্পানি ফোনটি আনরুট অবস্থায় দেন যেন এর ক্ষতি না হয়। রুট করার
মাধ্যমে আপনি সেই নিশ্চয়তা ভেঙ্গে ফেলছেন।
রুট করার পদ্ধতি ও শেষ কথা
এই ছিল রুট নিয়ে যত বকবকানি। রুট নিয়ে বা এর করা-না করা, উপকারিতা-
অপকারিতা নিয়ে আরও অনেক কথা বলা যায়, কিন্তু এগুলোই হচ্ছে বেসিক কথা।
আশা করছি এতটুকু পড়েই আপনারা বেশ স্পষ্ট একটি ধারণা পেয়েছেন ডিভাইস কেন
রুট করা হয়, এর সুবিধা-অসুবিধা ইত্যাদি। এখন অনেকেই তাদের ডিভাইস রুট
করতে চাইবেন। তাদের জন্য বলছি, একেক ডিভাইস রুট করার পদ্ধতি একেক রকম।
স্যামসাং গ্যালাক্সি ওয়াই রুট করার পদ্ধতির সঙ্গে এইচটিসি ওয়ান এক্স রুট করার পদ্ধতির কোনো মিল নেই। এইচটিসি কেন, গ্যালাক্সি ওয়াই-এর সঙ্গে স্যামসাং-এরই অন্য কোনো সেট রুট করার পদ্ধতি এক নয়। এছাড়াও একই ডিভাইস রুট করার একাধিক পদ্ধতিও রয়েছে। আবার একটি পদ্ধতি দিয়ে একাধিক ডিভাইস রুট করা যায়। রুটের বিষয়টি এতোটাই জটিল ও বিস্তৃত যে, রাতারাতিই এ নিয়ে সব লিখে ফেলা যায় না। আরেকটি বড় সমস্যা হচ্ছে, নিজেদের হাতে সেট না থাকলে রুট করার পদ্ধতি নিয়ে টিউটোরিয়াল লেখাও যায় না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিভিন্ন সময় আমাদের হাতে আসা ও পরিচিতদের
ডিভাইস রুট করার পদ্ধতি নিয়ে বিভিন্ন সময় পোস্ট প্রকাশ করবো। আর যদি বিশেষ কোনো ডিভাইস নিয়ে রুট করার টিউটোরিয়ালের জন্য একাধিক অনুরোধ আসে,
তাহলে আমরা এক্সডিএ থেকে অনুবাদ করে টিউটোরিয়াল দেবো। বলা বাহুল্য, এক্সডিএ অ্যান্ড্রয়েড বিষয়ক সবচেয়ে বড় ফোরাম যেখানে অ্যান্ড্রয়েডসহ বিভিন্ন সিনিয়র রম ডেভেলপারদের সম্মেলন ঘটে। এবার আপনার পালা। আপনার ডিভাইসটি কি রুট করা? রুট করা হলে আমাদের জানাতে পারেন কীভাবে ডিভাইসটি রুট করেছেন। আর যদি এখনও রুট না করে থাকেন, তাহলে মন্তব্যের ঘরে বলুন এই লেখা পড়ে আপনি কী ভাবছেন। রুট করবেন? নাকি রুট করবেন না?
-Why not root?
To differ is the root cause. To increase the performance of some devices to free internal memory or route, if one device to speed up the route Done
When working independently in different custom ROM developers to use, others have been the route to route. The first route was without any reason. To use Linux as a root've done a lot of computer time. But Android phones root privileges
It looked a little like absence. Therefore, the route for the route. However, in order to increase the performance of applications in a variety of systems, which have started to use the device does not work without root. However, the talk was about. Let's first take a look at the advantages and disadvantages of the route.
The ability to route application performance using the device baranohbibhinna unused files, files, etc. on a regular basis to remove temaporari phone to keep pace.
Done: The CPU speed is even more quickly to work as normal. Through a special
It can be used if necessary to increase the processor speed.
When the device is in proximity andaraklakim alternative method, as unnecessary, the CPU does not work that reduced capacity for work. It is possible to increase the battery backup.
Custom UI: your device's home screen, lock screen, menu and user interface designs etc. might not like it after a while.
When you are able to bring new innovation to the custom user device
Through the interface. In other words, these are called ramao.
Custom ROM: to install facilities. Many developers in a variety of popular devices
Create custom ROM. You can install this ROM on your
You can set a completely new set of forms. From the outside of the course
Fin-fin does not grow to 8 or 5 megapixel camera
Do megapixels, but inside design and sectoral performance
Will change radically.
Difficulty route
Losing root cancel the warranty of your warranty
will be. So be careful before taking root. Of course, once again set anaruta
Can be. And when it is set anaruta Services
Technicians at the center of much of the route set is that you can not always catch
It was. However, there is no way to avoid the custom ROM if caught.
An alternative method of brick brick brick meaning. This means that the phones Brick
Device to be converted into bricks. In other words, the loss of ability to work. Route
And when turning in the next little bit of time to work
The phone can be permanent or temporary problems. Your phone's manufacturer
The company's loss is not as if the phone was anaruta condition. Route
You dispose of the broken guarantee.
The method and the end of the route
This was the route taken yack. Make-up of the route or not, upakarita
Apakarita a lot more to talk about, but these are the basics.
I hope no one is quite clear that you've got the idea reading device, why
The route is, as its advantages and disadvantages. Many now root their devices
Would you like to. For those guys, differ from each root method.
Samsung Galaxy Y with the approach route to the root system of the HTC One X there's no match. Why HTC, Samsung Galaxy Y with the other routing methods are not set. Also, there are several methods to root the device. Again with a method to route multiple devices. The route is so complex and extensive that it can not be removed overnight by writing about it all. Another big problem is, if you do not set their own hands can not write a tutorial on how to root. So we decided to come to us at different times and acquaintances
Post time will reveal a variety of methods to root the device. If multiple requests for any particular device comes with a tutorial to root,
Eksadie since then we'll translate the tutorial. Needless to say, the most important forum where ayandrayedasaha eksadie Android developers conference took place in a variety of senior-ROM. It's your turn. Is your device being rooted? If you can tell us how to root the device route. And if you still do not root if reads this writing and tell me what you think in the comments. Do not route? Or do the route?