শিক্ষণীয় গল্পঃ
→ একলোকের অনেক গুলো ফলের
বাগান ছিল।
একদিন তার চাকর কে বলল তার বাগান
থেকে সবচেয়ে ভাল দেখে একটা ফল
নিয়ে আসো।
তবে শর্ত হলঃ
যে বাগানে যাবে ফিরে আবার
সে বাগানে আসতে পারবে না।
চাকর ভাবলো এটা অনেক সহজ কাজ।
তো , ফল আনার জন্য সে প্রথম
বাগানে গেল।
দেখলো তেমন ভাল ফল নেই।
তারপর সে দ্বিতীয় বাগানে গেল
এবং দেখলো আগের চেয়ে অনেক ভাল
ফল।
সে ভাবলো সামনের
বাগানে মনে হয় আর ও ভাল ফল
রয়েছে। কারনঃ
সে দেখলো প্রথমটা থেকে দ্বীতীয়টা আরোও
ভালো ফল। তৃতীয়টাতে মনে হয় আর
ভাল ফল
আছে।
এমন করে সে একটা একটা করে সব
গুলো বাগানে গেল ভাল ফলের আশায়।
কিন্তু সে দেখতে পেল।
শেষের বাগানে কোন ফল নাই!
এবং সে ভাবলো আমি এটা কি করলাম।
আমি যদি প্রথম থেকে ফল নিতাম।
এখন তো আমি আর
পিছনে যেতে পারবো না।
তাই সে মালিকের ভয়ে কাঁদতে শুরু
করলো।
শিক্ষনীয়:-আমরা সবাই বলি সময়
আছে পরে আল্লাহর এবাদত করা যাবে।
কিন্তু ভাই ও বন্ধুরা আমাদের
যে আস্তে আস্তে সময় শেষ
হয়ে আসতাছে সেটা কি আমরা খবর
রাখি?
তাই কথা হচ্ছে আমরা সময়
থাকতে কাজে লাগাতে হবে।
|