এপ্রিল ফুলকে প্রত্যাখ্যান~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Blogs, Variety >>> এপ্রিল ফুলকে প্রত্যাখ্যান

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

এপ্রিল
ফুলকে প্রত্যাখ্যান
করলাম
আমার মুসলমান ভাইয়ের
রক্তে রাঙ্গানো
এপ্রিল ফুল আমি কি আনন্দ,ঠাট্টায়
কাটাতে পারি..?
=> যদি মুসলমান হয়ে থাকেন
তাহলে এপ্রিল
ফুলকে না বলুন
"এপ্রিল ফুল" এর সংক্ষিপ্ত ইতিহাস
পঞ্চদশ শতকের শেষের
দিকে মহা যালিম খ্রিস্টানশাসক
ফার্ডিনান্ড ও ইসাবেলা দম্পতি কুট
কৌশল ও প্রতারণার
মাধ্যমে মুসলিমদের কাছ
থেকে স্পেন
ছিনিয়ে নেয়। তারা বিভিন্ন
মসজিদ-
মাদরাসায় তাদের খ্রিস্টান গুপ্তচর
ব্যক্তিকে ইমাম, মুয়াজ্জিন,
মাদরাসার উস্তাদ পদেও
ঢুকাতে সক্ষম হয়। সেই
সাথে তারা কিছু উলামাকেও হাত
করতে সমর্থ হয়। তারা সবাই
ইসলামী আদর্শের উপর
অটলতা ছেড়ে ঢিলেঢালা চলার
পক্ষে জনমত তৈরি করে। শরাব
খাওয়া, গান-বাজনা করা ও শুনা,
বেপর্দা হওয়া এবং অবৈধ
নারী সম্পর্ককে দোষের নয়
বলে প্রচার করে। ফলত, মুসলমানগণ
তাদের ঈমানী বল হারিয়ে ফেলে।
ওইসব উলামারা আরো প্রচার
করে যে, খ্রিস্টানরা মুসলমানদের
শত্রু নয়। এরূপ ষড়যন্ত্রের জাল
বিস্তার করে ধুরন্ধর, যালিম ও শঠ
ফার্ডিনান্ড
দম্পতি অবশেষে মুসলমানদের
থেকে পর্যায়ক্রমে স্পেন
ছিনিয়ে নেয়। তারা প্রথমে আল
হামরা দুর্গের পতন ঘটায়। এরপর
গ্রানাডা তুলে দিতে বলে। কিন্তু
দিশেহারা, ঈমানহারা, বিভ্রান্ত
মুসলমান শাসকবৃন্দ মুনাফিক
উলামাদের প্রতারণার
কারণে অসহায়
হয়ে পড়ে।
এমতাবস্থায় দেশহারা মুসলমান
সৈন্যদের সন্ধির শর্ত
দিয়ে অস্ত্রমুক্ত হতে বলা হয়। কিন্তু
তীক্ষ বুদ্ধিসম্পন্ন তৎকালীন মুসলিম
সেনাপতি এ সন্ধিকে মরণ শর্ত
বুঝতে পেরে সন্ধি শর্তে আবদ্ধ
না হওয়ার জন্য স্বপক্ষীয় সৈন্যদল ও
জনগণকে এক
তেজস্বীনী ভাষণে ভয়াবহ ভবিষ্যৎ
পরিণতির ইঙ্গিত দান করেন। কিন্তু
অবশ্যম্ভাবী পতনের আশঙ্কায়
মুসলমানগণ তাঁর এ গুরুত্বপূর্ণ ভাষণের
কোনো মর্যাদা দেয়নি। তাই
তিনি উপায়ান্তর
না দেখে এলাভিরা তোরণ
দিয়ে অশ্বারোহণে নগর ত্যাগের
সময়
ওঁৎ পেতে থাকা দশজন খ্রিস্টান
অশ্বারোহীর দ্বারা বাধাপ্রাপ্ত
হয়ে যুদ্ধ করতে করতে তাদের
কয়েকজনকে হতাহত করেন
এবং নিজেও মারাত্মকভাবে আহত
হন। অবশেষে শেনিল
নদীতে পড়ে চিরশান্তি লাভের
অমীয়
সুধা পান করেন।
এরপর প্রতারক রাজা ফার্ডিনান্ড
আদেশ
জারি করে মসজিদগুলোকে নিরাপদ
ঘোষণা করে। এ
আদেশে আরো বলা হয় যে,
যারা মসজিদে আশ্রয়
নেবে তারা নিরাপদ থাকবে।
অসংখ্য
স্পেনীয় মুসলমান সরল
বিশ্বাসে মসজিদগুলোতে আশ্রয়
গ্রহণ করে আবদ্ধ হয়। যালিম
খ্রিস্টান
শত্রুরা মসজিদগুলিকে তালাবদ্ধ
করে পেট্রোল ঢেলে আগুন
দিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। আর
বাইরে থেকে যালিম
খ্রিস্টনরা উল্লাসভরে কৌতুক
করে সমস্বরে Fool! Fool!! (ফুল, ফুল)
বলে অট্টহাসি আর
চিৎকারে মেতে উঠে।
দিনটি ছিলো পহেলা এপ্রিল ১৪৯২
ঈসায়ী সন।
অদ্যাবধি প্রতারক
খ্রিস্টানরা তাদের সেই শঠতার
স্মরণে ধোঁকা বা প্রতারণার দিবস
হিসেবে পালন করে ‘এপ্রিল ফুল’।
খ্রিস্টানদের জন্য এদিনটি পালনীয়
হলেও মুসলমানদের জন্য ভাষাহীন
বেদনাদায়ক। কেননা মুসলমানদেরই
হাতে গড়ে উঠা একটি সভ্যতা বর্বর
অসভ্য যালিম খ্রিস্টানদের নির্মম
প্রতারণায় সমূলে উৎখাত
হয়ে ভেসে যায় লাখ লাখ
মুসলমানদেরই বুকের তাজা রক্ত
স্রোতে।
কাজেই মুসলমানদের উচিত নয়
এপ্রিল ফুল পালন করা।
সবাইকে সচেতন হবার আমন্ত্রণ
জানাচ্ছি। আল্লাহ
মুসলমানদেরকে অমুসলিম শত্রুদের
হাত থেকে নিরাপদ রাখুন, এ
দুয়া করুণ সবাই। আমীন!
Collected