কিভাবে ম্যাক এড্রেস পরিবর্তন করতে হয়
যেই কোম্পানীর নেটওয়ার্ক ডিভাইসটি ব্যবহার করছেন সেই কোম্পানী ডিভাইসটির ম্যাক এড্রেস সেট করে দেয়। তন্মধ্যে কিছু কিছু ডিভাইস রয়েছে যাদের ম্যাক এড্রেস পরিবর্তন করা যায় না। আর কোন ভাবে পরিবর্তন করলেও তা আর কাজ করে না। অনেক ক্ষেত্রে ম্যাক এড্রেস পরিবর্তন করলেও তা স্থায়ী হয় না, কম্পিউটার রিস্টার্ট দেওয়ার সাথে সাথেই তা আবার আগের এড্রেস ফিরে পায়। ম্যাক এড্রেস পরিবর্তনকে বলা হয় ম্যাক স্পুফিং। বস্তুত হ্যাকাররা অন্যের ম্যাক এড্রেস স্পুফিং করে থাকে ট্রাফিক বাড়ানোর জন্য। এছাড়াও এআরপি পয়েজনিং টেকনিকের (http://www.watchguard.com/infocenter/editorial/135324.asp) ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ডস(Denial of Service ) এ্যাটাকের ক্ষেত্রেও ম্যাক এড্রেস পরিবর্তন করা গুরুত্বপূর্ণ হয়ে পরে। এটা করলে আপনি ট্রেসিং থেকে সুরক্ষিত থাকতে পারবেন। এট সুখের সংবাদ যে, বর্তমানের হার্ডওয়্যারগুলোতে আপনি খুব সহজেই ম্যাক এড্রেস পরিবর্তন করতে পারেন।
উইন্ডোজে ম্যাক এড্রেসের পরিবর্তন
Start->Control Panel->Network Connections এক্সপি-তে Network and Internet Connection এর মধ্যে আপনি একের অধিক নেটওয়ার্ক কানেকশন দেখতে পাবেন। তার মধ্যে যেটি একটিভ বা চালু অবস্থায় আছে সেটাতে মাউসের ডান বাটন চেপে Properties এ যান। উইন্ডোজ ভিসতা ও সেভেনের ক্ষেত্রে Start এর সার্চ বক্সে টাইপ করুন Network and Sharing Center তারপর উপরের রেজাল্টে ক্লিক করুন। Manage Network Connections বা Change Adapter Settings এ যান। একটিভ কানেকশনের প্রোপার্টিসে প্রবেশ করুন। এবার General ট্যাবের অন্তর্গত Configure এ ক্লিক করুন। Advanced এ যান। Property সেকশনে সিলেক্ট এবং হাইলাইট করুন Network Address অথবা Locally Administered Address এবার দেখুন ডান দিকে ডিফল্ট হিসেবে Not Present সিলেক্ট করা থাকে। আপনি Value এর উপরের রেডিও বাটনটি সিলেক্ট করে নতুন ম্যাক বসান। সাধারনত ৬ জোড়া সংখ্যা (০-৯) এবং অক্ষরের (A-F) সমন্বয়ে ম্যাক এড্রেস গঠিত হয়। উদাহরন স্বরূপ 83-25-F4-21-A9-8B আপনি নতুন ম্যাক এড্রেস বসাবেন ড্যাস (-) গুলো বাদ দিয়ে। যেমন : 8325F421A98B
এবার ওকে ক্লিক করে বেরিয়ে আসুন।
এবার যাচাই করার জন্য Start->Run->বক্সে cmd লিখে এন্টার দিন। কমান্ড এরিয়া খুলবে। এবার টাইপ করুন ipconfig /all কম্পিউটার রিস্টার্ট দিন। এখন যদি আপনি আপনার আগের ম্যাক এড্রেস ফেরত চান তাহলে উপরের সেটিংসে Not Present সিলেক্ট করে দিয়ে কম্পিউটার রিস্টার্ট দিন।
How to change the MAC address
The company is using the device to the network device's MAC address to set up the company. Some of these devices are the MAC address can not be changed. No way, but it does not work change. In many cases, changing the MAC address, but it is not permanent, as soon as the computer is restarted again it gets back to the previous address. MAC spoofing MAC addresses is called change. In fact, hackers are spoofing the MAC address of another to increase traffic. ARP also payejanim techniques (http://www.watchguard.com/infocenter/editorial/135324.asp) in case it is most commonly used. DOS (Denial of Service) attack is the case then it is important to change the MAC address. If you can stay protected from tracing it. Happiness at the news that the current hardaoyyaragulote you can easily change the MAC address.
Windows MAC Address Change
Start-> Control Panel-> Network Connections Network and Internet Connection in Windows XP on more than one network connection, you'll see. Which implies that there are in the active or running down the right mouse button and go to Properties. Windows Vista and sebhenera the Start search box, type Network and Sharing Center and then click on the top results. Manage Network Connections or go to Change Adapter Settings. Enter propartise active connections. Under the General tab, click Configure. Go to Advanced. Property section, select and highlight more on the right side of the Network Address or Locally Administered Address Not Present is selected by default. If you select the radio button at the top of the new Mac Value Place. Generally, 6 pairs of numbers (0-9) and letters (A-F) is composed of the MAC addresses. For example, the new MAC address 83-25-F4-21-A9-8B you put the Dash (-) are excluded. For example: 8325F421A98B
Now click OK to exit out.
To verify the Start-> Run-> box, enter cmd. Open the command area. Now type ipconfig / all computer restart. Now, if you want to get back at the top of the MAC address of your previous settings, select Not Present restart the computer.
|