নেটওয়ার্ক ডিভাইসের ম্যাক এড্রেস বের করার নিয়ম, এটা এক এক অপারেটিং সিস্টেমের জন্য এক এক রকম
উইন্ডোজ এক্সপি :
Start->Contron Panel->Classic View->Network Connections
এখন আপনি যে কানেকশানটির ম্যাক এড্রেস বের করতে চান সেটিতে মাউসের ডান বোতাম চাপুন এবং Properties এ যান। সেখানে Connect Using এর নিচে টেক্স বক্সে মাউস রাখলেই আপনাকে ঐ ডিভাইসটির ম্যাক এড্রেস দেখাবে।
এ্যাপল ম্যাক ওএস ১০ (লেপার্ড) :
ম্যাকিন্টোশে সাধারনত এ ধরনের তথ্য প্রদান করে না। তবে নিচের পদ্ধতিতে চেষ্ঠা করলে সফল হবেন বলে আমি ধারনা করছি।
Apple->System Preferences->Network
Wired এর জন্য Ethernet বা Wireless এর জন্য Airport সিলেক্ট করুন।
Advance বাটনে ক্লিক করুন। Ethernet ট্যাব সিলেক্ট করুন।
একেবারে উপরে আপনি আপনার ম্যাক এড্রেস খুজে পাবেন
লিনাক্স :
privileged terminal session এ লিখুন ifconfig ( http://en.wikipedia.org/wiki/Ifconfig )
এই কমান্ডটির মাধ্যমে আপনি দেখতে পাবেন আপনার কম্পিউটারে কি কি নেটওয়ার্ক ডিভাইস ইন্সটল অবস্থায় আছে। সাধারনত HWaddr নামে ম্যাক এড্রেসটি রেফার করা থাকে। আপনি আপনার Wireless card এর ম্যাক এড্রেস পাওয়ার জন্য লিখুন iwconfig (http://en.wikipedia.org/wiki/Wireless_tools_for_Linux )
ভিসতা :
Start এর Search Programs & Files এর সার্চ বক্সে লিখুন Network and Sharing Center উপরে কাঙ্খিত রেজাল্টে ক্লিক করুন। এবার বাম দিক থেকে Manage Network Connections সিলেক্ট করুন। এখন আপনি যে কানেকশানটির ম্যাক এড্রেস বের করতে চান সেটিতে মাউসের ডান বোতাম চাপুন এবং Properties এ যান। সেখানে Connect Using এর নিচে টেক্স বক্সে মাউস রাখলেই আপনাকে ঐ ডিভাইসটির ম্যাক এড্রেস দেখাবে।
উইন্ডোজ ৭ :
Start এর Search Programs & Files এর সার্চ বক্সে লিখুন Network and Sharing Center উপরে কাঙ্খিত রেজাল্টে ক্লিক করুন। এবার বাম দিক থেকে Change Adapter Settings সিলেক্ট করুন। এখন আপনি যে কানেকশানটির ম্যাক এড্রেস বের করতে চান সেটিতে মাউসের ডান বোতাম চাপুন এবং Properties এ যান। সেখানে Connect Using এর নিচে টেক্স বক্সে মাউস রাখলেই আপনাকে ঐ ডিভাইসটির ম্যাক এড্রেস দেখাবে
এখন আপনি যদি গ্রামীন/বাংলালিংক/সিটিসেল মডেম ব্যবহার করেন তাহলে উপরোক্ত পদ্ধতি কাজ নাও করতে পারে। তাহলে উপায়? বাংলাদেশের প্রায় ইউজারইতো মডেম ব্যবহার করে!
প্রথমে আপনি আপনার মডেমটিতে নেট কানেকশন দিন। এবার Start->Run
Run এর বক্সে লিখুন cmd এন্টার দিন।
কমান্ড উইন্ডো খুলবে। এবার লিখুন ipconfig /all
অনেক ধরনের তথ্য আপনার সামনে আসবে।
সেখানে Ethernet Adapter Local Area Connection লেখাটি খুজে বের করুন। (http://en.wikipedia.org/wiki/Network_interface_controller )
এবার এখানে Physical Address এর সামনে ১২ ডিজিটের সংখ্যা ও অক্ষরের সমন্বয়ে যে সিরিয়ারটি দেখতে পাচ্ছেন সেটিই আপনার ম্যাক এড্রেস।
To rule out the MAC address of the network device, it is one kind of operating system
Windows XP:
Start-> Contron Panel-> Classic View-> Network Connections
Now you want to find the MAC address on the connection, press the right mouse button and go to Properties. Connect Using the mouse and drop it below the text box to display the device's MAC address.
Apple Mac OS 10 (leopard):
Myakintose usually does not provide such information. However, if you try to follow the procedure below that I hope will be successful.
Apple-> System Preferences-> Network
Wired or Wireless Ethernet for select for the Airport.
Advance button. Select the Ethernet tab.
You can find the MAC address on the
Linux:
Enter the privileged terminal session ifconfig (http://en.wikipedia.org/wiki/Ifconfig)
Through this command you will see what your computer is installed on a network device. HWaddr is commonly referred to as the MAC address. You can get the MAC address of your Wireless card type iwconfig (http://en.wikipedia.org/wiki/Wireless_tools_for_Linux)
Vista:
Search Programs & Files search box on the Start Network and Sharing Center, click on the desired results. From the left, select Manage Network Connections. Now you want to find the MAC address on the connection, press the right mouse button and go to Properties. Connect Using the mouse and drop it below the text box to display the device's MAC address.
Windows 7:
Search Programs & Files search box on the Start Network and Sharing Center, click on the desired results. Change Adapter Settings, select from the left side. Now you want to find the MAC address on the connection, press the right mouse button and go to Properties. Connect Using the mouse and drop it below the text box to display the device's MAC address
Now, if you Rural / bl / Citycell modem If you use the above method may not work. The way? Iujaraito about using the modem!
The first day of your net connection madematite. Now the Start-> Run
Run box, type cmd and press Enter.
A command window will open. Now type ipconfig / all
Many types of information will appear in front of you.
Please find the text of the Ethernet Adapter Local Area Connection. (Http://en.wikipedia.org/wiki/Network_interface_controller)
Physical Address in front of the digits 1 to the combination of numbers and letters that you type the MAC address siriyarati see.
|