অ্যান্ড্রয়েডের কিছু গুরুপ্তপূণ তথ্য
আমরা যারা অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করি তাদের কাছে কাস্টম রম একটি অতি পরিচিত শব্দ। সময়ের সাথে সাথে স্টক রমের পরিবর্তে কাস্টম রমের জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। এর কারণ একটাই। আর সেই কারণ হল কাস্টম রমের আকর্ষণীয় সব ফিচার এবং কাস্টমাইজেশন অপশন, যার মজা স্টক রমে নেয়া সম্ভব নয়। তাই অ্যান্ড্রয়েদ ডিভাইস কেনার পর আমরা ডিভাইসের জন্য কাস্টম রমের কথা ভাবি । কিন্তু অ্যাডভান্সড ইউজার ছাড়া কাস্টম রমের সাথে জড়িত অনেক কিছু সম্পর্কে আমাদের অনেকের তেমন ধারণা নেই। তাই কাস্টম রম সম্পর্কিত সকল তথ্য নিয়ে আমার আজকের পোস্ট…
Root কি?
রুট বা রুটিং মানে একটি এন্ড্রয়েড ডিভাইসের রুট-লেভেল অ্যাক্সেস পাওয়া। রুট/Root শব্দটা এসেছে লিনাক্স অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীদের কাছ থেকে। লিনাক্স ব্যবহারকারীদের মধ্যে যাদের রুট প্রিভিলেজ বা সুপারইউজার পারমিশন আছে তাদেরকে রুট ইউজার বলা হয়। এন্ড্রয়েড তৈরি হয়েছে লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম থেকে। এন্ড্রয়েড ডিভাইসে রুট পারমিশন মানে সিস্টেম ফাইল এডিট করার পারমিশন আদায় করা। রুট সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য এই পোস্ট টি দেখতে পারেনঃ
এন্ড্রয়েড রুট সম্পর্কে কিছু সাধারণ ধারণা
Custom Rom কি?
সহজ কথায় কাস্টম রম মানে হল আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন
অথবা ট্যাবলেট এর জন্য একটি বিকল্প অপারেটিং সিস্টেম। বিভিন্ন
ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ডিভাইস গুলোতে ম্যানুফ্যাকচারার কর্তৃক
বিভিন্ন ফার্মওয়্যার বা অপারেটিং সিস্টেম দেয়া থাকে, যেমন
স্যামসাঙ ডিভাইস গুলোতে Touchwiz এবং HTC ডিভাইস গুলোতে Sense.
কাস্টম রমে আপনি স্টক অপারেটিং সিস্টেম এর তুলনায় অনেক
বেশি কাস্টমাইজেশন সুবিধা পাবেন। অর্থাৎ কাস্টম রমের মাধ্যমে স্টক
রমের তুলনায় আপনি আপনার ডিভাইসকে খানিকটা বেশি নিয়ন্ত্রণ
করার সুজগ পাবেন। এছাড়া কাস্টম রম আপনার
ডিভাইসে অ্যান্ড্রয়েডের সবচেয়ে আপডেটেড ভার্সন ইন্সটল করার
একটি সহজ পথ।
Nightly build কি?
একটি কাস্টম রম সম্পূর্ণ স্ট্যাবল ( যে রমে কোন এরর বা বাগ নেই )
হয়ে রিলিজ পাওয়ার আগে অটোমেটিক ভাবে এর অনেকগুলো ভার্সন
তৈরি করা হয় যে ভার্সন গুলোতে বিভিন্ন এরর এবং বাগ ঠিক করা হয়।
আপনি যদি কাস্টম রমের মাধ্যমে নতুন নতুন ফিচার এবং মোড উপভগ
করতে চান তাহলে আপনার ডিভাইসের জন্য কম্প্যাটিবল রমের
নাইটলি ভার্সন গুলো ফ্ল্যাশ করতে পারেন। তবে রেগুলার ইউজ এর জন্য
এই নাইটলি রম ব্যবহার করা উচিত নয়। কারণ এতে অনেক বাগ
থাকে যার কারণে সময়ে অসময়ে আপনি ডিভাইসে যে কোন ধরনের ছোটখাট
সমস্যায় পড়তে পারেন। এইসব সমস্যা এড়ানোর জন্য স্ট্যাবল রম ফ্ল্যাশ করাই ভাল।
gapps-slider-980x360
Gapps কি?
গুগল অ্যাপস গুলোকে একসাথে সংক্ষেপে Gapps বলা হয়। বিভিন্ন গুগল অ্যাপস যেমন Play Store, Gmail,Google map, Hangout,Google+
ইত্যাদি Gapps এর অন্তর্ভুক্ত। অনেক কাস্টম রমে Gapps
দেয়া থাকে আবার অনেক কাস্টম রমে Gapps রম ফ্ল্যাশ করার সময়
আলাদা ভাবে ফ্ল্যাশ করতে হয়।
Recovery কি ?
আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি বুট হওয়ার আগে কয়েকটি নির্দিষ্ট
কী এর কম্বিনেশন ব্যবহার করে আপনি রিকভারি মোডে যেতে পারেন। বিভিন্ন ধরনের কাস্টম রিকভারি রয়েছে। সবচেয়ে পপুলার
এবং প্রয়োজনীয় দুটি কাস্টম রিকাভারির নাম হল CWM
বা ClockworkMOd Recovery এবং TWRP বা TeamWIn Recovery
project. স্মার্টফোনের রিকভারিতে কাস্টম রম জিপ ফ্ল্যাশ,
ফ্যাক্টরি রিসেট, Cache partition এবং Dalvik Cache ক্লিয়ার
এবং ব্যাকআপ এবং রি-স্টোর অপশন থাকে।
Bootloader কি?
বুটলোডার হল স্মার্টফোনের ইন্টারনাল মেমোরির
একটি আলাদা পার্টিশন। সকল অ্যান্ড্রয়েড ডিভাইসে বুটলোডার
দেয়া থাকে যা অপারেটিং সিস্টেম কার্নেল কে সঠিকভাবে বুট হওয়ার জন্য নির্দেশনা প্রদান করে। সাধারণত অ্যান্ড্রয়েড ডিভাইস
গুলোতে বুটলোডার লক করা থাকে যাতে কাস্টম রম অথবা কার্নেল ফ্ল্যাশ করার কারণে ডিভাইসের কোন ক্ষতি না হয়। যেমন Motorola তাদের কিছু অ্যান্ড্রয়েড ডিভাইস গুলোতে “eFuse” নামে একটি কমান্ড ব্যবহার করেছে যা আপনার ডিভাইসটিকে পার্মানেন্টলি ব্রিক করে দিতে পারে যদি আপনি কোন কাস্টম রম ফ্ল্যাশ করার চেষ্টা করেন। তাই কাস্টম রম ফ্ল্যাশ করার আগে অবশ্যই বুটলোডার আনলক
করে নিতে হবে।
Nandroid backup কি?
Nandroid backup হল আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের সম্পূর্ণ সিস্টেমের
ব্যাকআপ। আপনি যদি কোন ভাবে আপনার ডিভাইসটি সফট ব্রিক
করে ফেলেন তাহলে আপনি Nandroid Backup রি-স্টোর করার
মাধ্যমে আপনার ডিভাইসটিকে আগের অবস্থায়
ফিরিয়ে নিয়ে যেতে পারবেন।
Dalvik cache কি?
Dalvik cache/cache হল বাফার মেমোরি যেখানে আপনার
ডিভাইসে সর্বাধিক ব্যবহৃত ফাইল গুলো জমা থাকে,
যাতে পরবর্তী সময়ে ব্যাবহারের জন্য দ্রুত ফাইল গুলো পুনরুদ্ধার
করা যায়।
Fastboot কি?
ফাস্টবুট হচ্ছে একটি স্পেশাল টুল যা সাধারণত ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে। একটি অ্যান্ড্রয়েড ডিভাইসকে ফাস্টবুট মোডে পিসিতে কানেক্ট করে আপনি এর সাহায্যে আপনার
স্মার্টফোনে বিভিন্ন সিস্টেম ইমেজ এবং ফাইল বুট করতে পারবেন।
এছাড়া ফাস্টবুটের মাধ্যমে আপনি আপনার ডিভাইসে কোন নির্দিষ্ট
পার্টিশন ডিলিট করার জন্য বা ডিভাইসকে বুটলোডারে যাওয়ার জন্য কমান্ড পাঠাতে পারবেন।
ADB কি?
ADB শব্দটি আমরা অনেকেই শুনেছি। ADB ের পূর্ণ রুপ হল Android Debug
Bridge. ফাস্টবুটের মত ADB হল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য
একটি সফটওয়্যার ইন্টারফেস, যার সাহায্যে আপনি আপনার
পিসি ব্যাবহার করে আপনার ডিভাইসে বিভিন্ন কমান্ড
পাঠাতে পারবেন। এছাড়া ADB এর সাহায্যে আপনি আপনার
স্মার্টফোন থেকে পিসিতে অথবা আপনার পিসি থেকে স্মার্টফোনে ফাইল
ডাউনলোড করতে পারবেন।
Kernel / custom kernel কি?
সহজ ভাষায় কার্নেল হল আপনার ডিভাইসের হার্ডওয়্যার
এবং সফটওয়্যার এর মধ্যবর্তী সমন্বয়কারী লিংক। আপনি যখন
আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি দিয়ে কোন কিছু করতে চান তখন
কার্নেল আপনার কাজটি সম্পাদনের জন্য সফটওয়্যারের নির্দেশ
কে হার্ডওয়্যারে পাঠায় এবং আপনার কাংখিত কাজটি সম্পাদন
করে। এখন ধরে নিন আপনি আপনার ডিভাইসে স্লাইডারের
সাহায্যে স্ক্রীনের ব্রাইটনেস কমানোর চেষ্টা করছেন, কার্নেল
সফটওয়্যারের এই পরিবর্তন বা নির্দেশটিকে হার্ডওয়্যারে পাঠায় যার ফলে আপনার স্ক্রীনের ব্রাইটনেস কমে যায়। আর কাস্টম
কার্নেলে অনেক অতিরিক্ত ফাংশন অ্যাড করা থাকে যার
সাহায্যে ডিভাইসের সিপিউ ক্লক রেট এবং ব্যাটারি ইউসেজ পরিবর্তন
করা যায়।
Some Android guruptapuna Information
We hope those who use their Android device to a well-known term custom ROM. Over time, the stock ROM has increased the popularity of the custom ROM. There is only one reason. And because of the custom ROM features and customization options, the fun is not possible to stock ROM. So after buying the device ayandrayeda we think of custom ROM for the device. Advanced user custom ROM, but also involved in a lot of things that many of us have no idea about. So today's post is my custom ROM with all the information about ...
Root What?
Routing means root or root-level access to an Android device. Root / Root term users of the Linux operating system come from. Linux users are the root or superuser privilege to have permission, they are called the root user. Android is a Linux-based operating system was created. This means that Android devices root privileges to edit the file system permissions to perform. For more details about the route might see this post
Some general ideas about the Android route
Custom Rom What?
In simple words it means that custom ROM on your Android smartphone
Or an alternative operating system for tablets. Different
In the brand manufacturer of Android devices
The different firmware or operating system, such as
SAMSUNG HTC devices and device groups on the Touchwiz Sense.
You can stock more than the operating system's Custom ROM
Find more customization. That is the custom ROM stock
Are you a bit more control over your device ROM
Sujaga to receive. In addition, your custom ROM
To install the updated version of the Android device
A simple way.
Nightly build what?
A full stable custom ROM (ROM any errors or bugs in there)
Before the release of several versions of automatic
That version is made on the various errors and bugs are fixed.
Custom ROM if you enjoy the new features and modes
If you want to make compatible ROM for your device
Keira Knightley version of the flash can. However, for regular use
The ROM should not be used by Keira Knightley. Because a lot of bugs
Any type of device you are out of season during which the minor
You can get in trouble. Flash ROM is stable in order to avoid these problems.
gapps-slider-980x360
Gapps What?
In short, Gapps values are called up Google Apps. Of Google Apps, such as Play Store, Gmail, Google map, Hangout, Google +
Etc. This includes Gapps. Many custom ROM Gapps
There is a lot of time to flash a custom ROM ROM Gapps
To flash separately.
What Recovery?
Your Android device before booting certain
You can go to recovery mode by using the key combination. There are different types of custom recovery. The most popular
CWM is required is the name of the custom rikabharira
ClockworkMOd Recovery and TeamWIn Recovery or TWRP or
project. Smartphone recovery flash custom ROM zip,
Factory Reset, Cache partition and clear the Dalvik Cache
And backup and re-store the option.
What Bootloader?
The internal memory of the smartphone bootloader
A separate partition. All bootloader on Android devices
If the operating system kernel, which provides guidance to boot properly. Generally Android Device
In order to have a locked bootloader to flash custom ROM or kernel, the device should have no damage. Some of them such as the Motorola Android devices on the "eFuse" has been used as a command can brick your device if you parmanentali tried to flash a custom ROM. Unlock the bootloader before the flash custom ROM
Will take.
What Nandroid backup?
Nandroid backup of the entire system of your Android device
Backup. If you have no way to brick your device software
Nandroid Backup if you had to re-store
Your device before the
You can go back.
What Dalvik cache?
Dalvik cache / cache is a buffer memory where your
Most used files stored on the device,
For use at a later time in order to quickly recover files
Can be.
Fastboot What?
First boot is a special tool that is commonly used for development. Connect an Android device, you first boot the PC mode on your
Smartphone and image files can boot the system.
The first boot your device through any specific
To delete a partition or a device can send commands to butalodare.
ADB What?
Many of us have heard the term ADB. ADB is the full form of Android Debug
Bridge. ADB as the first boot of the Android operating system
A software interface, which you
PC using a variety of commands to your device
You can send. In addition, the ADB in
PC or smartphone to your PC files from a smartphone
You can download.
Kernel / custom kernel What?
In simple terms, the kernel of the hardware on your device
And coordinator of the link between the software. When you
When you want to do anything with your Android device
Kernel software instructions to perform your job
Who sends hardware and perform your desired task
The. Now you take the slider on your device
Trying to reduce the brightness of the screen, the kernel
As a result of this change in the software instructions on your screen brightness is reduced and sent to the hardware. The custom
Many additional functions which add to the kernel
CPU clock rate of the device and battery usage changes
Can be.
|