পেট ফাঁপায় ২/৩ কোয়া রসুন লবণ সহ
বা লবণ ছাড়া খেলে অল্প সময়ে পেট ফাপা সেরে যাবে অথবা এক টুকরো আদা লবণ সহ খেলে পেট ফাপা সেরে যাবে।
খাবার আগে এক টুকরো আদা খেয়ে তারপর খাওয়া শুরু করলে সেই খাওয়াতে বদ হজম বা পেট ফাপা হবে না সেই সাথে খাবার রুচিও বাড়বে।
গোসলের পর আমরা অনেকেই তোয়ালে দিয়ে চুল পেচিয়ে বেধে রাখি শুকানোর জন্য।
চুল থেকে পানি দূর করার জন্য সবচেয়ে ভাল উপায় হচ্ছে গোসলের সময় ই হাত দিয়ে চিপে পানি বের করে ফেলা।
এরপর তোয়ালের পরিবর্তে কোন নরম কাপড় (টি-শার্ট / সুতি কাপড়) দিয়ে চিপে অতিরিক্ত পানি শুকিয়ে ফেলা।
ভেজা চুল কখনোই পেচিয়ে বাধা উচিত নয়। এতে চুল নষ্ট হয়ে যায়।
|