আই.পি ঠিকানার কোনটা কি?
ইন্টারনেটে যুক্ত হওয়া মানেই কোনো না কোনো আইপি বা ইন্টারনেট প্রটোকল ঠিকানা ব্যবহার করা। আইপি নিয়ে ধারণাটা স্বচ্ছ থাকলে নেটওয়ার্কিংয়ের টুকটাক কাজ নিজেই করা যায়। সাধারণত যেসব আইপি ঠিকানা ব্যবহূত হয়, সেগুলো আইপি সংস্করণ ৪-এর (আইপিভি-৪), যাতে মোট ৩২ বিট তথ্য রয়েছে। ১ বিট হলো একটি সংখ্যা বা ডিজিট, যার মান ১ বা ০। তেমন আটটি বিট নিয়ে এক বাইট, একে অক্টেটও বলা হয়। ৩২ বিটকে চার ভাগ করলে (৮x৪ = ৩২) প্রতি ভাগে পড়ে একটা অক্টেট।
আইপি ঠিকানা প্রতিটি অক্টেট ডট (.) দিয়ে আলাদা করা থাকে। যেমন: 192.168.100.1। গঠনের দিক দিয়ে এর আবার দুটি অংশ রয়েছে। নেটওয়ার্ক অংশ এবং হোস্ট অংশ। ক্লাসের দিক থেকে আইপি ঠিকানা আছে পাঁচটি। ক্লাস-এ (১- ১২৬, প্রথম অক্টেট নেটওয়ার্ক অংশ, বাকি তিনটি হোস্ট), ক্লাস বি (১২৮- ১৯১, প্রথম দুই অক্টেট নেটওয়ার্ক অংশ, বাকি দুটি হোস্ট), ক্লাস সি (১৯২- ২২৩, প্রথম তিন অক্টেট নেটওয়ার্ক অংশ, বাকি একটি হোস্ট)। ক্লাস ডি ও ই মাল্টিকাস্ট এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য সংরক্ষিত। মাঝখানের 127.0.0.1 ঠিকানা হলো লুপব্যাক পরীক্ষার, যা প্রত্যেক ব্যবহারকারীর লোকাল হোস্ট ঠিকানা।
আরেকটি অ্যাড্রেস 169.254.0.0 থেকে 169.254.255.255। এটি হলো অটোম্যাটিক প্রাইভেট আইপি অ্যাড্রেসিং (এপিআইপিএ)। যার কাজ হলো একাধিক হোস্ট পরস্পর যুক্ত থাকলে এবং নেটওয়ার্ক কার্ডে কোনো আইপি বসানো না থাকলে সেখানে এই আওতার যেকোনো একটি আইপি স্বয়ংক্রিয়ভাবে বসে যাবে এবং একই নেটওয়ার্কের আওতায় চলে আসবে। প্রথম অক্টেটে ব্যবহূত সংখ্যা দেখেই বুঝতে হবে কোনটা কোন ক্লাসের অন্তর্ভুক্ত। ব্যবহারিক দিক থেকে ক্লাস এ, বি এবং সি আবার দুই ভাগে বিভক্ত: পাবলিক আইপি এবং প্রাইভেট আইপি। পাবলিক আইপি ইন্টারনেটের জন্য ব্যবহার করা হয় এবং সেগুলো রাউট করা যায়। আর প্রাইভেট আইপিগুলো নির্দিষ্ট করা, যেমন: ক্লাস এ 10.0.0.0 থেকে 10.255.255.255, ক্লাস বি 172.16.0.0 থেকে 172.31.255.255, ক্লাস সি: 92.168.0.0 থেকে 192.168.255.255। এই আওতায় থাকা আইপিগুলো শুধু ব্যক্তিগত, বাসাবাড়ি, অফিস-আদালত ও অভ্যন্তরীণ প্রতিষ্ঠানে ব্যবহার করা যায়। এগুলো কিনতে হয় না এবং ইন্টারনেটে রাউটও করা যায় না।
তাহলে যখন প্রাইভেট আইপি ঠিকানা দিয়ে ইন্টারনেট ব্যবহার করা হয়, সেটার কী ব্যাখ্যা? এর পেছনে বেশ কিছু প্রটোকল কাজ করে, যার একটি হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন (এনএটি) বা কোনো প্রক্সি সার্ভার, যেগুলো আমাদের প্রাইভেট আইপিগুলোকে লুকিয়ে রেখে এক বা একাধিক পাবলিক আইপির সাহায্যে আমাদের ইন্টারনেটে সংযুক্ত করে।
What is IP Address?
Connecting to the Internet or another IP, or Internet Protocol address of the means used. IP network without a clear idea of the work itself may be easing. In general, the IP address is used, the IP version 4 (IP-4), which has a total of 3-bit data. 1 is the number of bits or digits, the value of 1 or 0. There are eight bits in a byte of each octet is called. 3 Shares bitake four (8x4 = 3) were each part of an octet.
Each octet IP address dot (.) Are separated by. For example: 192.168.100.1. Again, there are two parts of the structure. The network part and the host part. There are five classes of IP addresses. Class-A (1 126, the first octet of the network, the rest of the three host), Class B (128, 191, the first two octets of the Network, the two hosts), Class C (192 223, the first three octets of the network, the rest of the a host). Class D and E are reserved for multicast and scientific research. Loopback address 127.0.0.1 in the middle of the test, which is the local host address to each user.
Another addresses from 169.254.0.0 169.254.255.255. It is the automatic private IP addressing (epiaipie). Whose work is associated with more than one host to another without any IP network card if you do not set any limits there will be an IP address on the same network will come automatically. Judging from the number of which will be used to understand the aktete included in any class. From the practical side, Class A, B and C, again divided into two parts: Public IP and Private IP. IP is used for the Internet and the public can be routed. The private aipigulo specified, such as: Class A 10.0.0.0 to 10.255.255.255, Class B 172.16.0.0 to 172.31.255.255, Class C: 92.168.0.0 to 192.168.255.255. Aipigulo just under the private, lodging, offices, and can be used for internal organization. These are not buy and can not be routed to the Internet.
When you use the Internet with a private IP address is, what is the explanation? The works of several protocols, including the Network Address Translation (NAT) or proxy server, which hid our private aipiguloke us connect to the Internet by using one or more public IP.