রোদে পোড়ার দাগ _ _ _
রোদে পোড়ার কারণে ত্বকে এক
ধরনের বাদামি ও কালো ছোপ ছোপ
দাগ পড়ে। এ দাগ দূর করা কঠিন নয়।
ঘরে বসেই তা করতে পারেন।
* টক দই, শসার রস, তিলের তেল এক
সঙ্গে মিশিয়ে মিশ্রণটি ত্বকে
ম্যাসাজ করুন।
* যাদের ত্বকে রোদে পোড়া দাগ
বেশি তারা রাতে ক্যালামাইন
লোশন ব্যবহার করুন।
* মধু ও দুই ফোঁটা লেবুর রস
মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। ত্বক
উজ্জ্বল লাগবে।
* পাকা কলা খুব
ভালোভাবে ভর্তা করে ত্বকে
লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
* আঙুর বা কমলার রস
দিয়ে হালকাভাবে ১০ মিনিট
ম্যাসাজ করুন।
* তিলের তেল ও লেবুর রস এক
সঙ্গে মিশিয়ে রাতে লাগিয়ে
সকালে ধুয়ে ফেলুন।
|