কী-ওয়ার্ড রিসার্চ টুলস
*************
ইনবাউন্ড মার্কেটিং এবং এসইও তে খুব ভাল একটা পজিশন তৈরি করার জন্য কি-
ওয়ার্ড রিসার্চ
টুলগুলো এগিয়ে নিতে সাহায্য করে।
অনলাইনে প্রচুর পরিমানে কি – ওয়ার্ড
রিসার্চ টুলস রয়েছে, কিন্তু
আপনি যদি না বুঝে বা না জেনে সেই
সব টুলসগুলো ব্যবহার করেন
তবে অনেকক্ষেত্রে দেখা যাবে আপনাকে সেইসব
কি-ওয়ার্ড টুলসগুলো দ্বিধা- দন্ধের
ভিতর ফেলে দিবে। এছাড়া আপনার
সময় নষ্ট করবে।
কিন্তু একটা সঠিক কি- ওয়ার্ড রিসার্চ
টুলস আপনাকে অনেক বেশি সঠিক
বা তথ্যসম্পূর্ণ তথ্য দিতে সাহায্য করবে।
যেখান
থেকে আপনি সঠিকভাবে জানতে পারবেন
আপনার কাস্টমার কি চাই ?
কি প্রয়োজন ? এবং তার কনসার্ন।
কি-ওয়ার্ড রিসার্চ এর সব
থেকে সেরা বলা হয় ‘গুগল কি-ওয়ার্ড
প্লানার’ কে। গুগল কি-ওয়ার্ড প্লানার
থেকে আপনি সবথেকে বেশি ইনফরমেশন
পাবেন ইন্ডিভিজুয়াল কি-ওয়ার্ড এর
উপর। যেমনঃ পপুলারিটি, কম্পিটিশন,
ট্র্যাফিক, এবং ফেরেজ ভেরিয়েশন সহ
ইত্যাদি।
যা কিনা আপনাকে টার্গেটে অগ্রসর
অনেক বেশি সাহায্য করবে। বিভিন্ন
ক্ষেত্রে আপনি আপনার কি-ওয়ার্ড
যাচাই তা সঠিক কি না এই
ব্যাপারে যদি আরও বেশি ক্লিয়ার
হতে চান তবে আপনার জন্য
রয়েছে সেরা আরও কিছু টুলস।
যা কিনা আপনাকে সঠিক তথ্য
দিতে সক্ষম। এক কথায় বলা যায়, ‘গুগল
কি-ওয়ার্ড প্লানার’ এর
বিপরীতে আমরা যে টুলসগুলো ব্যবহার
করলে সঠিক তথ্য পাব।
******** ফ্রী কি-ওয়ার্ড রিসার্চ
টুলসঃ ********
১) ওয়ার্ডস্ট্রিম কি-ওয়ার্ড টুলঃ এই টুল
এর রয়েছে তার নিজস্ব
সার্চিং কাস্টমাইজ পদ্ধতি। এই টুল
ব্যবহারকারী নিজে কাস্টমাইজ
করে তথ্য জেনে নিতে পারবে। এই
টুলে প্রচুর পরিমান ডাটা রয়েছে। এদের
প্রধান প্রধান ফিচারগুলোর ভিতর
রয়েছেঃ নেগেটিভ কি-ওয়ার্ড, কি-
ওয়ার্ড গ্রুপিং, কি-ওয়ার্ড ণিচ
ইত্যাদি।
লিঙ্কঃ http://www.wordstream.com/free-
keyword-tools
২) ওয়ার্ডট্র্যাকার কি-ওয়ার্ড টুলঃ এই
কি-ওয়ার্ড টুলটি খুব দ্রুত এবং সঠিক
ইনফরমেশন দিতে পারে।
ওয়ার্ডট্র্যাকারে ফ্রী সাইন ইন করার
মাধ্যমে অনেক বেশি ইনফরমেশন
পাওয়া যায়। ইউজার
ফ্রেন্ডলি একটি কি-ওয়ার্ড রিসার্চ টুল
এটি।
লিঙ্কঃ https://wordtracker.com/
৩) এসইও বুক কি-ওয়ার্ড টুলঃ এই টুলের
প্রধান যে বৈশিষ্ট্যগুলো বিদ্যমান
তা হলঃ গুগল, ইয়াহু, বিং এর সার্চ
ভলিউম, গুগল ট্রেন্ডস, গুগল সাজেস্ট, গুগল
সিননিমস, ইয়াহু সাজেস্ট, কি-ওয়ার্ড
ডিসকাভারি, এবং গুগল ব্লগ সার্চ সহ
আরও অনেক কিছু।
লিঙ্কঃ http://tools.seobook.com/keyword-tools/
seobook/
৪) উবেরসাজেস্ট কি-ওয়ার্ড টুলঃ এই টুল
টি আপনাকে ইনস্ট্যান্ট হাজারের উপর
কি-ওয়ার্ড সাজেশন দিতে সক্ষম।
যা আপনার বিজনেস কে প্রোমট
করতে অনেক বেশি সাহায্য করবে।
এছাড়া আপনি ছবি, খবর, শপিং, ভিডিও
অর্থাৎ ইন্ডিভিজুয়্যাল টপিকস এর উপর
আপনি ভারটিকেল রেজাল্ট পাবেন।
লিঙ্কঃ http://ubersuggest.org/
৫) কি-ওয়ার্ড আইঃ এই টুলটির
অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন এর জন্য বেস্ট।
কারন এই টুল টি আপনাকে ইনক্রেস
বা ডি-ইনক্রেস
সম্পর্কে সুন্দরভাবে তুলে ধরে।
ফলশ্রুতিতে আপনি লাইভ বুঝতে পাবেন
আসলে আমার কোন কি-ওয়ার্ড
টি নেওয়া বেস্ট হবে। একই
সাথে প্রতিদিন একই
আইপি থেকে তারা ১০০ টি টপ কি-
ওয়ার্ড এর সাজেশন দিয়ে থাকে।
লিঙ্কঃ http://www.keywordeye.com/
************* পেইড টুলসঃ *************
১. মজ টুলঃ http://moz.com/tools/keyword-
difficulty
২. কি-ওয়ার্ড স্পাইঃ http://
www.keywordspy.com/
৩. এসইএম রাশঃ http://www.semrush.com/
৪. কি-ওয়ার্ড ডিসকাভারিঃ http://
www.keyworddiscovery.com/
৫. এডভান্স ওয়েব র্যাঙ্কিংঃ http://
www.advancedwebranking.com/tour/research.html
|