How to Install WordPress using Wamp Server: লোকালহোষ্ট ইনষ্টল করা~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Wordpress >>> How to Install WordPress using Wamp Server: লোকালহোষ্ট ইনষ্টল করা

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

How to Install WordPress using Wamp Server

Wamp Server Download link: https://www.dropbox.com/s/2c2qv00k5svv6eh/WAMP%202.0i%20Server.zipWordPress Download link: http://wordpress.orgStep 1: At First Download wamp server from here - https://www.dropbox.com/s/2c2qv00k5svv6eh/WAMP%202.0i%20Server.zipStep 2: Download WordPress from here - http://wordpress.orgStep 3: Install Wamp Server

Step 4: extract the wordpress folder and find out the wordpress raw files

Step 5: Copy those files, then go to www directory ( you can go from the wamp icon and then www directory ) and create a folder. paste those files in that folder

Step 6: Go to Localhost from wamp and then the folder at the bottom.. (You will get that folder from the localhost page)

Step 7: Go to phpmyadmin, then privileges > Add a New User > username,password,Create database with same name and grant all privileges,check all > go

Step 8: Then again go to that folder and Follow the steps to install wordpress.

Finally you can login to dashboard from localhost/Folder/wp-admin
-------------------

ওয়ার্ডপ্রেস ইনষ্টল করা
. তাদের সাইট থেকে (www.wordpress.org) সবশেষ ভার্শনের ওয়ার্ডপ্রেস সফটঅয়্যারটি ডাউনলোড করে নিন। এটাও বিনামুল্যের।
. যদি জিপ করা থাকে তাহলে আনজিপ করুন।
. সবগুলি ফাইলকে কপি করুন লোকাল হোষ্টের রুট ফোল্ডারে (C:\wamp\www)
. ওয়ার্ডপ্রেসের index.php নামে নিজস্ব একটি ফাইল রয়েছে। আগের ফাইলকে রিপ্লেস করে নতুন ফাইলটি রাখুন।
. ফাইলগুলির মধ্যে wp-config-sample নামে একটি ফাইল রয়েছে। এর নাম পরিবর্তন করে নাম থেকে sample অংশটুকু বাদ দিয়ে wp-config নামের অংশটুকু রাখুন।
. আগের মত লোকাল হোষ্ট থেকে index.php ফাইল ওপেন করতে চেষ্টা করলে একটি ডাটাবেজ কানেকশন সংক্রান্ত এরর মেসেজ পাওয়া যাবে।
. সিষ্টেম ট্রে থেকে wamp ব্যবহার করে phpmyadmin ওপেন করুন।
. নতুন ডাটাবেজ তৈরীর জন্য database লিংকে ক্লিক করুন।
. create new database অংশে একটি নাম টাইপ করে দিন (যেমন wordpress) create বাটনে ক্লিক করলেই ডাটাবেজ তৈরী হবে।
. Privileges লিংকে ক্লিক করুন এবং এই পেজে নিচের দিকে পাশওয়ার্ড অংশে No Password সিলেক্ট করুন। Go লিংকে ক্লিক করুন। এরপর এটা বন্ধ করে দিন।
. ডাটাবেজের তথ্য wp-config ফাইলে ডাটাবেজ নাম এবং অন্যান্য তথ্য দেয়ার জন্য ফাইলটি নোটপ্যাড দিয়ে ওপেন করুন।
. ডাটাবেজ নেমের যায়গায় নতুন ডাটাবেজের নামটি টাইপ করে দিন।
. ইউজারনেমের যায়গায় admin টাইপ করে দিন।
. পাশওয়ার্ডের যায়গা থেকে লেখা মুছে শুধুমাত্র কমা চিহ্নদুটি রাখুন
. ফাইলটি সেভ করুন।
. ব্রাউজারে নতুনভাবে লোকালহোষ্ট চালু করলে ওয়ার্ডপ্রেসের সেটআপ পেজ পাওয়া যাবে। এখানে সাইটের নাম, ব্যবহারকারীর নাম, পাশওয়ার্ড, ইমেইল এড্রেস ইত্যাদি দিয়ে দিন।
. Install Wordpress বাটনে ক্লিক করুন। মুহুর্তে ওয়ার্ডপ্রেস ইনষ্টল হবে এবং আপনাকে সেটা জানানো হবে।
. Log In বাটনে ক্লিক করুন।
. আপনার দেয়া নাম এবং পাশওয়ার্ড দিয়ে দিন। ওয়ার্ডপ্রেসের ড্যাসবোর্ড পাওয়া যাবে।

এরপর বাকি সমস্ত কাজ ড্যাসবোর্ড থেকে করা যাবে। ওয়েবনাইটের সমস্তকিছু ঠিক করা হয়ে গেলে FTP সফটঅয়্যার ব্যবহার করে ফাইলগুলি আপনার সার্ভারে আপলোড করবেন।
· ওয়ার্ডপ্রেস ছাড়াও আপনি যদি জুমলা বা এইজাতিয় অন্য সফটঅয়্যার ব্যবহার করেন তাহলেও এই পদ্ধতিতে ইনষ্টল করতে পারেন।
· উইন্ডোজের যায়গায় ম্যাকিন্টোস ব্যবহার করলে WAMP এর বদলে MAMP ব্যবহার করুন।