ঘরে বসেই ডায়েরি (জিডি) করুন ~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Blogs, Variety >>> ঘরে বসেই ডায়েরি (জিডি) করুন

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

ঘরে বসেই ডায়েরি (জিডি) করুন

ডায়েরি (জিডি) করাকে অনেকে ঝামেলা মনে করে। কারণ থানায় যাওয়া, ঠিক মত সাহায্য না পাওয়া। আর অনেক কিছু। কিন্তু (জিডি) করতে এখন আর আপনাকে থানায় জেতে হবে না। ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিজেই করতে পারেন সাধারণ ডায়েরি।

চুরি, ছিনতাই ও আপনার দলিল, সার্টিফিকেট, পরিচয়পত্র ইত্যাদি হারানো, সংক্রান্ত তথ্য জানিয়ে বাসায় বসেই এখন নিরাপদে অনলাইনে জিডি করে ফেলুন।

এ ছাড়া, পাসপোর্ট, ব্যাংকের চেক বই, সার্টিফিকেটসহ যে কোনো গুরুত্বপূর্ণ দলিল হারিয়ে গেলে অনলাইনে সাধারণ ডায়েরি করতে পারেন। এ মনকি, মাদকসেবী বা অপরাধীদের আড্ডাস্থল বা অন্য কোনো অবৈধ সমাবেশ সম্পর্কিত অভিযোগ ও অনলাইনে করতে পারবেন।

শুরুতে শুধু ঢাকা মেট্রোপলিটনের সব থানার আওতায় বসবাসকারীরা এ সুযোগ পাচ্ছেন।

যেভাবে জিডি করবেন

প্রথমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইট http://www.dmp.gov.bd ঠিকানায় প্রবেশের পর প্রধান পৃষ্ঠার ব্যানারের নিচেই দেখতে পাবেন Citizen Help Request নামের একটি ট্যাব। এই ট্যাবে ক্লিক করলে চলে আসবে আলাদা একটি পাতা। পাতার শুরুতেই অনলাইনে সাধারণ ডায়েরি নিয়ে কিছু বর্ণনা দেওয়া আছে। নিচের অংশে রয়েছে তথ্য দেওয়ার তালিকা। এই তালিকা থেকে আপনি যে ধরনের সাধারণ ডায়েরি করতে চান তা নির্বাচন করুন। নির্বাচনের মাধ্যমে পরবর্তী পাতায় আপনি পাবেন ডায়েরি করার ফরম। ফরম পূরণের শুরুতে আপনি যে থানায় ডায়েরিটি করবেন তা নির্বাচন করে নিন। এরপর আপনার নাম, ঠিকানাসহ সংশ্লিষ্ট তথ্যাবলি পূরণ করে Submit বাটনটি ক্লিক করলেই সংশ্লিষ্ট থানায় পৌঁছে যাবে আপনার তথ্য। স্বয়ংক্রিয়ভাবে আপনি একটি শনাক্তকরণ নম্বর ও থানা থেকে কবে ডায়েরি সংক্রান্ত সত্যায়িত কাগজটি সংগ্রহ করবেন তার সময় জানতে পারবেন। এখন নম্বরটি সংরক্ষণ করুন। কারণ থানা থেকে আপনার সাধারণ ডায়েরির সত্যায়িত কপিটি সংগ্রহ করতে পরে নম্বরটির প্রয়োজন পড়বে।

তথ্য ও পরামর্শ

অনলাইনে সাধারণ ডায়েরি সংক্রান্ত যেকোনো পরামর্শ ও তথ্যের জন্য bangladesh@police.gov.bd ঠিকানায় মেইল পাঠাতে পারেন। অথবা ফ্যাক্স করতে পারেন ০২-৯৫৫৮৮১৮ নম্বরে।

নিজে জানুন এবং অপর কে জানতে সাহায্য করুন।