উইন্ডোস কম্পিউটারে USB দিয়ে ভাইরাস ঢুকার রাস্তাটা বন্ধ করে দিন ~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Anti-Virus >>> উইন্ডোস কম্পিউটারে USB দিয়ে ভাইরাস ঢুকার রাস্তাটা বন্ধ করে দিন

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

কম্পিউটারে USB দিয়ে ভাইরাস ঢুকার
রাস্তাটা বন্ধ করে দিন .
উইন্ডোস কম্পিউটারে USB
দিয়ে ভাইরাস ঢুকার রাস্তাটা বন্ধ
করে দিন
ডাটা ট্রাভেলার USBs and/or Mobile
devices এর চেয়ে উপকারী বিষয় কমই
আছে। এর যেমন উপকারী দিক
আছে ঠিক তেমন অপকারী দিকও
রয়েছে। যতই উপকারীতা থাক
কম্পিউটারে ভাইরাস (Torjan, Spywares,
Malwares) ছড়ানোর একমাত্র মাধ্যম ঐ সকল
portable storage devices।
সবচেয়ে ড্যাঞ্জারাস
যেইটা সেটা হলো অটোরান, অনেক
ক্ষুদ্র ক্ষুদ্র কমান্ডের
মাধ্যমে তৈরি করা হয় অটোরান
ভাইরাস। অটোরান ভাইরাসের কাজ
হলো পেনড্রাইভ অটোমেটিক্যলি বুট
করা। আর এই অটোমেটিক্যালি বুট
করার মাধ্যমেই ছড়িয়ে অন্যান্য
ভাইরাস সমূহ।
আর এই অটোরান বন্ধ করতে নিচের সহজ
পদ্ধতিগুলো অনুসরণ করুন:
1. Start Menu, থেকে Run এ ক্লিক করুন
2. gpedit.msc টাইপ করে এন্টার করুন
3. ‘Group Policy‘, নামের
একটা উইন্ডো আসবে।
4. প্রথমে ‘Administrative Templates‘
এবং তারপর ‘System‘, এ ক্লিক করুন
5. ডান প্যানেলে ‘Turn off Autoplay‘
তে ডাবল ক্লিক ক
6. একটা নতুন পপ আপ উইন্ডো আসবে।
7. Settings এর ভিতর থেকে ‘Enabled‘ ক্লিক
করে OK করুন।
8. Group Policy ক্লজ করুন
আমার এই পোষ্টটি যদিও কার্যকর কোন
ভাইরাস এর হাত
থেকে রক্ষা করতে পারবেনা।
তবে এটা অটোরানের সকল
ভাইরাসকে রোধ করতে পারে।
তবে একটু সচেতন হলে পেনড্রাইভের
সকল ভাইরাস
থেকে রক্ষা পেতে পারেন। যেমন
প্রেনড্রাইভ সব সময় এক্সপ্লোর
করে ব্যবহার করতে পারেন