নিমপাতা দিয়ে মশা তাড়ানোর
কয়েল তৈরির মজার প্রক্রিয়াটি।
কী কী লাগবেঃ
১) শুকনো নিমপাতা
২) তাজা নিমপাতা
৩) মোম
৪) স্টার্চ
৫) অ্যালকোহল
(ফার্মেসীতে কিনতে পাবেন)
৬) ব্লেন্ডার
৭) ওভেন
৮) গ্রেটার
৯) একটি সাধারণ কয়েল (ছাঁচ
হিসেবে ব্যবহারের জন্য)
১০) অ্যালুমিনিয়াম ফয়েল
যা করতে হবেঃ
- তাজা নিমপাতাগুলোকে ডাল
থেকে ছাড়িয়ে ব্লেন্ডারে একটু
পানি দিয়ে মিহি পেস্ট করে নিন
- শুকনো নিমপাতা গুঁড়ো করে নিন
- এরপর একটা বাটিতে এক চা চামচ
নিমাপাতা পেস্ট এবং সমপরিমাণ
গুঁড়ো শুকনো নিমপাতা মিশিয়ে নিন
- গ্রেটারে মোমের গুঁড়ো তৈরি করুন
এবং নিমপাতার মিশ্রনে এক চা চামচ
যোগ করুন
- এক চা চামচ স্টার্চ এবং এক চা চামচ
অ্যালকোহল যোগ করুন মিশ্রনে
- এরপর একটা অ্যালুমিনিয়াম ফয়েলের
ওপরে সাধারণ কয়েলটি রাখুন। এর
প্যাঁচানো অংশের
মাঝে নিমপাতার
মিশ্রণটি দিয়ে কয়েলের মত
আকৃতি দিন
এবং ফয়েলটি দিয়ে ঢেকে দিন
- ওভেনে মাঝারী আঁচে দিয়ে রাখুন
৫ মিনিট
- ওভেন থেকে বের করে দেখুন যথেষ্ট
শক্ত হয়েছে কিনা, নয়তো আরও কিছুক্ষন
রাখুন
- ফয়েল থেকে সাধারণ
কয়েলটি উঠিয়ে নিন, দেখুন যেন
নিমপাতার কয়েলটি ভেঙ্গে না যায়
- যাদের অভেন নেই,তারা উচ্চ
আঁচে চুলা জ্বালিয়ে তার
নিচে রেখে দিন। সময় একটু
বেশি লাগলেও ঠিকই জমাট
বেঁধে যাবে।
-আবার কয়েলের
আকৃতি করতে ঝামেলা মনে হলে লম্বা
কাঠির
আকারেও গড়ে নিতে পারেন।
আগরবাতির মত
করে জ্বালিয়ে নেবেন।
ব্যাস, তৈরি হয় গেলো আপনার
নিমপাতার কয়েল।
এবারে একে জ্বালিয়ে দেখুন
তো মশারা কোথায়
পালিয়ে যাচ্ছে!
|