মোবাইল ফোনের ব্যাটারির আয়ু বাড়ানো~~Hedaet Forum~~


Email: Password: Forgot Password?   Sign up
Are you Ads here? conduct: +8801913 364186

Forum Home >>> Mobile Utilities >>> মোবাইল ফোনের ব্যাটারির আয়ু বাড়ানো

Tamanna
Modarator Team
Total Post: 7639

From:
Registered: 2011-12-11
 

১) নতুন মোবাইল কিনে কম
পক্ষে ৮-১০ ঘন্টা চার্জ দিন।
২) খুব বেশী দরকার না হলে ভাইব্রেশন
ব্যবহার করবেন না। ভাইব্রেশনের
কারণে দ্রুত চার্জ ফুরায়।
৩) ব্যাটারীর সম্পূর্ণ চার্জ শেষ
হয়ে গেলে চার্জ দিন।
৪) ফুল চার্জ না হওয়া পর্যন্ত মোবাইল
চার্জ দিন।
৫) মোবাইলের ব্রাইটনেস
কমিয়ে রাখুন।
৬) অতিরিক্ত চার্জ ব্যাটারীরর জন্য
ক্ষতিকর।
৭) সব সময় সেটের অরিজিনাল চার্জার
ব্যবহার করুন।
৮) খুব বেশী দরকার না হলে ফোন
রির্স্টাট করবেন না।
৯) অকারণে ব্লু-টুথ অন করে রাখবেন না।
১০) নেটওয়ার্ক সিগন্যাল বারবার
সার্চ করলেও বেশি ব্যাটারি ক্ষয়।
সুতরাং এটি থেকে বিরত থাকুন।
১১) ঠাণ্ডা স্থানে মোবাইল ফোন
রাখুন। অর্থাৎ স্বাভাবিক
তাপমাত্রায়। বেশি গরম
স্থানে মোবাইল ফোন রাখবে না।
আমি একটা আইপিএস-এর ওপর
ব্যাটারি রেখেছিলাম। পরে আমার
ফোনের ১৩টা বাজছে।
১২) চার্জ থেকে খুলার জন্য আগে সকেট
থেকে চার্জার খুলবেন তারপর
মোবাইলের কেব্ল খুলবেন ।
১৩) চার্জের সময় মোবাইল অফ
রাখা ভাল ( বিশেষ করে নতুন
মোবাইলের জন্য ) ।
১৪) ব্যাটারির আয়ু ১৫-৩০%
থাকলে চার্জ দিবেন এর আগেও
না পরেও না ।
১৫) লম্বা সময় ধরে চার্জার
লাগিয়ে রাখবেন না ।
আমারা অনেকেই রাতে ঘুমানোর সময়
চার্জে দিয়ে ঘুমাই, এতে করে ফুল
চার্জ হওয়ার পরও অনেক্ষন চার্জার
কানেক্ট থাকে । এ অভ্যাস ত্যাগ করুন,
না হলে ব্যাটারীর ক্ষতি হবে ।
১৬) WiFi, Location Services, Bluetooth,
কানেকশন মোবাইল নেট কানেকশন
থেকে বেশী ব্যাটারি ব্যবহার হয়
যদিও WiFi, Location Services, Bluetooth,
কানেকশন অনেক যায়গায় সহজে ও
বিনা পয়সায় ব্যবহার করা যায়। তাই
নেহাত প্রয়োজন না হলে WiFi, Location
Services, Bluetooth, কানেকশন বন্ধ
করে রাখুন তাতে আপনার ব্যটারির
লাইভ সেইভ হবে।
১৭) Wall paper যদি animated বা motion
ওরিয়েন্টেড হয় তাহলে তা ডিজেবল
করে রাখুন।
১৮) বিভিন্ন ব্যাটারি সাপোর্টেড
ইউটিলিটি সফটওয়্যার
ফ্রি পাওয়া যায় তা ব্যবহার
করতে পারেন।
১৯) ডেইলি মেইলে প্রকাশিত এক
রিপোর্টে জানা যায়,
বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোনের
ব্যাটারি ১০০% পর্যন্ত চার্জ করা ঠিক
নয়! বরং এর চার্জ সব সময় ৪০-৫০% এর
উপরে রাখার পরামর্শ দেয়া হয়েছে।
অর্থাৎ, আপনার ফোনের ব্যাটারির
চার্জ সবসময় ৪০-৮০ শতাংশের
মধ্যে রাখলে সেটাই তার
পারফর্মেন্সের জন্য সর্বোত্তম হবে।
এমনকি ওয়্যারলেস
চার্জিং এড়িয়ে চলার পরামর্শও
দেয়া আছে এতে।
২০) আর সবার শেষে বলতে চাই, কথা কম
বলুন। এতে টাকাও বাঁচবে। ব্যাটারির
আয়ুও বাড়বে।

1) Buy a new mobile phone low
Charge for 8-10 hours a day.
Ii) If you do not need too much vibration
Do not use. Bhaibresanera
Phuraya due to quick charge.
3) The battery is completely drained
Once the charge.
4) Full-charge until the mobile
Give charge.
5) mobile brightness
Keep reduced.
6) extra charge for byatarirara
Harmful.
7) set the original charger
Please use.
8) If you do not need too much Phones
Do not rirstata.
9) Do not unnecessarily turn on Bluetooth.
10) Network signal repeatedly
Despite the deterioration of the battery reads.
So it must be avoided.
11) The cold places Mobile Phones
Keep. That is normal
Temperature. Too hot
Do not put the mobile phone.
I'm on an IPS
Batteries made. After my
13 phone ringing.
1) charge for the open socket before
Then open the charger
Open the phone cable.
13) while charging mobile phone
Good (especially the new
For Mobile).
14) 15-30% battery life
Would you charge it before
Do not beyond.
15) The charger for a long time
Please do not put it on.
Many of us sleep at night time
Sleep with a charge, it flowers
Welcome the break after being charged charger
Connect it. Leave this habit,
If not, will not damage the battery.
16) WiFi, Location Services, Bluetooth,
Connection mobile net connection
To use more battery
Although WiFi, Location Services, Bluetooth,
And easy connection to many places
Can be used freely. Therefore,
If you do not need Subaltern WiFi, Location
Services, Bluetooth, Connection Close
Keep the battery
Live will be saved.
17) Wall paper animated or in motion
Disabling it is oriented
Keep it.
18) Supported Battery
Utility Software
Free use of the available
you can do.
19) The Daily Mail published
According to the report,
According to experts, smartphones
The battery is charged up to 100%
Not! 40-50% of the time, but all charges
It has been suggested above.
In other words, your phone's battery
40-80 percent of all charges
That placed him in
Would be better for performance.
Even wireless
Avoiding charging advice
It has been.
20) and the last to say, the less
Say. It saves money. Battery
Increase life expectancy.