আর আর ফাউন্ডেশন.
অনেকেই কপি ডট কম থেকে আর আর ফাউন্ডেশন এর টিউটোরিয়াল গুলো ডাউনলোড করতে সমস্যায় পরছেন। বা আমাদের দেশের কারেন্ট সমস্যার কারনে ভাল রেজুলেশনের ভিডিও গুলো কপি করতে পারছেন না। তাদের জন্য সুখবর, এখন আপনি সব গুলো টিউটরিয়াল সহজেই কপি করতে পারবেন “কপি ডট কম” এর পি সি মেনেজার দিয়ে।
প্রথমেই “https://www.copy.com” এ সাইন আপ করে ফেলেন। তার পর আপনার কম্পিউটার এর জন্য প্রয়োজনীয় কপি এপ্লিকেশন টা ইন্সটল করে সাইন ইন করেন। ইন্সটল এর সময় আপনার কম্পিউটার এ একটা কপি ফোল্ডার তৈরি হবে।
এর পর আর আর ফাউন্ডেশন এর কপি ডট কম পেজ থেকে
(Part 1: https://www.copy.com/s/ufa0CqXZStFs/RR%20Foundation%20Tutorials
Part 2: https://www.copy.com/s/8YrMKyDBk834/RRF%20Tutorial%20Part%20Two
Part 3: https://www.copy.com/s/J0WSeKF7nHHS/RRF%20Tutorial%20Part%20Three)
সেভ টু কপি তে ক্লিক করলে আপনার কপি ফোল্ডার এ ফাইল ২ টা সেভ হয়ে যাবে।
প্রথমেই খুশি হয়ে জাবেন না এই ভেবে যে ২ সেকেন্ড এ ৯GB ফাইল ডাউনলোড হইয়া গেছে। আপনার কপি ফোল্ডার এ আর আর ফাউন্ডেশন এর টিউটোরিয়াল গুলো ডাউনলোড হওয়া শুরু হয়েছে মাত্র। কিন্তু খুশির ব্যাপার এই যে আপনার কাজের বেকগ্রাউন্ড এ ফাইল গুলো ডাউনলোড হতে থাকবে এবং নতুন কোন টিউটোরিয়াল আপলোড হলে সেটা অটো আপনার ফোল্ডার এ সেভ হয়ে যাবে।
খেয়াল করবেন আপনার টাস্ক ম্যানেজার এর কপি ম্যানেজার টা Sync On আছে কিনা। আপনার কপি ফোল্ডার ওপেন করে চেক করে দেখবেন Processing এর চিহ্ন দেখাবে আর যেগুলো ডাউনলোড সম্পন্ন হয়েছে সেগুলো ড্রপবক্স এর মত টিক চিহ্ন দেখাবে।
কোন কারনে আপনার ডাউনলোড বন্ধ করতে চাইলে টাস্কবারের ডানদিকে (যেদিকে দিন-তারিখ ও বিভিন্ন আইকন থাকে) সেখান থেকে কপি এর পাখির মত আইকনে রাইট ক্লিক করে Pause Sync এ ক্লিক করুন। আবার চালু করতে এক ই নিয়মে Resume Sync এ ক্লিক করুন।
বিঃ দঃ কোন সমস্যা হলে জানাবেন। কিন্তু আগে নিজে সমাধান করার চেষ্টা করবেন। আর আর ফাউন্ডেশন টিউটোরিয়াল বিতরণ.
বিভিন্ন স্থানে অনেকেই আমাদের সাথে হাতে হাত মিলিয়ে টিউটোরিয়াল বিতরণ করছেন। কুরিয়ারজনিত সমস্যার কারণে অনেকের টিউটোরিয়াল সময়মত পাচ্ছেন না বা পেতে দেরি হচ্ছে। আপনি চাইলে সরাসরি টিউটোরিয়াল পেন ড্রাইভে কপি করে নিতে
পারেন।
Collected
|